![]() |
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প |
Lakshmir Bhandar Scheme 2021
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি?
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি মতে মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজ্যের গৃহস্থ মহিলাদের (লক্ষ্মীদের) আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি প্রকল্পের উদ্ভাবন করেন। যা লক্ষীর ভান্ডার প্রকল্প নামে পরিচিত।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে কি কি নথি লাগবে?
১) ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি।
২) স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি।
৩) আধার কার্ডের জেরক্স কপি।
৪) SC/ST/OBC সার্টিফিকেট এর জেরক্স (যদি থাকে )
৫) ব্যাংক পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন?
১) গৃহস্থ মহিলারা আবেদন করতে পারবেন।
২) উপভোক্তা কে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। ৩)স্বাস্থ্যসাথী বা আধার কার্ড থাকতে হবে ।
৩) বয়স 25 থেকে 60 বছর পর্যন্ত হতে হবে।
৪) অবশ্যই ব্যাংক একাউন্টে আধার নাম্বার লিংক থাকতে হবে।
৫) জেনারেল ক্যাটাগরি মহিলারা পাবে 500 টাকা।
৬) সংরক্ষিত ক্যাটাগরি মহিলারা পাবে 1000 টাকা।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন না?
১) ইনকাম ট্যাক্স প্রদান করে এমন মহিলা আবেদন করতে পারবেন না।
২) ২ হেক্টর জমি থাকলে আবেদন করতে পারবেন না।
৩) স্বাস্থ্য সাথী বা আধার কার্ড না থাকলে আবেদন করা যাবে না।
৪) কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী (পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী ইত্যাদি) রা এ প্রকল্পের সুবিধা পাবেন না।
৫)পেনশনভোগীরা আবেদন করতে পারবেন না।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের পদ্ধতি:
১) Black Ball Pen এ লিখবেন।
২) ইংরেজি Capital Letter এ লিখবেন।
৩) স্বাস্থ্য সাথী কার্ড এর নম্বর লিখতে হবে।
৪) আধার নম্বর এর বক্সে ১২ সংখ্যার আধার নাম্বার লিখতে হবে।
৫)বেনিফিশিয়ারি নামের বক্সে উপভোক্তার ফার্স্ট নেম, মিডিল নেম, এবং লাস্ট নেম অর্থাৎ পদবী লিখতে হবে।
৬)অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে।
৭) ই-মেইল আইডি থাকলে দিতে হবে।
৮) মনে রাখবেন এ প্রকল্পটির শুধুমাত্র মহিলাদের জন্য।
৯) সঠিক জন্মতারিখ লিখতে হবে।
১০) ০১/০১/২০২১ এর হিসাবে উপভোক্তার মোট বয়স লিখতে হবে।
১১) বাবা-মায়ের নাম লিখতে হবে।
১২) স্বামীর নাম ঐচ্ছিক।
১৩) কাস্ট সার্টিফিকেট থাকলে তার সার্টিফিকেট নম্বর লিখতে হবে।
১৪) বৈবাহিক অবস্থা অবিবাহিত, বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না যেটি সঠিক লিখবেন।
১৫) ডিস্ট্রিক্ট বা জেলার নাম লিখতে হবে।
১৬) ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এর যেকোনো একটি লিখতে হবে।
১৭) GP অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে হবে। ১৮)গ্রাম বা শহরের নাম লিখতে হবে।
১৯) হাউস নাম্বার থাকলে লিখতে হবে।
২০)পোস্ট অফিস বা ডাকঘর লিখতে হবে।
২১)পিন কোড দিতে হবে।
২২) প্রত্যেকটি জেরক্স কপির উপর নিজ সই করবেন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন শুরুর তারিখ:
১৬ আগস্ট ২০২১
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের শেষ তারিখ:
১৫ সেপ্টেম্বর ২০২১
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের মাধ্যম :
নিজ গ্রাম পঞ্চায়েত নির্ধারিত দুয়ারে সরকার ক্যাম্প।
আমাদের পোস্টটি মনোযোগ সহকারে পড়ার জন্য বাংলার মা বোনেদের জানাই বিনম্র শ্রদ্ধাপূর্ণ ধন্যবাদ। আরো সরকারি প্রকল্প বা যোজনা সম্পর্কিত আপডেট পেতে নিয়মিত আমাদের Digital Porasona র Online Portal এ প্রবেশ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে উপকৃত হলে পোস্টটি শেয়ার করুন এবং অন্যদেরও প্রকল্পের সুবিধা নিতে সুযোগ করে দিন। উপরিউক্ত প্রকল্পের ব্যাপারে কোন জিজ্ঞাসা থাকলে ইনবক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।।