![]() |
নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী |
নরহরি দাস গল্পের লেখক পরিচিতিঃ
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩ – ১৯১৫) : বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক। টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তাঁর লেখা জনপ্রিয় কয়েকটি বই। ১৯১৩ সালে ছোটোদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মুদ্রণশিল্পের অন্যতম পথিকৃৎ বলা যায় তাঁকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তাঁর সুযোগ্য পুত্র।
Norohori Das Prosno Uttor:
হাতে কলমে
১. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখো।
উত্তরঃ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় একটি বইয়ের নাম- টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন।।
২.তাঁর লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছ?
উত্তরঃ তাঁর লেখা গল্প অবলম্বনে তৈরি গুপী গাইন বাঘা বাইন সিনেমা আমি দেখেছি।
নরহরি দাস প্রশ্ন উত্তরঃ
একটি বাক্যে উত্তর দাও :
৩. ১ হ্যাঁগা, তুমি কী খাও?' – ছাগলছানা ষাঁড়কে কী ভেবে এমন প্রশ্ন করেছিল? -
উত্তরঃ নরহরি দাস গল্পে ছাগলছানা ষাঁড়ের শিং দেখে তাকে ছাগলছানা ভেবে এমন প্রশ্ন করেছিল।
৩.২ গল্পে বাঘ হলো শিয়ালের মামা, আর ‘নরহরি দাস' নিজেকে কার মামা দাবি করল ?
উত্তরঃ নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করেছিল।
৩.৩ ছাগলছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল ?
উত্তরঃ ভালো ঘাস খাওয়ার লোভে ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল।
৩.৪ ছাগলছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি?
উত্তরঃ ছাগলছানা ভালো ঘাস দেখে লোভে পড়ে গিয়েছিল এবং খুব বেশি পরিমানে ঘাস খেয়ে ফেলেছিল ফলে পেটের ভারে হাঁটতে পারছিল না, তাই সেদিন রাতে বাড়ি ফিরতে পারেনি।
৩.৫ অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কী মনে করেছিল?
উত্তরঃ অন্ধকারে শিয়াল ছাগলছানাকে রাক্ষস-টাক্ষস মনে করেছিল।
৩.৬ বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন?
উত্তরঃ বাঘ শিয়ালকে নিমন্ত্রন করেছিল কিন্তু নিমন্ত্রন খেয়ে ফিরে যাবার পর শিয়ালকে আবার ফিরে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল।
৩.৭ শিয়াল কোন্ শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল?
উত্তরঃ শিয়াল শর্ত দিয়েছিল বাঘ যদি তাকে লেজের সঙ্গে বেঁধে নিয়ে যায় তবেই সে ফিরে যেতে রাজি হবে।
৩.৮ ছাগলের বুদ্ধির কাছে বাঘ কীভাবে হার মানল ?
নীচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো :
য়া ন ভক, শর্বস না, ত রা রা সা, রন্ধ অকা, মণ নিন্ত্ৰ, না গল ছা ছা
নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো :
৫.১ যেখানে মাঠের পাশে বন আছে
৫.২ সেই বনের ভিতরে
৫.৩ ছাগলছানাটা
৫.৪ বাঘ শিয়ালকে
৫.৫ বাঘ ভাবে