Folk dances of different states of India | ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | লোকনৃত্য

 

লোকনৃত্য
লোকনৃত্য 
আপনি কি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে "Digital Porasona" আপনার জন্য সেই লক্ষ্য পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এসেছে আপনারই মুষ্ঠি ফোনের মাধ্যমে। শুধুমাত্র ঘরে বসেই Google এর Search Box-এ Type করুন www.digitalporasona.in আর পেয়ে যান রকমারি শিক্ষা সম্পর্কিত তথ্য। আপনাদের জন্যই আজকের বিশেষ নিবেদন ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এর নাম। যা আপনাকে Primary TET সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় সহযোগিতা করবে। তো বন্ধুরা চলুন আর দেরি না করে আজকের লোকনৃত্য দর্শন করি...

লোকনৃত্য

ভারতের লোকনৃত্য 

রাজ্য ভিত্তিক লোকনৃত্য-এর নাম



Folk dances of different states of India

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য

1) অসম রাজ্যের লোকনৃত্য-র নাম- বিহু, বাগুরুম্বা। 

2)পশ্চিমবঙ্গ রাজ্যের লোকনৃত্য-র নাম- ছৌ নাচ,বাউল, টুসু, কীর্তন, সাঁওতালী, ঝুমুর। 

3) ওড়িশা রাজ্যের লোকনৃত্য-র নাম- ছৌ নাচ, ঘুমুর, ওড়িশি। 

4) উত্তরপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- কত্থক। 

5) রাজস্থান রাজ্যের লোকনৃত্য-র নাম- ঝুমুর, ঘুমার।

6) জম্মু-কাশ্মীর রাজ্যের লোকনৃত্য-র নাম- রাউফ, হিকাত। ( বিঃদ্রঃ দুমহাল এই নৃত্যটি জম্মু-কাশ্মীর রাজ্যের নৃত্য। কিন্তু ইহা পরিবেশন করেন শুধুমাত্র ওয়াটাল উপজাতির পুরুষেরা নির্দিষ্ট শুভ অনুষ্ঠানে।)  

7) গুজরাট রাজ্যের লোকনৃত্য-র নাম- ডান্ডিয়া, গরবা। 

8) কেরালা রাজ্যের লোকনৃত্য-র নাম- মোহিনীআট্যম,কথাকলি, সারি।  

9) অন্ধ্রপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- কুচিপুড়ি। 

10) পাঞ্জাব রাজ্যের লোকনৃত্য-র নাম- ভাংরা। 

11) মহারাষ্ট্র রাজ্যের লোকনৃত্য-র নাম- লাবনী, কোলি। 

12) মনিপুর রাজ্যের লোকনৃত্য-র নাম- মনিপুরী। 

13) কর্ণাটক রাজ্যের লোকনৃত্য-র নাম- ভারতনাট্যম।

14) তামিলনাড়ু রাজ্যের লোকনৃত্য-র নাম- ভারতনাট্যম।

15) ঝাড়খণ্ড রাজ্যের লোকনৃত্য-র নাম-  ছৌ নাচ, সাঁওতালী, সরহুল। 

16) নাগাল্যান্ড রাজ্যের লোকনৃত্য-র নাম-  রংমা। 

17) ছত্তিসগড় রাজ্যের লোকনৃত্য-র নাম- পন্থি।   

18) মধ্যপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- মাটকি।

19) মেঘালয় রাজ্যের লোকনৃত্য-র নাম- লাহো। 

20) মনিপুর রাজ্যের লোকনৃত্য-র নাম- নুপা। 

21) মিজোরাম রাজ্যের লোকনৃত্য-র নাম- চেরাউ, খুয়াল্লাম। 

22) অরুণাচলপ্রদেশ রাজ্যের লোকনৃত্য-র নাম- বুইয়া। 

23) ত্রিপুরা রাজ্যের লোকনৃত্য-র নাম- হোজাগিরি।

24) হরিয়ানা রাজ্যের লোকনৃত্য-র নাম- ফাগ।

আগামীতেও এরকম কুইজ সম্পর্কিত আরও পোস্ট নিয়ে আমরা হাজির হবো আপনাদের সম্মুখে। আপনাদের মূল্যবান মতামত জানান আমাদের কমেন্ট বক্স-এ। আপনাদের উৎসাহ, সহযোগিতা আমাদের চলার পথকে সুগম করবে এই কামনা করি। ধন্যবাদ।।  

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post