![]() |
Model Activity Task Part 5 Poribesh O Bigyan Class 6 |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Education Board আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Poribesh Biggyan Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি-র সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সম্মুক্ষে হাজির হলাম। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও। 1
Model Activity Task Part 5 Poribesh Biggyan Class 6 Fully Solved
Model Activity Task Part 5 Poribesh Biggyan Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণি
Class 6 Model Activity Task Part 5 Poribesh o Bigyan
Model Activity Task/ Class-6/ Sub-life Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পরিবেশ ও বিজ্ঞান
ষষ্ঠ শ্রেণি
১. ঠিক উত্তর নির্বাচন করো:১.১ হেমাটাইট যে ধাতুর আকরিক তাহলো -
ক) সোনা
খ) তামা
গ) লোহা
ঘ) অ্যালুমিনিয়াম ।
উত্তর- গ) লোহা।
১.২ আয়তন পরিমাপের একক হল -
ক) গ্রাম
খ) সেন্টিমিটার
গ) বর্গ সেন্টিমিটার
ঘ) ঘন সেন্টিমিটার।
১.২ আয়তন পরিমাপের একক হল -
ক) গ্রাম
খ) সেন্টিমিটার
গ) বর্গ সেন্টিমিটার
ঘ) ঘন সেন্টিমিটার।
উত্তর- ঘ) ঘন সেন্টিমিটার।
১.৩ অবিশুদ্ধ রক্ত হল-
ক) যে রক্তের কেবল Co2 থাকে
১.৩ অবিশুদ্ধ রক্ত হল-
ক) যে রক্তের কেবল Co2 থাকে
খ) যে রক্তে O2-এর তুলনায় Co2বেশি থাকে
গ) যে রক্তে কেবল O2 থাকে
ঘ) যে রক্তে Co2এর তুলনা O2 বেশি থাকে
উত্তর -খ) যে রক্তে O2-এর তুলনায় Co2বেশি থাকে।
২. সংক্ষিপ্ত উত্তর দাও:
২.১ SI পদ্ধতিতে বলের একক কী?
উত্তর- নিউতন N
২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তন হয়?
২.২ জলের গভীরে গেলে তরলের চাপ কিভাবে পরিবর্তন হয়?
উত্তর- জলের গভীরে গেলে তরলের চাপ বৃদ্ধি পায়।
২.৩ মানবদেহের কোথায় অচল অস্থিসন্ধি দেখা যায়?
উত্তর- মানবদেহের খুলিতে অচল অস্থিসন্ধি দেখা যায়।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো।
৩.১ 0.09 বর্গমিটার ক্ষেত্রফলে 90 নিউটন বল প্রযুক্ত হলে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে তা নির্ণয় করো।
উত্তর- ক্ষেত্রফল= 0.09 বর্গমিটার
প্রযুক্ত বল = 90 নিউটন
আমরা জানি,
চাপ= প্রযুক্ত বল (নিউটন) /ক্ষেত্রফল (বর্গমিটার)
অতএব,
=(90/0.09) নিউটন/বর্গমিটার
=1000 নিউটন/বর্গমিটার।
৩.২ রক্তের কাজ কী কী?
উত্তর- আমাদের শরীরের রক্তের কাজ অপরিসীম তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ হলো -
(a) লোহিত রক্তকণিকা ফুসফুসের কাজ থেকে অক্সিজেন কে বয়ে নিয়ে পুরো শরীরের পৌঁছে দেয় ।
(b) শ্বেত রক্তকণিকা আমাদের শরীরের পাহারাদার এর মত কাজ করে থাকে এটি আমাদের কে বাইরের জীবাণু রোগমুক্ত করতে অপরিসীম ভূমিকা পালন করে।
(c) আমাদের শরীরের কোথাও কোনো কারণবশত কেটে গেলে সেখানে রক্তপাত হয়ে থাকে আর ওই ক্ষতস্থানের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এই অনুচক্রিকা ছোট ছোট রক্ত কণিকা।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও:
৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
৪.১ বল বলতে কী বোঝায় ব্যাখ্যা করো।
উত্তর- বল কোন বস্তুকে বাইরে থেকে বা বাহ্যিক যা প্রয়োগের ফলে গতিশীল বস্তু স্থির ও স্থির বস্তু গতিশীল অবস্থায় পরিণত হয় তাকেই বল(Force) বলা হয়।
যেমন কোন একটি ফুটবল কে লাথি মারলে সেটি স্থির অবস্থান থেকে গতিশীল অবস্থায় পরিণত হয়। ঐ ফুটবলটি গড়িয়ে চলে। এখানে ফুটবলটি প্রথম অবস্থায় স্থির অবস্থায় ছিল। পরে লাথি মারার পর সেটি গতিশীল অবস্থা পরিণত হয়। যা প্রয়োগের ফলে ইহা তাদের অবস্থার পরিবর্তন ঘটল তাকেই বলা(Force) হয় ।
বলের (Force)এস আই(S.I)একক হল নিউটন(N)।
৪.২ মানবদেহে প্রশ্বাস আর নিঃশ্বাস প্রক্রিয়া কীভাবে ঘটে?
উত্তর- মানবদেহ বেঁচে থাকার জন্য একান্তই প্রয়োজন প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়ার।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের কেউ Share করে, Model Activity Task Part 5 Poribesh Biggyan Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণিতাদের করার সুযোগ করে দাও।
উত্তর- মানবদেহ বেঁচে থাকার জন্য একান্তই প্রয়োজন প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়ার।
আমাদের পাঁজরের ফাঁকে যে পেশীগুলি আছে তাকে পঞ্চপেশি বলা হয়ে থাকে। বুক আর পেটের মধ্যস্থলে আরও একটা বেশি রয়েছে সেটা মধ্যচ্ছদা পেশি নামে পরিচিত।
ওই পঞ্জরপেশি এবং মধ্যচ্ছদা পিএসসি এর সাহায্যে একবার বুকের মধ্যে বুকের খাঁচা স্ফীত হয়, ঐ সময় বায়ু (O2)ভিতরে প্রবেশ করে, ইহাকে প্রশ্বাস বলা হয়।
আবার ওই পেয়েছি দুটি ঢিলে হয়ে গেলে বুকের খাঁচা টি চুপসে যায় গো সংকুচিত হয়ে পড়ে এই অবস্থায় ভিতরে থাকা বায়ু(CO2) বাইরে বেরিয়ে আসে।
এভাবেই মানবদেহে শ্বাস-প্রশ্বাস বা প্রচার এবং নিঃশ্বাস প্রক্রিয়া সম্পন্ন হয়।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের কেউ Share করে, Model Activity Task Part 5 Poribesh Biggyan Class 6 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ পরিবেশ ও বিজ্ঞান ষষ্ঠ শ্রেণিতাদের করার সুযোগ করে দাও।
ভলো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6-এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।