![]() |
Primary TET EVS |
WB Primary TET 2022 EVS
প্রাইমারী TET প্রস্তুতি পরিবেশ বিদ্যা
Primary TET Suggestion EVS Subject
প্রাইমারী সাজেশন পরিবেশ বিদ্যা
পরিবেশ বিদ্যা
১) আন্টার্টিকায় অবস্থিত ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি?
উত্তরঃ ভারতী।
২) পরিবেশে ক্ষতিকর প্রভাবের মাত্রাগুলি কি কি?
উত্তরঃ জনসমষ্টি ও বায়ুতে দূষণের মাত্রা।
দূষণের উৎস থেকে দূষণ ছড়ানোর মাত্রা।
৩) চতুর্থ বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ সুইডেন (১৯৭২ সালে) ।
৪) বর্তমানে ভারতে বনাঞ্চল ধ্বংসের হার প্রতি সেকেন্ডে কত?
উত্তরঃ ৩ বিঘা।
৫) কঠিন বর্জ্য অপসারণ ব্যাবস্থাপনার কাজ শুরু হয় কবে?
উত্তরঃ সাতের দশকের শেষে।
৬) জেরোফাইট উদ্ভিদ কোথায় দেখা যায়?
উত্তরঃ মরুভুমি অঞ্চলে।
৭) ডিটারজেন্টে ব্যবহৃত পদার্থের মূল উপাদান কি?
উত্তরঃ ফসফেট যৌগ।
৮) ইকোসিস্টেম কথাটি কে প্রবর্তন করেন?
উত্তরঃ টান্সলে।
৯) উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি?
উত্তরঃ প্রেইরি।
১০) পর্ণমোচী উদ্ভিদ কাদের বলে?
উত্তরঃ যেসব গাছের সব পাতা শীতে ঝরে যায় তাদের পর্ণমোচী উদ্ভিদ বলে।
১১) চিপকো আন্দলনের মূল স্লোগান কি ছিল?
উত্তরঃ গাছ কাটা বন্ধ করতে হবে।
১২) গ্রিনবেঞ্চ প্রতিষ্ঠিত হয় কেন?
উত্তরঃ পরিবেশ সংক্রান্ত মামলা নিস্পত্তির জন্য।
১৩) পরাগরেনুর আয়ু কত মিনিট?
উত্তরঃ ৩০ মিনিট।
১৪) সৌর মুল্ধন কি?
উত্তরঃ সূর্যের শক্তিকে।
১৫) MABP পুরো নাম কি?
উত্তরঃ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম।
১৬) ধর্মীয় ব্যাবস্থাপনার তিনটি নির্দিষ্ট দিক কি?
উত্তরঃ ধর্মীয়, সামাজিক এবং প্রযুক্তিগত দিক।
১৭) বর্তমানে ভারতে মোট ভূখণ্ডের কত শতাংশ বনভুমি?
উত্তর? ২৪.৬০ শতাংশ / ২৪.৬২ শতাংশ।
১৮) শিল্পাঞ্চল এর বাতাসে প্রলম্বিত ধুলিকনার ঘনত্বের পরিমাণ কত?
উত্তরঃ ৩৬০ মাইক্রো / ঘনমিটার।
১৯) ভারতে প্রবাল প্রাচীর নষ্ট হচ্ছে কেন?
উত্তরঃ শিল্পদূষণের কারণে।
২০) জলদূষণের উপর কাজ শুরু হয় কবে?
উত্তরঃ সাতের দশকের শুরুতে।
২১) শিল্প সংশোধনী আইন কবে প্রনয়ন হয়?
উত্তরঃ ১৯৮৭ সালে।
২২) জীবাশ্ম জ্বালানি ব্যাবহারে বায়ুমন্ডলে কি জমা হয়?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
২৩) ভারতবর্ষে কোথায় সিংহ দেখা যায়?
উত্তরঃ গির অরন্য।
২৪) পানীয় জলের ক্ষারত্বের মান কত?
উত্তরঃ ২০০ মিলিগ্রাম / লিটার।
২৫) আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কত প্রজাতির ফার্ন দেখা যায়?
উত্তরঃ ১২০ প্রজাতির।
২৬) উপকুল অঞ্চলে নিয়ন্ত্রন আদেশনামা চালু হয় কবে?
উত্তরঃ ১৯৯১ সালে।
২৭) প্রাকৃতিক বাসভুমি কয় ধরনের?
উত্তরঃ ৫ ধরনের।
২৮) কোন মৌল উপাদানটি হাড়ে পাওয়া যায়?
উত্তরঃ ক্যালসিয়াম।
২৯) কিন্ডারগার্ডেন কথার অর্থ কি?
উত্তরঃ শিশু উদ্যান।
৩০) বায়ুদূষণ নিয়ন্ত্রন আইন কি?
উত্তরঃ পরিবেশ নিয়ন্ত্রক অ্যাক্ট।