![]() |
New Model Activity Task Class 3 English Part 4 |
স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের Model Activity Task 1 ও 2 আগে প্রশ্নের উত্তর লিখে জমা দিতে হয়েছে, তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে। শিগ্রী Model Activity Task Part 3 সমাধান করে তোমরা জমা দিয়েছো, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক বজায় রাখতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 4 বা লকডাউনে, চতুর্থ পর্বের সকল বিষয়ের প্রশ্নপত্র দিয়েছে তোমাদের। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
মডেল অ্যাক্টিভিটি টাস্কের, আমরা আগে দেখেছি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের প্রাইমারি স্কুল থেকে দেওয়া Text Book এবং বিভিন্ন সাহায্যকারী বই যেমন ছাত্রবন্ধু, পড়ার সাথী ইত্যাদি বইগুলিতে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের ও অভিভাবকদের সাহায্যের জন্য বন্ধুর মতো বা Digital Teacher হিসেবে তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা বৃত্তি মূলক– Digital Porasona website. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
আমরা কেবল মাত্র New Model Activity Task English Class 3 Part 4 বা প্রথম শ্রেণীর English Question গুলো উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে। তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
New Model Activity Task Class 3 English Part 4 Fully Solved
Fill in the blanks with words from the list given below:
a) (a)The grass is....................
Ans: green.
b)(a)The sky is....................
Ans: blue.
c (a)The rose is...................
Ans: red.
List: red, green, blue
Rearrange the letters to make meaningful words:
(a)Tam .........................
Ans: mat
(b)Droo.......................
Ans: door
(c)Ssrga.......................
Ans: grass
Write four sentences on the bird you like. Use the following points:
Name of the bird – what it eats – why it you like it
Answer-Among of all birds, I like the peacock most. It is the national bird of India. It eats snake and other insects. I like peacock as it looks very beautiful.
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 4 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।