Ke Bachay Ke Bache Short Question Answer | Ke Bachay Ke Bache By Manik Bandopadhyay | Class 12 Bengali | কে বাঁচায়, কে বাঁচে গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণী বাংলা

কে বাঁচায়, কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়
কে বাঁচায়, কে বাঁচে মানিক বন্দ্যোপাধ্যায়
সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের Digital Porasona-র Online Class-এ তোমাদের স্বাগত। আজ আমরা উচ্চ-মাধমিকের বাংলা (দ্বাদশ শ্রেণী) এর মানিক বন্দ্যোপাধ্যায় রচিত "কে বাঁচায়, কে বাঁচে" গল্প থেকে MCQ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রদান করলাম, আশা করি তোমরা উপকৃত হবে। আর দেরি না করে চলো বিষয়ে মনোনিবেশ করি। 

Ke Bachay Ke Bache Short Question Answer

Class 12 Bengali Ke Bachay Ke Bache Golpo

WBCHSE Class 12 Bengali 


কে বাঁচায়, কে বাঁচে 
মানিক বন্দ্যোপাধ্যায় 

কে বাঁচায়, কে বাঁচে গল্পের MCQ এবং বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী  

সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান- ১ 

1."...আজ চোখে পড়ল প্রথম।” আজ মৃত্যুঞ্জয়ের প্রথম চোখে পড়ল—

উত্তরঃ অনাহারের ফলে মৃত একজন মানুষ। 

2. “বাড়িটাও তার শহরের...।” মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের—

উত্তরঃ এক নিরিবিলি অঞ্চলে। 

3.চলতে থাকে শারীরিক কষ্টবোধ।” মৃত্যুঞ্জয়ের শরীরে ... কষ্ট বোধ হওয়ার কারণ—

উত্তরঃ তার মনে আঘাত লেগেছে। 

4.“সংসারে তার নাকি মন নেই।” এখানে যার কথা বলা হয়েছে, সে হল —

উত্তরঃ নিখিল

5.“অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে।” মৃত্যুঞ্জয়কে নিখিলের পছন্দ করার কারণ—

উত্তরঃ  মৃত্যুঞ্জয় আদর্শবাদের কল্পনা-তাপস। 

$ads={1}


6 “মৃদু ঈর্ষার সঙ্গেই সে তখন ভাবে যে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না।” নিখিল এমনটি ভাবে, যখন -

উত্তরঃ মৃত্যুঞ্জয়ের কাছে সে যখন কাবু হয়ে পড়ে। 

7.“মৃত্যুঞ্জয়ের রকম দেখেই নিখিল অনুমান করতে পারল...।” নিখিল অনুমান করল—

উত্তরঃ  বড়ো কোনো সমস্যার সঙ্গে তাঁর সংঘর্ষ হয়েছে। 

8.“আনমনে অর্ধ-ভাষণে যেন আর্তনাদ করে উঠল মৃত্যুঞ্জয়।” তার এই আর্তনাদের কারণ— 

উত্তরঃ সে অনাহারে মৃত মানুষটিকে দেখে দুঃখ পেয়েছে। 

9.“...মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে পরিষ্কার দেখতে পাচ্ছে।” নিখিলের এ কথা মনে হল, যখন—

উত্তরঃ মৃত্যুঞ্জয়কে সে কয়েকটি প্রশ্ন করে যথাযথ উত্তর পেল না। 

10.“সেটা আশ্চর্য নয়।” এখানে যে বিষয়টিকে নিখিলের আশ্চর্য বলে মনে হয়নি, তা হল—

উত্তরঃ  অনাহারে মৃত মানুষকে পথের পাশে পড়ে থাকতে দেখা। 

11.“...এ অপরাধের প্রায়শ্চিত্ত কি?” বক্তা এখানে অপরাধ মনে করেন—

উত্তরঃ নিজের বেঁচে থাকাকে। 


12. “...নিখিল চুপ করে থাকে।” নিখিলের এই চুপ করে থাকার কারণ—

উত্তরঃ  মৃত্যুঞ্জয়ের চোখ ছল ছল করে উঠেছে।

$ads={2}


13..সেটা হয় অনিয়ম।” এই অনিয়মটি হল—

উত্তরঃ বাস্তব নিয়ম উলটে মধুর আধ্যাত্মিক নীতিতে পরিণত করা। 

14. “... নিখিল সংবাদপত্রটি তুলে নিল।” সংবাদপত্রে যে বিষয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে, তা হল— 

উত্তরঃ গোটা কুড়ি মৃতদেহের ভালোভাবে সদগতির ব্যবস্থা করা হয়নি। 

“নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে...।" বুঝিয়ে বলার

কথাটি হল

A নিজে কষ্ট করেই শুধুমাত্র অন্যকে বাঁচানো যাবে না ® মাইনের পুরো টাকাটা ত্রাণে দেওয়া কোনো কাজের কথা নয়

© স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মৃত্যুঞ্জয়ের যত্ন নেওয়া উচিত

© নিজে না খেয়ে পরকে খাইয়ে সান্ত্বনা পাওয়ার কোনো কারণ নেই

16 "...না খেয়ে মরাটা উচিত নয় ভাই।” কথাটি বলেছে—

@ মৃত্যুঞ্জয়

© মৃত্যুঞ্জয়ের ছোটো ভাই টুনুর মা 10 "ওটা পাশবিক স্বার্থপরতা।" মৃত্যুঞ্জয় যে বিষয়টিকে

'পাশবিক স্বার্থপরতা' বলেছে, তা হল এ বেঁচে থাকার জন্য উপযুক্ত আহার গ্রহণের মানসিকতাকে

® অনাহারী মানুষের কথা একেবারেই চিন্তা না করাকে © স্ত্রীর স্বাস্থ্যকে উপেক্ষা করাকে

© ত্রাণকার্যে বন্ধুর চরম উদাসীনতাকে “এখন সেটা বন্ধ করে দিয়েছে।” মৃত্যুঞ্জয় এখন বন্ধ করে

18

দিয়েছে— @ অনাহারী মানুষকে অর্থসাহায্য করা

(B) অনাহারী, অন্নপ্রার্থীদের সঙ্গে কথাবার্তা বলা
Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post