Class 10 Geography Model Activity Task Part 5 | দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5 | ক্লাস টেন জিওগ্রাফি মডেল এক্টিভিটি পার্ট 5

স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো ও সুস্থ আছো। তোমরা অবশ্য জ্ঞ্যাত, যে তোমাদের শিঘ্রই Model Activity Task Part 4 সমাধান করে তোমরা জমা দিয়েছো বিদ্যালয়ে, আর সঙ্গে সঙ্গে তোমাদের পড়াশোনাকে  ধারাবাহিক বজায় রাখতে West Bengal Primary Board of Education আবার পূর্বের ন্যায় প্রত্যেক বিষয়ের Model Activity Task Part 5 সকল বিষয়ের প্রশ্নপত্র তোমাদের দিয়েছেন। এই প্রশ্নপত্র উত্তর লিখে তোমাদের নিজ নিজ বিদ্যালয়ে পূর্বের মতো নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

Class 10 Geography Model Activity Task Part 5
Class 10 Geography Model Activity Task Part 5

মডেল অ্যাক্টিভিটি টাস্কের, পাঠ্যবইয়ে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায় না, যার ফলে ছাত্র-ছাত্রীরা অসুবিধার মুখে পড়ছে এবং অভিভাবকরাও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। তাই আমরা তোমাদের সাহায্যের জন্য বন্ধুর মতো তোমাদের কাছে দুই হাত বাড়িয়ে দিয়েছে।তোমরা তোমাদের সমস্ত বিষয়ের প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের Digital Porasona online portal. এছাড়া তোমাদের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে আমাদের এখানে।  

তোমরা পাবে সমস্ত Text Book এর Word by Word Meaning বা অর্থ সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত পাঠ্যপুস্তকের অধ্যায় ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর সহজ-সরল ভাষায়। 

আমরা এই পোস্টে কেবলমাত্র New Model Activity Task Geography Class 10 Part 5 প্রশ্নের  উত্তর নিয়ে আলোচনা করেছি এই পর্বে।      

তবে তোমরা আর সময় অপচয় না করে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর সমস্ত প্রশ্নের উত্তর পরিষ্কার-পরিচ্ছন্ন ভাবে লিখে নাও।

Class 10 Geography Model Activity Task Part 5

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ভূগোল ও পরিবেশ

দশম শ্রেণি

১. বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো:

১.১ যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হল- 

ক) ভূমধ্যসাগরীয় জলবায়ু

খ) সাভানা জলবায়ু

গ) মৌসুমী জলবায়ু

ঘ) নিরক্ষীয় জলবায়ু

উত্তর : যে জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না সেটি হল- ঘ) নিরক্ষীয় জলবায়ু।

১.২ ঠিক জোড়াটি নির্বাচন করো-

ক) চাঁদ, সূর্য ও পৃথিবীর কেন্দ্রের একই সরলরেখায় অবস্থান – মরা কোটাল

খ) পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান – মরা কোটাল

(গ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব – পেরিজি

ঘ) চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্ব – অ্যাপোজি

উত্তর : ঠিক জোড়াটি হল – (খ) পৃথিবীর সাপেক্ষে চাঁদ ও সূর্যের সমকোণে তাবস্থান – মরা কোটাল।

১.৩ অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো

ক) পশ্চিমবঙ্গ

খ) গোয়া

গ) উত্তরপ্রদেশ

ঘ) সিকিম

উত্তর : অতিবিরল জনঘনত্বযুক্ত একটি রাজ্য হলো– (ঘ) সিকিম

দশম শ্রেণী ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5

২. স্তম্ভ মেলাও:

ক- স্তম্ভ খ- স্তম্ভ
২.১ বিশুদ্ধ কাঁচামাল (ক) আটাকামা মরুভূমি
২.২ ক্রান্তীয় ঘূর্ণবাত(খ) তুলো
২.৩ পেরু স্রোত(গ) ইয়াস
উত্তর :
ক- স্তম্ভ খ- স্তম্ভ
২.১ বিশুদ্ধ কাঁচামাল (খ) তুলো
২.২ ক্রান্তীয় ঘূর্ণবাত(গ) ইয়াস
২.৩ পেরু স্রোত(ক) আটাকামা মরুভূমি 

৩. সংক্ষিপ্ত উত্তর দাও:

৩.১ জোয়ার-ভাটার সৃষ্টিতে কেন্দ্র বহির্মুখী বলের প্রভাব উল্লেখ করো।

উত্তর : পৃথিবীর আবর্তনের প্রভাবে যে কেন্দ্রবিমুখ বল তৈরি হয় তা হল কেন্দ্রাতিক বল। এই বলের প্রভাবে সমদ্রের জল বাইরের দিকে নিক্ষিপ্ত হওয়ার প্রবণতা লাভ করে এবং এটি মহাকর্ষ বলের বিপরীতে কাজ করে।এর ফলে চাঁদের আকর্ষণে পৃথিবীর যে অংশে জোয়ার হয় ঠিক তার প্রতিপাদ অংশের চাঁদের মহাকর্ষ শক্তি অপেক্ষা কেন্দ্রাতিগ বল অধিক হওয়ায় সেখানেও সমুদ্রের জল ফুলে ওঠে।

ক্লাস টেন জিওগ্রাফি মডেল এক্টিভিটি পার্ট 5

৩.২ নিম্নলিখিত বিষয়ের ভিত্তিতে ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

(ক) বায়ুর চাপ
(খ) স্থায়িত্ব
(গ) আবহাওয়ার প্রকৃতি।

বৈশিষ্ট্য ঘূর্ণবাত প্রতীপ ঘূর্ণবাত
বায়ুচাপ এর কেন্দ্রে নিম্নচাপ ও বাইরে উচ্চচাপ বিরাজ করে এর কেন্দ্রে উচ্চচাপ ও বাইরে নিম্নচাপ বিরাজ করে।
স্থায়িত্বঘূর্ণবাত ক্ষণস্থায়ী অথচ শক্তিশালী। ইহা দীর্ঘস্থায়ী তবে খুব একটা শক্তিশালী নয়।
আবহাওয়ার প্রকৃতি গ্রীষ্মকালে বৃষ্টিপাত ও শীতকালে তুষারপাত হয়। গ্রীষ্মকাল মেঘমুক্ত ও উজ্জ্বল শীতকালে ঘন কুয়াশা দেখা যায়।

৪. ভারতের কোন অঞ্চলের অধিকাংশ কফি উৎপাদন করা হয়? এই বাগিচা ফসল চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশেরবর্ণনা দাও

উত্তর : ভারতের কর্ণাটকে অধিকাংশ কফি উৎপাদিত হয়। চিকমাগালুর ভারতের শ্রেষ্ঠ কফি উৎপাদক কেন্দ্র। কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হল -

প্রাকৃতিক পরিবেশ

(i) জলবায়ু :

ক) উষ্ণতা : উষ্ণ ক্রান্তীয় জলবায়ু কফি চাষের পক্ষে আদর্শ । গড়ে ২০°-৩০° সে. উষ্ণতা কফি চাষের পক্ষে অনুকূল ।

খ) বৃষ্টিপাত : বার্ষিক ১০০-২০০ সেমি  বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে  কফির চাষ ভালো হয় ।

গ) আর্দ্রতা ও সূর্যকিরণ : বাতাসে আর্দ্রতা বেশি থাকলে কফি গাছ দ্রুত বাড়ে। ফল পাকার সময় প্রচুর সূর্যকিরণের দরকার হয়।

(ii) মৃত্তিকা :  লাল দোয়াশ মাটি ও লাভাযুক্ত উর্বর মাটিতে কফির চাষ ভালো হয়। মৃদু অম্লধর্মী ও হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা কফি চাষের পক্ষে অত্যন্ত উপযোগী।

(iii) ভূপ্রকৃতি : উঁচু পাহাড় ও ঢালু জমি কফি চাষের জন্য উপযুক্ত । সাধারণত ৫০০-১৫০০ মিটার উচ্চতায় কফি গাছ ভালো জন্মায়।

(iv) ছায়া প্রদানকারী বৃক্ষ : তীব্র সূর্যলোক, প্রবল বাতাস, তুহিন প্রভৃতির হাত থেকে কফি গাছকে বাঁচানোর জন্য বাগিচায় অন্যান্য বড়ো বড়ো ছায়া প্রদানকারী গাছ লাগানো হয়।

অর্থনৈতিক পরিবেশ :

(i) শ্রমিক : বাগিচা রক্ষনাবেক্ষণ, পরিচর্যা, ফল সংগ্রহ, শুকনো বীজ চূর্ণ করা প্রভৃতি কাজে প্রচুর দক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রয়োজন হয়।

(ii) মূলধন : বাগান পরিচর্যা, শ্রমিকদের মজুরি প্রভৃতির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়।

(iii) পরিবহণ : কফি রপ্তনির জন্য সুলভ ও দ্রুত পরিবহণের ব্যবস্থা থাকা দরকার।

তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের Digital Porasona online portal-এ দৃষ্টি নিক্ষেপ করার জন্য। আলোচ্য প্রশ্নোত্তর পর্বে যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা Comment  Box-এ গিয়ে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারো। আশা করি তোমরা আমাদের উত্তরপত্র পেয়ে খুশি হয়েছো ও উপকৃত হয়েছে, তাই তোমরা তোমাদের বন্ধু ও সহপাঠীদের এছাড়া ছোট ভাই, বোন, বড় দাদা, দিদিদের কেউ Share করে, তাদের Model Activity Task Part 5 এর সমস্ত প্রশ্নের সমাধান করার সুযোগ করে দাও।

ভালো থেকো, সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী Model Activity Task Part 6 এর প্রশ্নের উত্তর পর্ব নিয়ে হাজির হবো তোমাদের সামনে।

ধন্যবাদ।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post