![]() |
লোকনৃত্য |
লোকনৃত্য
ভারতের লোকনৃত্য
রাজ্য ভিত্তিক লোকনৃত্য-এর নাম
Folk dances of different states of India
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য
1) অসম রাজ্যের লোকনৃত্য-র নাম- বিহু, বাগুরুম্বা।
2)পশ্চিমবঙ্গ রাজ্যের লোকনৃত্য-র নাম- ছৌ নাচ,বাউল, টুসু, কীর্তন, সাঁওতালী, ঝুমুর।
3) ওড়িশা রাজ্যের লোকনৃত্য-র নাম- ছৌ নাচ, ঘুমুর, ওড়িশি।
4) উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- কত্থক।
5) রাজস্থান রাজ্যের লোকনৃত্য-র নাম- ঝুমুর, ঘুমার।
6) জম্মু-কাশ্মীর রাজ্যের লোকনৃত্য-র নাম- রাউফ, হিকাত। ( বিঃদ্রঃ দুমহাল এই নৃত্যটি জম্মু-কাশ্মীর রাজ্যের নৃত্য। কিন্তু ইহা পরিবেশন করেন শুধুমাত্র ওয়াটাল উপজাতির পুরুষেরা নির্দিষ্ট শুভ অনুষ্ঠানে।)
7) গুজরাট রাজ্যের লোকনৃত্য-র নাম- ডান্ডিয়া, গরবা।
8) কেরালা রাজ্যের লোকনৃত্য-র নাম- মোহিনীআট্যম,কথাকলি, সারি।
9) অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- কুচিপুড়ি।
10) পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য-র নাম- ভাংরা।
11) মহারাষ্ট্র রাজ্যের লোকনৃত্য-র নাম- লাবনী, কোলি।
12) মনিপুর রাজ্যের লোকনৃত্য-র নাম- মনিপুরী।
13) কর্ণাটক রাজ্যের লোকনৃত্য-র নাম- ভারতনাট্যম।
14) তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য-র নাম- ভারতনাট্যম।
15) ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য-র নাম- ছৌ নাচ, সাঁওতালী, সরহুল।
16) নাগাল্যান্ড রাজ্যের লোকনৃত্য-র নাম- রংমা।
17) ছত্তিসগড় রাজ্যের লোকনৃত্য-র নাম- পন্থি।
18) মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- মাটকি।
19) মেঘালয় রাজ্যের লোকনৃত্য-র নাম- লাহো।
20) মনিপুর রাজ্যের লোকনৃত্য-র নাম- নুপা।
21) মিজোরাম রাজ্যের লোকনৃত্য-র নাম- চেরাউ, খুয়াল্লাম।
22) অরুণাচলপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- বুইয়া।
23) ত্রিপুরা রাজ্যের লোকনৃত্য-র নাম- হোজাগিরি।
24) হরিয়ানা রাজ্যের লোকনৃত্য-র নাম- ফাগ।
আগামীতেও এরকম কুইজ সম্পর্কিত আরও পোস্ট নিয়ে আমরা হাজির হবো আপনাদের সম্মুখে। আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্স-এ। আপনাদের উৎসাহ, সহযোগিতা আমাদের চলার পথকে সুগম করবে এই কামনা করি। ধন্যবাদ।।