![]() |
ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত |
WBCHSE Class 12 Bengali Krondonrota Jononir Pashe
Krondonrota Jononir Pashe Question-Answer
দ্বাদশ শ্রেণী বাংলা ক্রন্দনরতা জননীর পাশে মৃদুল দাশগুপ্ত
ক্রন্দনরতা জননীর পাশে সংক্ষিপ্ত প্রশ্ন-উত্তর
বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি বা MCQ
সঠিক উত্তরটি নির্বাচন করো।
1) কবি যে জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি-
উত্তরঃ ক্রন্দনরতা ।
2) কন্দনরতা জননীর পাশে না থাকলে কবির অর্থহীন মনে হয়েছে-
উত্তরঃ লেখালেখিকে।
3) নিহত ভাইয়ের শবদেহ কবির মনে জাগিয়েছিল—
উত্তরঃ ক্রোধ।
4) নিহত ভাইয়ের শবদেহ দেখে জেগে ওঠা ক্রোধের সঙ্গে যুক্ত আছে—
উত্তরঃ মূল্যবোধ।
5) কবিতায় নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে পাওয়া গিয়েছিল—
উত্তরঃ জঙ্গলে।
6) আকাশের দিকে তাকিয়ে চাওয়া হয়—
উত্তরঃ বিধির বিচার।
7) নিখোজ মেয়েটিকে জঙ্গলে পাওয়া গিয়েছিল—
উত্তরঃ ছিন্নভিন্ন অবস্থায়।
8) কবিতায় জেগে ওঠে—
উত্তরঃ কবির বিবেক।
9) নিজের বিবেককে কবি যার সঙ্গে তুলনা করেছেন, তা হল —
উত্তরঃ বারুদ।
10) কবির বিবেক জেগে ওঠার পটভূমি হল —
উত্তরঃ কবিতা।
11) ক্রন্দনরতা জননী হলেন--
উত্তরঃ কবির স্বদেশ।
12) " না-ই যদি হয় ক্রোধ"। কবির মতে ক্রোধের জাগরন ঘটা উচিত—
উত্তরঃ নিহত ভাইয়ের শবদেহ দেখে।
13) কবি যার পাশে থাকতে চেয়েছেন—
উত্তরঃ ক্রন্দনরতা জননীর।
14) বিধির বিচার চাওয়ার চেয়ে কবির কাছে গুরুত্বপূর্ণ হল—
উত্তরঃ প্রতিবাদ।
15) "আমি তা পারি না।” যা না পারার কথা বলা হয়েছে—
উত্তরঃ বিধির মুখাপেক্ষী হয়ে থাকা।
16) ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি তাকাতে চান না—
উত্তরঃ আকাশের দিকে।
17) 'বিবেক' বলতে বোঝানো হয়েছে—
উত্তরঃ অন্তরাত্মাকে।
18) কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম----
উত্তরঃ জলপাই কাঠের এসরাজ।
19) ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছে যে মেয়েটির, সে—
উত্তরঃ নিখোঁজ ছিল।
20) ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি নেওয়া হয়েছে কোন্
উত্তরঃ ধানখেত থেকে।
21) "এখন যদি না থাকি" এখন বলতে কবি কোন সময়ের কথা বলেছেন?
উত্তরঃ নিপীড়িত, অত্যাচারিত হওয়ার সময়।
22) “কেন তবে আঁকাআঁকি” কথাটির অর্থ হল—
উত্তরঃ না আঁকাই শ্রেয়।
23 "কেন গান গাওয়া" কথাটির অর্থ হল-
উত্তরঃ গান গাওয়ার তবে প্রয়োজন নেই।
24) "নিহত ভাইয়ের শবদেহ দেখে” কবি কোন্ বিশেষ বোধের যৌত্ত্বিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন?
উত্তরঃ মূল্যবোধ।
25) “যে-মেয়ে নিখোঁজ, ছিন্নভিন্ন" তার জন্য কবি কী করবেন না?
উত্তরঃ বিধির বিচার চাইবেন না।
26) “যে-মেয়ে নিখোজ, ছিন্নভিন্ন" মেয়েটি ছিন্নভিন্ন, কারণ—
উত্তরঃ সে অত্যাচারিতা।
27) "আমি তা পারি না।” এখানে আমি কে?
উত্তরঃ কবি।
28) কী জেগে ওঠে 'বিস্ফোরণের আগে'?
উত্তরঃ কবির বিবেক
29) কবির বারুদ জাগে—
উত্তরঃ বিস্ফোরণের আগে।
30) মৃদুল দাশগুপ্ত পেশায় ছিলেন একজন-
উত্তরঃ সাংবাদিক।
31) ক্রন্দনরতা শব্দের অর্থ-
উত্তরঃ যে নারী কাঁদছে।
সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
কমবেশি ২০টি শব্দে উত্তর দাও।
প্রতিটি প্রশ্নের মান=১
1) ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটির উৎস লেখো।
উত্তরঃ কবি মৃদুল দাশগুপ্তের ‘ধানখেত থেকে' নামক কবিতাগ্রন্থ থেকে ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি নেওয়া হয়েছে।
2) ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি কোন্ পটভূমিতে লেখা ?
উত্তরঃ ক্রন্দনরতা জননীর পাশে' কবিতাটি ২০০৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সিঙ্গুরের জমি আন্দোলনের পটভূমিতে লেখা।
3)“এখন যদি না-থাকি”— কোথায় না থাকার কথা বলা হয়েছে?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতার প্রশ্নোদ্ধৃত অংশে ক্রন্দনরতা জননী বা বিপন্ন স্বদেশের পাশে না থাকার কথা বলা হয়েছে।
4) “এখন যদি না থাকি”— এখন না থাকার ফল কী হবে? অথবা, ‘ক্রন্দনরতা জননীর পাশে' না থাকলে কবি কী কী ব্যর্থ বলে মনে করেছেন? [নমুনা প্রশ্ন]
উত্তরঃ দেশজননীর বিপন্নতার মুহূর্তে তাঁর পাশে না থাকলে (লেখালেখি, গান গাওয়া, ছবি আঁকা সব মিথ্যা হয়ে যাবে বলে কবি মনে করেছেন ।)
5) “কেন তবে.......... গান গাওয়া”—এই দ্বিধার কারণ কী?
উত্তরঃ কবির মনে দ্বিধা তৈরির কারণ, দেশের মানুষ আক্রান্ত হলে একজন শিল্পী প্রতিবাদ করতে না পারলে তার শিল্পীসত্তা নিয়েই দ্বিধা সৃষ্টি হয়।
6) “নিহত ভাইয়ের শবদেহ দেখে”— কে এই ‘নিহত ভাই’?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে’ কবিতায় ‘নিহত ভাই' হলেন গণআন্দোলনে শহিদ ও কবির সহনাগরিক ।
7) “নিহত ভাইয়ের শবদেহ দেখে” কবির কী মনে হয় ?
উত্তরঃ নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে হয়েছে ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা বা মূল্যবোধের জন্যই ক্রোধের জন্ম হওয়া আবশ্যিক।
8)“না-ই যদি হয় ক্রোধ” – ক্রোধের কথা কেন বলা হয়েছে?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ সঞ্চারিত হওয়ার কথা বলা হয়েছে।
9)“না-ই যদি হয় ক্রোধ”— তাহলে কী হবে?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ না জন্মালে হলে ভালোবাসা, সমাজ, মূল্যবোধ সব অর্থহীন হয়ে যাবে।
10) “যে-মেয়ে নিখোঁজ” তাকে কোথায় কীভাবে পাওয়া যায়?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া যায়।
11) “জঙ্গলে তাকে পেয়ে”-এই অবস্থায় কী করা উচিত নয় বলে কবি মনে করেছেন?
উত্তরঃ নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পেয়ে প্রতিবাদ না জানিয়ে ঈশ্বরের বিচারের আশায় বসে থাকা উচিত নয় বলে কবি মনে করেছেন।
12) “আমি তা পারি না।” কবি কী পারেন না?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিখোঁজ ছিন্নভিন্ন মেয়েটিকে জঙ্গলে পেয়ে কবি বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকাতে পারেন না।
13) “বা পারি কেবল ” কে কী পারেন ? [নমুনা প্রশ্ন]
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় জঙ্গলে ছিন্নভিন্ন মেয়েটিকে দেখে কবি কবিতায় তাঁর বিবেককে জাগিয়ে রাখতে পারেন।
14) “সে-ই কবিতায় জাগে” এখানে কে, কেন এই কবিতায় জাগে?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের 'ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবির বিবেক জাগে জঙ্গলে পাওয়া নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন করুণ অবস্থার প্রতিবাদে।
15) “সে-ই কবিতায় জাগে আমার বিবেক”— বিবেককে কার সঙ্গে তুলনা করা হয়েছে? [নমুনা প্রশ্ন]
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় বিবেককে বিস্ফোরণের বারুদের সঙ্গে তুলনা করা হয়েছে।
16) “আমার বিবেক, আমার বারুদ”- কবির বিবেক কী করে?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবির বিবেক জেগে থাকে বিস্ফোরণের আগে বারুদের মতো।
17) “আমি কি তাকাব আকাশের দিকে”—কবি কখন আকাশের দিকে তাকানোর কথা বলেছেন ?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় নিখোঁজ মেয়ের ছিন্নভিন্ন শরীর জঙ্গলে পেয়ে আকাশের দিকে তাকানোর কথা বলা হয়েছে।
18) “আমি কি তাকাব আকাশের দিকে ” কবি কার কাছে প্রশ্ন করেছেন ?
উত্তরঃ মৃদুল দাশগুপ্তের ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবি প্রশ্নটি করেছেন নিজের কাছে।
19) “আমি কি তাকাব আকাশের দিকে ”কবির এই প্রশ্নের উত্তর কী ?
উত্তরঃ এই প্রশ্নের উত্তরে কবি জানিয়েছেন, তিনি বিধাতার ভরসায় না-থেকে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানাবেন।
20) “ কেন ভালোবাসা, কেন-বা সমাজ / কীসের মূল্যবোধ !”— কোন্ মানসিক যন্ত্রণা থেকে কবি এ কথা বলেছেন?[নমুনা প্রশ্ন ]
উত্তরঃ ‘ক্রন্দনরতা জননীর পাশে' কবিতায় কবি মৃদুল দাশগুপ্ত নিহত দেশবাসী ভাইয়ের মৃতদেহ দেখে তীব্র মানসিক যন্ত্রণা থেকে মন্তব্যটি করেছেন। নিখোঁজ মেয়েটিকে জঙ্গলে ছিন্নভিন্ন অবস্থায় পেয়ে প্রতিবাদ না জানিয়ে ঈশ্বরের বিচারের আশায় বসে থাকা উচিত নয় বলে কবি মনে করেছেন।
আজ এই পোষ্টে আমরা "ক্রন্দনরতা জননীর পাশে" কবিতা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হাজির করেছি। আগামী পোষ্টে আমরা এই কবিতা থেকে রচনাধর্মী প্রশ্নের সমাধান নিয়ে হাজির হবো ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।।