![]() |
Model Activity Task Class 3 Poribesh Part 4 |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Primary Board আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 4 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
Model Activity Task Part 4-র পাঠ্যবইয়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধায় পড়ছে। তাই আমরা তোমাদের সাহায্যের জন্য বন্ধুর মতো তোমাদের কাছে এগিয়ে এলাম।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের Digital Porasona website. এছাড়া তোমাদে Nursery থেকে XII শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত শ্রেণীর English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরলশ্রেণীর সমাধান।
আমরা কেবলমাত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ বা New Model Activity Task Class 3 Poribesh Part 4 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।
তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
New Model Activity Task Class 3 Poribesh Part 4 Solved
Solve of Class 3 Part 4 Poribesh
Porivesh Class 3 Model Activity Task Solved
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
আমাদের পরিবেশ
তৃতীয় শ্রেণী
১. সঠিক উত্তর নির্বাচন করো:
১.১ কাঁচা আমের স্বাদ পাওয়া যায় যে ইন্দ্রিয়ের সাহায্যে তাহলো- ক) চামড়া খ) চোখ গ) কান ঘ) জিভ।
উত্তর- ঘ) জিভ।
১.২ পুষ্টিকর নয় এমন একটি খাবার হলো- ক) মাছ খ) ডিম গ) সবজি ঘ) চিপস।
উত্তর- ঘ) চিপস।
১.৩ মাটির নিচের একটি আনাজ হল- ক) ঢেঁড়স খ) ঝিঙে গ) আলু ঘ) কুমড়ো।
উত্তর- গ) আলু।
২. সঠিক বাক্যের পাশ ‘ ✓’ আর ভুল বাক্যের পাশে ‘ x’ চিহ্ন দাও:
২.১ স্কিপিং- এ হাতের কব্জির কোন কাজ হয় না।
উত্তর- ভুল ‘ x’
২.২ পেঁয়াজ হলো গাছের মূল।
উত্তর- ভুল ‘ x’
২.৩ সোয়াবিনএকটি প্রাণিজ খাবার।
উত্তর- ভুল ‘ x’
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ কেন চোখের যত্ন নেওয়া প্রয়োজন ?
উত্তর- চোখ হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই চোখের যত্ন নেওয়া একান্তই প্রয়োজন। চোখের যত্ন নিলে চোখে কখনো সহজে ছানি পড়বে না।
৩.২ এমন দুটি ফলের নাম লেখো যার এক অংশ মানুষের খাদ্য না হলেও অন্য প্রাণীদের খাদ্য।
উত্তর- এমন দুটি ফল হলো, যেগুলি একাংশ মানুষ খাদ্য হিসেবে খায় এবং অন্য প্রাণীরা গ্রহণ করে থাকে। এরকম ফল দুটি হল- একটি কলা অপরটি হলো কাঁঠাল।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
উত্তর- আগেকার দিনে মানুষের কাছে বিভিন্ন ধরনের যানবাহন ছিলনা, সামুদ্রিকযান ছিল না যার ফলে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য জলপথে ব্যবহার বেশি করত এবং পরবর্তীতে তারা নৌকা জল যাহা তৈরি করে এবং তারা বিভিন্ন দেশে পাড়ি দিত আর সেই সময় তারা সঙ্গে করে খাবার, ফল নিয়ে যেত। তারা পাড়ি দিয়ে বাড়ি ফেরার পথে বিভিন্ন খাবার ও ফল সঙ্গে করে নিয়ে আসত। এভাবেই দেশ-বিদেশে নানা রকম খাবার ছড়িয়ে পড়ে।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 4 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 5 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে তখন।