![]() |
Model Activity Task Part 5 History Class 6 |
তোমরা আমাদের Website Digital Porasona পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 History Class 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস ষষ্ঠ শ্রেণি-র সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সম্মুক্ষে হাজির হলাম। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস ষষ্ঠ শ্রেণি সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
Model Activity Task Part 5 History Class 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস ষষ্ঠ শ্রেণি
Model Activity Task Part 5 History Class 6 solved
১. বেমানান শব্দটি খুঁজে লেখো :
১.১ সংহিতা, মহাকাব্য, আরণ্যক, উপনিষদ
উত্তর- আরণ্যক।
১.২ ব্রক্ষ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, ব্রাহ্মণ
উত্তর- ব্রাহ্মণ।
১.৩ বিদথ, সভা, সমিতি, রত্নিন
উত্তর - রত্নিন।
২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :
২.১ দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল অস্মক।
উঃ সত্য
২.২ চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে বৌদ্ধ হয়ে যান।
উঃ মিথ্যা
২.৩ বিনয়পিটক গৌতম বুদ্ধের মূল কয়েকটি উপদেশের আলোচনা।
উঃ মিথ্যা
৩. একটি বা দুটি বাক্যে লেখো :
৩.১ বেদের আরেক নাম শ্ৰুতি কেন ?
উঃ বেদ প্রথম দিকে লিখিত র ছিল না। ঈশ্বরের মুখ নিঃসৃত বানী ঋষি মুনিরা মনে রাখতেন এবং তাঁদের কাছ থেকে শিষ্যরা সেই বানী শুনে শুনে মুখস্ত করত । তাই বেদের অপর নাম শ্রুতি ।
৩.২ জনপদ কী ?
উঃ প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চল কে জন বলা হত। সেই জনকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল রাজ্য। আবার বলা হয় জনগন যেখানে পদ রাখত অর্থাৎ বাস করত তাকে বলা হয় জনপদ। অর্থাৎ সাধারণ মানুষ কোনো স্থানে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করলে তাকে জনপদ বলে।
৪.নিজের ভাষায় লেখো (৩ – ৪ টি বাক্যে) : বৈদিক যুগের ব্যবসা বাণিজ্য কেমন ছিল ?
উঃ আদি বৈদিক যুগে ব্যাবসাবানিজ্যের বিশেষ চলন ছিল না। সরাসরি সামুদ্রিক -বানিজ্যের কথা ঋকবেদে নেই। পরবর্তী বৈদিক সাহিত্যে ব্যাবসা বানিজ্যের কথা পাওয়া যায়। তবে সমুদ্র বানিজ্য এই আমলেও ছিল কিনা নিশ্চিত বলা যায় না। বৈদিক যুগে জিনিসপত্র বিনিময় করা হত। মুদ্রার ব্যাবহার ছিল কিনা জানা যায় না। যদিও নিষ্ক, মনা এগুলি হয়তো মুদ্রার মতো ব্যাবহার হতো।
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টিগোচর করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেনা। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি ও উপকৃত হয়েছো, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের কেউ Share করে, Model Activity Task Part 5 History Class 6 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস ষষ্ঠ শ্রেণি তাদের করার সুযোগ করে দাও।
ভলো থেকো, সুস্থ থেকো। পরবর্তী Model Activity Task Part 6-এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হব তোমাদের সামনে প্রশ্নপত্র বিতরন করা মাত্রই।