Kishor Biggani Question-Answer Class 6 Bengali | কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায় ক্লাস ৬ বাংলা প্রশ্ন- উত্তর।

 

কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়
কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায়


Kishor Biggani Question-Answer Class 6 Bengali 

WBBSE Class 6 Bengali Kishor Biggani Annadasankar Roy 

কিশোর বিজ্ঞানী  ক্লাস ৬ বাংলা প্রশ্নোত্তর 

কিশোর বিজ্ঞানী অন্নদাশঙ্কর রায় 


কিশোর বিজ্ঞানী
অন্নদাশঙ্কর রায়



এক যে ছিল কিশোর, তার
 মন লাগে না খেলায়
 ছুটি পেলেই যায় সে ছুটে 
সমুদ্দুরের বেলায়।

সেখানে সে বেড়ায় হেঁটে 
এধার থেকে ওধার 
বাড়ি ফেরার নাম করে না I 
 হোক না যত আঁধার।

কুড়িয়ে তোলে নানা রঙের
 নকশা আঁকা ঝিনুক 
এক একটি রতন যেন 
নাই বা কেউ চিনুক।

বড়ো হয়ে ঝিনুক কুড়োয়
 জ্ঞানের সাগরবেলায়
 ঝিনুক তো নয়, বিদ্যা রতন 
মাড়িয়ে না যায় হেলায়।

বৃদ্ধ এখন, সুধায় লোকে, 
‘কী আপনার বাণী। 
বলে গেছেন যা নিউটন 
পরম বিজ্ঞানী

‘অনন্তপার জ্ঞান পারাবার
 রত্নভরা পুরী 
তারই বেলায় কুড়িয়ে গেলেম 
কয়েক মুঠি নুড়ি।

$ads={1}

☝কবি পরিচিতি-

☝সারসংক্ষেপ-

👉১. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও।

১.১ অন্নদাশংকর বায় প্রথম জীবনে কোন ভাষায় সাহিত্য রচনা করতেন?

উত্তর। অন্নদাশংকর রায় প্রথম জীবনে ওড়িয়া ভাষায় সাহিত্য রচনা করতেন। 

১.২ তাঁর লেখা দুটি ছোটোদের ছড়ার বইয়ের নাম লেখো।

উত্তর। তাঁর লেখা দুটি ছোটোদের ছড়ার বইয়ের নাম হল—'উড়কি ধানের মুড়কি’ ও ‘রাঙা ধানের খই।

👉২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

২.১ কিশোরের মন লাগে না কীসে?

উত্তর। কিশোরের মন লাগে না খেলায়।

২.২ কখন কিশোর মন সমুদ্দুরের বেলায় যেতে চায়?

উত্তর। ছুটি পেলেই কিশোর মন সমুদ্দুরের বেলায় যেতে চায়। 

২.৩ অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় কী কুড়িয়ে তোলে?

উত্তর। অনুসন্ধিৎসু কিশোরটি সাগরবেলায় নানা রঙের নকশা আঁকা ঝিনুক কুড়িয়ে তোলে।

২.৪ কোন পারাবারকে ‘অনন্তপার' বলা হয়েছে?

উত্তর। জ্ঞানপারাবারকে ‘অনন্তপার’ বলা হয়েছে। 

২.৫ দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম লেখো।

উত্তর। আচার্য জগদীশচন্দ্র বসু ও সত্যেন্দ্রনাথ বসু হলেন দুজন প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী। 

$ads={2}


👉৩. কবিতা থেকে বিপরীত শব্দ খুঁজে নিয়ে লেখো :
আলো, ছোটো, এখানে, তখন। 
উত্তর। আলো-আঁধার। 
ছোটো-বড়ো। 
এখানে - সেখানে। 
তখন—এখন।

👉৪. প্রতিটি শব্দকে পৃথক অর্থে আলাদা বাক্যে প্রয়োগ করো : 
সুধায়, পুরী, বেলা, হেলা, ভরা।

উত্তর। সুধায় – (অমৃত) ‘ভরা থাক স্মৃতিসুধায বিদায়ের পাত্রখানি।
সুধায় (জিজ্ঞাসা করে) মা সুধালেন আজ স্কুলে কী পড়া হয়েছে।

পুরী – (স্থান) পুরীতে জগন্নাথদেবের মন্দির আছে।
পুরী- (বাড়ী) আমাদের বাড়ি আমরা পুরীর মতো আনন্দপূর্ণ। 

বেলা – (৩ট) পুরীর বেলাভূমি মনোরম।
বেলা-  (সময়) বেলা যে পড়ে এল জলকে চল ।

হেলা– (সহজে) বাঙালি সন্তান বিজয় সিংহ হেলায় লংকা জয় করেন।
হেলা- (কত হওয়া ) ঝড়ে গাছটা হেলে পড়েছে। 

ভরা - (পূর্ণ) বর্ষায় পুকুর ডোবা জলে ভরে থাকে।
ভরা -  (পুরো) ভরা দুপুরে বাড়ির বাইরে যাওয়া অনুচিত। 

👉৫. আবিষ্কারের গল্পগুলির পাশে পাশে আবিষ্কারকের নাম উল্লেখ করো এবং তাঁদের সম্পর্কে আরো জানার চেষ্টা করো: 
ঘড়ি, এরোপ্লেন, রেডিও, দূরবিন, টেলিভিশন। 

উত্তর।
ঘড়ি, এরোপ্লেন—রাইট ভাতৃদ্বয়।
রেডিয়ো-মারকনি সাহেব।
দুরবিন—গ্যালিলিয়ো।
টেলিভিশন – জন

$ads={1}

👉৬. ছুটি পেলে তোমার মন কী করতে চায় চার-পাঁচটি বাক্যে লেখো।
উত্তর। ছুটি পেলে আমার মন বেড়াতে যেতে চায়। প্রতিদিনকার জীবনের একঘেঁয়েমি কাটিয়ে একটু আনন্দ উপভোগ করতে চাই। বাসে চড়ে সিঙ্গুর বাজারে যাই। সেখানে বিভিন্ন ধরনের দোকান ও বহু মানুষের সমাগম দেখে আমার খুব ভালো লাগে। নিজে কিছু কেনাকাটা করে তবে বাড়ি ফিরি।

👉৭. কবিতা থেকে শব্দ নিয়ে নীচের শব্দছকটি পূরণ করো।
উত্তর-

👉৮. নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো।

৮.১ পাঠ্য ছড়াটির প্রথম পঙক্তিটি শুরু হয়েছে " এক যে ছিল কিশর..."-এই ভাবে।

৮.২ “ মন লাগে না খেলায়”- কার খেলায় মন লাগে না? কিশোরেরা সাধারণত কোন ধরনের খেলাধুলো করে থাকে? তার পরিবর্তে ছড়ার কিশোরটির কী করতে পছন্দ করত?

$ads={2}

৮.৩ “ এক একটি রতন যেন/ নাই বা কেউ চিনুক”।- কোন জিনিসকে রত্নের সঙ্গে তুলনা করা হয়েছে?  কেনই বা এই ধরনের তুলনা? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গই বা এল কেন?

৮.৪ সেদিনের কিশোরটি পরিণত বয়সে উপনীত হলে তাকে কি করতে দেখা যায়?

৮.৫ “ ঝিনুক কুড়োয়/ জ্ঞানের সাগরবেলায়”- অংসের তাৎপর্য ব্যাখ্যা কর।

৮.৬ “ বৃদ্ধ এখন সুধায় লোকে”- কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞেস করে? তাদের প্রশ্নের উত্তর তিনি কি বললেন?

৮.৭ কোন বিশ্ব বিখ্যাত বিজ্ঞানীর প্রসঙ্গ ছড়াটিতে রয়েছে? বিজ্ঞান শাস্ত্রে তার অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করো।


Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post