স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের শিঘ্রই Model Activity Task Part 4 সমাধান করে তোমরা জমা দিয়েছো বিদ্যালয়ে, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে ধারাবাহিক বজায় রাখতে West Bengal Primary Board of Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
![]() |
Class 10 Model Activity Task Part 5 Physical Science |
তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়।
আমরা এই পোস্টে কেবলমাত্র New Model Activity Task Physical Science Class 10 Part 5 প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।
Class 10 Model Activity Task Part 5 Physical Science
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়: ভৌতবিজ্ঞান
শ্রেণী: দশম
(ক) সোডিয়াম ক্লোরাই
(খ) অ্যামোনিয়াম সালফেট
(গ) সালফিউরিক অ্যাসিড
(ঘ) অ্যাসিটিক অ্যাসিড
উত্তর : যেটি মৃদু তড়িৎবিশ্লেষ্য সেটি হলো – (ঘ) অ্যাসেটিক অ্যাসিড।
১.২ অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে হলে যে যৌগটি উপযুক্ত তা হলো –
১.৩ তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো –
(ক) WmK
(খ) Wm-1 K
(গ) Wm-1K-1
(ঘ) WmK-1
উত্তর : তাপ পরিবাহিতাঙ্কের SI একক হলো – (গ) Wm-1K-1
উত্তর : মিথ্যা।
২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য ।
২.২ ধাতুর আকরিক থেকে ধাতু নিষ্কাশনে বিজারণ অপরিহার্য ।
উত্তর : সত্য।
২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই
২.৩ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এককে দৈর্ঘ্যের একক নেই
উত্তর : সত্য।
৩. সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ নির্ণয় করো (Ca=40)।
উত্তর : ক্যালশিয়াম কার্বনেট ( CaCO3)-এর গ্রাম-আণবিক ভর = 40+12 + ( 16 × 3) = 100
100g ক্যালশিয়াম কার্বনেটের ক্যালশিয়ামের এর পরিমাণ 40g
∴ ক্যালশিয়াম কার্বনেটের মধ্যে ভর হিসাবে ক্যালশিয়ামের শতকরা পরিমাণ= (40g/100g)×100%=40%
৩.২ অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত অনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কেন?
উত্তর : অ্যামোনিয়া, সালফার ট্রাইঅক্সাইড ইত্যাদির শিল্প উৎপাদনে ব্যবহৃত তনুঘটক সূক্ষ্ম চুর্ণ আকারে রাখা হয় কারন –
(i) পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি : শিল্প প্রস্তুতিতে বিভিন্ন অনুঘটকীয় বিক্রিয়া গুলি অনুঘটকের পৃষ্ঠতলের সংস্পর্শে ঘটে । কোন অনুঘটক বিচূর্ণ অবস্থায় থাকলে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলবাড়ে। অনুঘটকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বাড়ে তার সক্রিয় কেন্দ্রের সংখ্যাও তত বাড়ে।
(ii) অধিশোষণের ক্ষমতাবৃদ্ধি : বিচূর্ণ অনুঘটকের ক্ষেত্রে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন হার বাড়তে থাকে ।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি পার্ট 5
৪. নীচের প্রশ্নটির উত্তর দাও:৪.১ একটি তড়িৎকোষের তড়িচ্চালক বল 10V ও আভ্যন্তরীণ রোধ 2 ওহম। তড়িৎকোষটিকে ৪ ওহম রোধকের সঙ্গে যুক্ত করা হল। রোধকটিতে 60 সেকেণ্ডে কত জুল তাপ উৎপন্ন হবে তা নির্ণয় করো।
উত্তর : তড়িৎকোষের তড়িচ্চালক বল (E)= 10V
তড়িৎকোষের আভ্যন্তরীণ রোধ (r) =2 ওহম
বাইরের রোধ (R) = 8ওহম
সময় (t) = 60 সেকেণ্ড
∴ তড়িৎ প্রবাহ মাত্রা (I) = E / (R+r)
= 10 / (2+8)
= 10 / 10
= 1A
এখন রোধকটিতে 60 সেকেণ্ডে উৎপন্ন তাপ (H) = I2Rt
= (12 × 8 × 60) জুল
= 480 জুল
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona online portal-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এর প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে।
ধন্যবাদ।