![]() |
Model Activity Task Part 5 Bangla Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি |
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোই আছো। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ বা West Bengal Primary Board, West Bengal Board of Primary Education. প্রাথমিক শিক্ষা পর্ষদ শ্রেণীভিত্তিক মডেল অ্যাক্টিভিটি টাস্ক, Model Activity Task Part 5 Bangla Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি বাংলা সহ সমস্ত বিষয়ের প্রশ্ন-পত্র বিতরণ করেছে, হোম টাক্স হিসেবে।
Digital porasona সবথেকে বিশ্বস্ত ও জনপ্রিয় একমাত্র সহজ, সরল ভাষার Online Platform. আমাদের এই website-এ এখানে প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শ্রেণীর সকল বিষয়ের Model Activity Task বা মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান বা উত্তর পাওয়া যাবে।
Class 1 হইতে 12 শ্রেণীর সমস্ত বইয়ের অধ্যায় ভিত্তিক আলোচনা সহজ ও সরল অনুবাদ, গুরুত্বপূর্ণ Point ও ব্যাখ্যা আলোচনা করা হয়েছে। এছাড়াও পাঠ্য বইয়ের সমস্ত প্রকৃতির প্রশ্নের উত্তর সহজ-সরল ভাষায় আলোচনা করা হয়েছে আমাদের এই Digital Porasona website-এ সাইটে।
ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তারা যাতে সমস্ত প্রশ্নের উত্তর উপযুক্ত সময় এর মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে লিখে জমা দিতে পারে, তার জন্য আমরা নিয়ে এসেছি সমস্ত প্রশ্নের উত্তর।
এই পর্বে আমরা কেবল মাত্র সপ্তম শ্রেণীর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তবে আমাদের এই সাইট এ সমস্ত শ্রেণীর প্রশ্নের উত্তর ও মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমাধান পাওয়া যাবে।
এবার প্রশ্নের উত্তর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।
আশা করি তোমরা উপকৃত হবে।
Model Activity Task Part 5 Bangla Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি
Class 7 Bengali Model Activity Task Part 5 Solved
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি
Model activity task 2021
Bengali ,Part - 5
Class - 7
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫
বাংলা
সপ্তম শ্রেণি
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
১.'কেন এত তাড়াতাড়ি করছো?'- এর উত্তরে পৃথিবী লেখককে কি জানিয়েছিলেন?
উত্তর: কার দৌড় কদ্দুর' রচনায় লেখক শিবতোষ মুখোপাধ্যায় পৃথিবী কে প্রশ্ন করেন ' কেনো তুমি এতো তাড়াতাড়ি করছো? এর উত্তরে পৃথিবী দখিনা হাওয়ার মুখ দিয়ে বলেছেন- থামা মানে জীবনের শেষ। তাই যতদিন আছে, দাঁড়িয়ে পড়লে চলবে না, এগিয়ে যাওয়ার গতি বন্ধ করাও যাবে না।২.' এই দেখো ভাড়ার সব কিলবিল লেখাতে ।' - বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে?
উত্তর: বক্তা ভালো কথা শুনলে চটপট নোটবুকে তা লিখে ফেলেন । তার নোটবুকের কিলবিল লেখাতে যেসব প্রসঙ্গ গুলি রয়েছে তা হল- আরশোলা কি কি খায়? ফড়িং এর কটা ঠ্যাং? অঙ্গুলিতে আঠা দিলে কেন লাগে চটচট এবং কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে।৩. ".... পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। " - তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন?
উত্তর: মেঘ চুরি আইন করে বন্ধ করার জন্য বোস্টন শহরে রাষ্ট্রসঙ্ঘের এক আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন বিখ্যাত বৃষ্টি বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই সভায় কারপভ নামে এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরী কে মেঘ-চোর বললে তিনি উত্তেজনায় অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে দেখেন, এক সুন্দরী মেয়ে তার মাথায় হাত বুলিয়ে সেবা- শুশ্রূষা করছে। পরে জানতে পারেন যে সেই মেয়েটি তার হারিয়ে যাওয়া ভাইয়ের কন্যা অসীমা। বিদেশে এসে এমন ভাবে রক্তের সম্পর্কের আত্মীয়াকে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুন খুশি হয়ে উঠেছিলেন।৪. " একদিন ঘটেছিল এক ঘটনা।" - সেই ঘটনার বিবরণ রামকুমার চট্টোপাধ্যায় 'কাজী নজরুল ইসলামের গান' শীর্ষক রচনাংশে কিভাবে উপস্থাপিত করেছেন?
উত্তর : লেখক রামকুমার চট্টোপাধ্যায় তাঁর ছেলেবেলাকার এক ঘটনার কথা বলেছেন। একদিন স্কুলে যাওয়ার পথে একটি জমায়েত দেখে কৌতূহলবশত কি হয়েছে জানতে গিয়ে তিনি শুনতে পান সেখানে নেতাজি বক্তৃতা দেবেন আর কাজী নজরুল ইসলামও উপস্থিত থাকবেন। এই দুই প্রিয় ব্যক্তিত্বকে কাছ থেকে দেখার লোভ তিনি ছাড়তে পারলে না। লেখক সেদিন আর স্কুলে না গিয়ে সেখানে দাঁড়িয়ে পড়েছিলেন। নজরুল গান গাইলেন আর নেতাজি বক্তৃতা দিলেন। নজরুলের গান শুনে সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিলেন। সেই দিনের সেই গান আর বক্তৃতা শুনে লেখক তার উত্তেজনাকে সামাল দেওয়ার জন্য বাড়ি ফিরে তার প্রিয় তবলার তালে ডুবে গিয়েছিলেন। জীবনে প্রথমবার নজরুলকে দেখার ঘটনা লেখকের জীবনে দুর্মূল্য স্মৃতি হয়ে রয়েছে।৫. ' মূঢ় ওরা , ব্যর্থ মনস্কাম।'- 'স্মৃতিচিহ্ন ' কবিতায় কবি কাদের কেন 'মূঢ়' এবং 'ব্যর্থ মনষ্কাম ' বলেছেন?
উত্তর: যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট-পাথরের স্মৃতিসৌধের মধ্যে চিরকালের জন্য লেখা থাকবে, তাদেরকেই কবি 'মূঢ় ' এবং 'ব্যর্থ মনষ্কাম' বলেছেন।সমাজের একদল লোভী স্বার্থপর মানুষ নিজের নাম কে চিরকাল ব্যাপী স্বর্নাক্ষরে খোদাই করে রাখতে চায় অপরের মঙ্গলের কথা চিন্তা না করেই । এরা কেবল নিজেদের আভিজাত্য বজায় রাখতে চায় কবি তাদের মূঢ় বলেছেন। আর এই মূঢ়েরা নিজেদের নাম অক্ষুন্ন রাখতে ইট পাথরের স্মৃতিসৌধে নাম খোদাই করে রেখেছিল । কিন্তু মহাকালের অমোঘ নিয়মে একদিন তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে। তাই বলা হয়েছে তাদের মনষ্কামনা ব্যর্থ।
৬.' ঠাকুরমা গল্প শোনায় যে নাতনিকে'- ঠাকুমা তার নাতনিকে কোন গল্প শোনান?
উত্তর: কবি সুকান্ত ভট্টাচার্য এক মধুর গ্রামের চিত্র 'চিরদিনের' কবিতায় ফুটিয়ে তুলেছেন। রাত্রি নেমে আসার আগেই শঙ্খধ্বনিতে সন্ধ্যার নিস্তব্ধতা নেমে আসে। সন্ধ্যাবাসরে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। তাঁর গল্পে থাকে অকাল -দুর্ভিক্ষের কথা , দিশেহারা মানুষগুলির দুর্ভিক্ষের কারণে গ্রাম ছেড়ে চলে যাওয়ার ঘটনা।৭. 'কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করিনে' - পত্রলেখক তার কলকাতা শহরকে অপছন্দের কোন যুক্তি দিয়েছেন?
উত্তর: কবি কলকাতা শহরকে পছন্দ করেন না, কারণ তার মনে হয় , যেন ইট-কাঠের একটা মস্ত জন্ত তাকে একেবারে গিলে খেলছে। আবার কলকাতায় বর্ষার বৃষ্টি বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে তার নৃত্য, সংগীত হারিয়ে ফেলে । অথচ শান্তিনিকেতনের বৃষ্টি কবি মনে এক মধুর সঙ্গীত ও ঝংকার এর সৃষ্টি করে।আমরা তোমাদের সুবিধার জন্য তোমাদের বাকি বিষয়গুলির লিংক নিচে দিয়ে দিলাম-
Model Activity Task Part 5 Bangla Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি
তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona website-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 Bangla Class 7 । মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ৫ বাংলা সপ্তম শ্রেণি এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।
ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এ প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে তখন।