Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি

 

Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি
Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ  বা West Bengal Primary Board, West Bengal Board of Primary Education. Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫  ইতিহাস সপ্তম শ্রেণি সহ সমস্ত বিষয়ের  প্রশ্ন-পত্র বিতরণ করেছে, হোম টাক্স হিসেবে।

Digital porasona সবথেকে বিশ্বস্ত ও জনপ্রিয় একমাত্র সহজ, সরল ভাষার Online Platform. আমাদের এই website-এ এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর সকল বিষয়ের  Model Activity Task বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান বা উত্তর পাওয়া যাবে। 
 Class 1 হইতে 12 শ্রেণীর সমস্ত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহজ ও সরল অনুবাদ, গুরুত্বপূর্ণ Point ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ের সমস্ত প্রকৃতির প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় আলোচনা করা হয়েছে আমাদের এই Digital Porasona website-এ সাইটে। 
ছাত্র-ছাত্রীদের  ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা যাতে সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত সময় এর মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে লিখে জমা দিতে পারে, তার জন্য আমরা নিয়ে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর। 
এই পর্বে আমরা কেবল মাত্র  Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের এই সাইট এ সমস্ত শ্রেণীর প্রশ্নের উত্তর ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাওয়া যাবে। 
এবার প্রশ্নের উত্তর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখে নাও। 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫
ইতিহাস 
সপ্তম শ্রেণি

Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি

Class 7 History Model Activity Task Part 5 Solved 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও:

উত্তর- 
Model Activity Task Part 5 History Class 7
Model Activity Task Part 5 History Class 7
২. শূন্যস্থান পূরণ করো : 
২.১ বন্দেগান-ই-চিহলগানির সদস্য ছিলেন সুলতান _____ |
উত্তর:- গিয়াসউদ্দিন বলবন |
২.২ বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন____ |
উত্তর:- সামসউদ্দিন ইলিয়াস শাহ |
২.৩ পোর্তুগিজ পর্যটক ___  বিজয়নগর পরিভ্রমন করেন |
উত্তর:- পেজ |
২.৪. বিজয়নগর পরাজিত হয়েছিল ___ যুদ্ধে |
উত্তর:-তালিকোটার।
৩. সংক্ষেপে উত্তর দাও (৩০-৫০ টি শব্দ):
৩.১) ইকতা ব্যবস্থা কী ?
উত্তরঃ নির্দিষ্ট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা সুলতানের নির্দেশে রাজস্ব আদায় করার অধিকার পেতেন। পরবর্তীকালে সাম্রাজ্যের আয়তন বেড়ে গেলে সুলতানরা যে সব রাজ্য জয় করতেন, সেই রাজ্যগুলির দায়িত্ব এক একজন সামরিক নেতার উপর দিতেন । এই রাজ্যগুলিকে এক একটি প্রদেশে ধরে নেওয়া হত, এগুলিকে বলা হত ইকতা। ইকতার দায়িত্বে যিনি থাকতেন তাকে বলা হত ইকতাদার বা মুক্তি ।
৩.২) খলজি বিপ্লব বলতে কী বােঝ। 
উত্তরঃ ১২৯০ খ্রিঃ হিন্দুস্থানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন খলজি বলবনের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমার্সকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে বলা হয় ‘খলজি বিপ্লব’। এর ফলে দিল্লিতে তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল।
৪. নিজের ভাষায় লেখাে (১০০ - ১২০ টি শব্দ):
কৃষ্ণদেব রায়কে কেন বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়?
উত্তরঃ কৃষ্ণদেব রায় ছিলেন বিজয়নগরের বিখ্যাত শাসক। তার রাজত্বকালে বিজয়নগর গৌরবময়তার শীর্ষে পৌঁছে গিয়েছিল। সে সময়ে সাম্রাজ্যের সীমা ও বেড়েছিল। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের প্রসার বৃদ্ধি পায়। এছাড়াও শসাহিত্য, সংগীত, শিল্পকলা এবং দর্শনশাস্ত্রের উন্নতি এই সময় লক্ষ্য করা যায় । কৃষ্ণদেব রায়  একজন সাহিত্যিক ছিলেন। তেলেগু ভাষায় লেখা আমুক্তমাল্যদ গ্রন্থে তিনি রাজার কর্তব্যের কথা লিখেছেন।  তিনি ছিলেন বিষ্ণুর উপাসক। তা সত্ত্বেও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরাও স্বাধীনভাবে তাদের ধর্মাচরণ পালন করতে পারত। বিজয়নগরের রাজাদের মধ্যে তিনি সবচেয়ে পন্ডিত এবং একজন মহান শাসক ছিলেন এবং তাছাড়া তিনি সুবিচারক ছিলেন । এই সমস্ত গুণাবলীর জন্যই কৃষ্ণদেব রায়কে বিজয় নগরের শ্রেষ্ঠ শাসক বলা হয়।

আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম-

Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি

তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment  Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের  কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 History Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ ইতিহাস সপ্তম শ্রেণি এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও। 

ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post