Ami Dekhi Short Question Answer | Class 12 Bengali Kobita Ami Dekhi Prosno Uttor | আমি দেখি কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর | দ্বাদশ শ্রেণী বাংলা


আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়
আমি দেখি শক্তি চট্টোপাধ্যায় 
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের Digital Porasona-র Online Platform- এ তোমাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। তোমাদের জন্য আজকের বিশেষ নিবেদন উচ্চ-মাধ্যমিক বাংলা বিষয়ের  "আমি দেখি" কবিতার সংক্ষিপ্ত প্রশ্ন এর সুষ্ঠ ও সহজ সমাধান। তবে আর দেরি না করে চলো বন্ধুরা প্রশ্নোত্তর পর্বে প্রবেশ করি...  

Ami Dekhi Short Question Answer

Class 12 Bengali Kobita Ami Dekhi Prosno Uttor

আমি দেখি কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

আমি দেখি শক্তি চট্টোপাধ্যায়


  

বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী 

বা MCQ

সঠিক উত্তরটি নির্বাচন করো- 

১) 'আমি দেখি' কবিতার কবি হলেন-

উত্তরঃ শক্তি চট্টোপাধ্যায়।  

২) 'আমি দেখি' কবিতার কাব্যগ্রন্থের নাম-

উত্তরঃ অঙ্গুরী তোর হিরন্য় জল। 

৩) "চোখ তো সবুজ চায়! / দেহ চায়"- (উঃমাঃ-২০১৭) 

উত্তরঃ সবুজ বাগান। 

৪) 'তাই বলি, গাছ তুলে আনো' -কবি গাছ বসাতে চান-  

উত্তরঃ বাগানে। 

৫) "সবুজের অনটন ঘটে"-(উঃমাঃ-২০১৬)

উত্তরঃ শহরের অসুখ সবুজ গাছ খায় বলে। 

৬) কবি বসবাস করেন- 

উত্তরঃ শহরে। 

৭) 'আমি দেখি' কবিতায় স্তবক সংখ্যা- 

উত্তরঃ তিনটি (৩ টি)।

৮) 'গাছের সবুজটুকু শরীরে দরকার'-

উত্তরঃ আরোগ্যের জন্য।

৯) 'সবুজের অনটন' বলতে বোঝায়-

উত্তরঃ বৃক্ষের নিধন/ বৃক্ষের ধ্বংস। 

১০) 'আমি দেখি' কবিতায় কবি বহুদিন যাননি -

উত্তরঃ জঙ্গলে।

১১) শহরের অসুখ যা করে-

উত্তরঃ সবুজ খায়। 

১২) সবুজ বাগানের আকাঙ্খা করে-

উত্তরঃ কবির দেহ।

১৩) গাছের _________শরীরে দরকার।

উত্তরঃ সবুজটুকু।

১৪) কবি বহুদিন আছেন-

উত্তরঃ শহরে। 

১৫) "আমি দেখি" কবিতায় কবির চোখ চায়-

উত্তরঃ সবুজ।

১৬) "গাছগুলিকে তুলে আনো"। তুলে আনার পর করতে হবে-

উত্তরঃ বাগানে বসাতে।

১৭) "তাই বলি, গাছ তুলে আনো"- কবি গাছ বসাতে চান- (উঃমাঃ-২০১৮)

উত্তরঃ বাগানে।

১৮) কবি বলেছেন "আমার শুধু দরকার"-

উত্তরঃ গাছ দেখা। 

১৯) সবুজের অনটন ঘটে-

উত্তরঃ শহরে।

২০) আমি দেখি কবিতার শেষতম পঙক্তি- 

উত্তরঃ আমি দেখি।

২১) কবি বহুদিন যাবত কোথায় দিনযাপন করেননি বলে দুঃখ প্রকাশ করেছেন-

উত্তরঃ জঙ্গলে।

২২) "আরগ্যের জন্য" কোন জিনিসের প্রয়োজন বলে কবির মতামত-

উত্তরঃ গাছের সবুজ।

২৩) ''আমি দেখি" কবিতাটি প্রকাশের সময়কাল-

উত্তরঃ ১৩৮৭ বঙ্গাব্দ।

২৪) "হাঁ করে কেবল সবুজ খায়"- কে হাঁ করে সবুজ খায়-

উত্তরঃ শহরের অসুখ।

২৫) "সবুজের অনটন ঘটে"- 'অনটন' শব্দের অর্থ-

উত্তরঃ অভাব।

২৬) "তাই বলি"-কবি কি বলেন-

উত্তরঃ গাছ তুলে আনো।

 ২৭) "শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়"-এখানে শহরের অসুখ হল-

উত্তরঃ নাগরিক কৃত্রিমতা।




 



Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post