![]() |
MODEL ACTIVITY TASK |
আদোরের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জানো যে, তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক রাখতে West Bengal Primary Board of Secondary Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা করতে হবে।
তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের শিক্ষা মূলক website–Digital Porasona. এছাড়া তোমাদের ভাই-বোন, বন্ধু-বান্ধব, দাদা-দিদি যারা নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশুনা করে তাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।
তোমরা পাবে সমস্ত All English Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
Model Activity Task Part 5 Amader Poribesh Class 5 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণি-র সমস্ত প্রশ্নের উত্তর হাজির হলাম তোমাদের সম্মুক্ষে। তোমরা আর সময় অপচয় না করে, এবার তোমরা তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি-এর আমাদের পরিবেশ প্রশ্নপত্রের সমস্ত উত্তর গুলো ঝটপট লিখে নাও।
Model Activity Task Part 5 Amader Poribesh Class 5
২. ঠিক বাক্যের পাশে ✔️আর ভুল বাক্যের পাশে ‘x’ চিহ্ন দাও :
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
উত্তর: আমরা জানি উচ্চতা বাড়লে বায়ুর চাপ উষ্ণতা কমে তাই পর্বতের ওপরের বায়ু প্রচন্ড ঠান্ডা হয়ে পড়ে ফলে বাতাসের জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। সূর্যের তাপ সাধারণত ওপরের বায়ুকে উত্তপ্ত করতে পারেনা। সূর্যের কিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং পরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করে কিন্তু উপরের বায়ু ঠান্ডা থাকে। যার ফলে পর্বতের বায়ু ঠান্ডা থাকে এবং বায়ুর জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। তাই পর্বতের মাথায় বরফ জমে।
২.১ মানুষের বুদ্ধি হলাে একটা সম্পদ।
উত্তর: ঠিক২.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর: ঠিক২.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধীবুড়ি।
উত্তর: ভুল৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কী ক্ষতি হয়?
উত্তর: বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করলে জমির উর্বরতা শক্তি কমে যায় এবং সেই জমি থেকে উপযুক্ত ফলন পাওয়া যায় না। তাছাড়া মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক এর ব্যবহারের ফলে উপকারী পােকাগুলিও মারা যায়। যেমন- মৌমাছি, প্রজাপতি, রেশম মথ ইত্যাদি। ফলে পরাগমিলন ঘটে না এবং ফুল ও ফলের উৎপাদন কমে যায়।৩.২ কী উদ্দেশ্যে দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল?
উত্তর: দামােদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল বন্যা প্রতিরােধ করার জন্য। এজন্য কিছু জলাধার তৈরি করার কথা ছিল। সেখানে জল আটকে রেখে পরে সেই জল ব্যবহার করে সারাবছর ঐ অঞ্চলকে চাষাবাদের উপযুক্ত করে তোলা।৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও:
৪.১ পর্বতের মাথায় বরফ জমে কেন?উত্তর: আমরা জানি উচ্চতা বাড়লে বায়ুর চাপ উষ্ণতা কমে তাই পর্বতের ওপরের বায়ু প্রচন্ড ঠান্ডা হয়ে পড়ে ফলে বাতাসের জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। সূর্যের তাপ সাধারণত ওপরের বায়ুকে উত্তপ্ত করতে পারেনা। সূর্যের কিরণ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং পরে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুকে উত্তপ্ত করে কিন্তু উপরের বায়ু ঠান্ডা থাকে। যার ফলে পর্বতের বায়ু ঠান্ডা থাকে এবং বায়ুর জলীয় বাষ্প জমে বরফে পরিণত হয়। তাই পর্বতের মাথায় বরফ জমে।
আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম-
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasna website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Amader Poribesh Class 5 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে তখন।