Mohuar Desh Short Question Answer | মহুয়ার দেশ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণী বাংলা মহুয়ার দেশ সমর সেন

 

মহুয়ার দেশ, সমর সেন
মহুয়ার দেশ, সমর সেন 
হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমদের Digital Porasona-র Online Platform-এ তোমাদের সকলকে স্বাগত। আমাদের তরফ থেকে আজকের বিশেষ নিবেদন দ্বাদশ শ্রেণীর কবিতা মহুয়ার দেশ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা। আর দেরি না করে চলো বন্ধুরা মহুয়ার দেশ-এ প্রবেশ করি...

Mohuar Desh Short Question Answer

মহুয়ার দেশ কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণী বাংলা মহুয়ার দেশ

Mohuar Desh Sonkhipto Prosno Uttor




১) অলস সূর্য ছবি আঁকে-
উত্তরঃ সন্ধ্যার জলস্রোতে।
২) উজ্জ্বল আলোর স্তম্ভ ছিল-
উত্তরঃ গলিত সোনার মতো।
৩) জলের অন্ধকারে ধূসর ফেনায়-
উত্তরঃ আগুন লাগে।
৪) ধোঁয়ার বঙ্কিম নিশ্বাস ঘুরে ফিরে আসে-
উত্তরঃ শীতের দুঃস্বপ্নের মতো।
৫) মহুয়ার দেশ হল-
উত্তরঃ মেঘ-মদির।
৬) মহুয়ার দেশ-এ পথের দু-ধারে ছায়া ফেলে-
উত্তরঃ দেবদারু গাছ।
৭) নিজের ক্লান্তির উপরে যা ঝরে পড়ার কথা বলেছেন কবি-
উত্তরঃ মহুয়ার ফুল।
৮) মহুয়ার গন্ধ অবসান ঘটাবে—
উত্তরঃ ক্লান্তির। 
৯) কয়লাখনির শব্দ কবি শুনতে পান-
উত্তরঃ নিবিড় অন্ধকারে। 
১০) '... কয়লার খনির/গভীর, বিশাল শব্দ” হয়—
উত্তরঃ মহুয়া বনের ধারে। 
১১)  “সবুজ সকাল” ছিল—
A শিশিরে ভেজা। 
১২).ধুলোর কলঙ্ক ছিল
উত্তরঃ  অবসন্ন মানুষের শরীরে। 
১৩) ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয়—
উত্তরঃ  ঘুমহীন চোখে। 
১৪)‘অলস সূর্য' বলতে বোঝানো হয়েছে-
উত্তরঃ  ' অস্তগামী সূর্য। 
১৫)অলস সূর্য এঁকে দিয়ে যায়—
উত্তরঃ   আলোর স্তম্ভ।
১৬)“আর আগুন লাগে” যেখানে আগুন লাগে—
উত্তরঃ জলের অন্ধকারে।
১৭) "... অনেক দূরে আছে... ” অনেক দূরে যা আছে
উত্তরঃ মহুয়ার দেশ।
১৮) মহুয়া বনের ধারে আছে-
উত্তরঃ কয়লাখনি।


Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post