Pine Dariye Akashe Nyon Tuli | Pine Dariye Akashe Nyon Tuli Prosno Uttor Class 6 Bengali | পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন-উত্তর ক্লাস ৬ বাংলা

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি
পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি 

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি-হাইনরিখ হাইনে

পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি প্রশ্ন-উত্তর ক্লাস ৬  বাংলা 

Pine Dariye Akashe Nyon Tuli Prosno Uttor Class 6 Bengali

Pine Dariye Akashe Nyon Tuli

$ads={1}

পাইন দাঁড়িয়ে

আকাশে নয়ন তুলি

-হাইনরিখ হাইনে

উত্তরে বুনো নগ্ন পাহাড় 'পরে, 

দাঁড়ায়ে পাইন আকাশে নয়ন তুলে,

 যেন বরফের রূপালি কাপড় প’রে, 

স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে।

স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি প’রে

 সেই দেশে যেথা প্রভাতে সূর্য ওঠে, 

তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে

 দাঁড়ায়ে রয়েছে পামগাছ মরুতটে।

অনুবাদ : সৌম্যেন্দ্রনাথ ঠাকুর

হাইনরিখ হাইনে (১৭৯৭–১৮৫৬) : জন্ম জার্মানির রাইন নদীর তীরে ড্যুসেলডর্ফ-এ। ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি। তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসেবেও তাঁর খ্যাতি ছিল। তবে গীতিকবি হিসেবেই তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন। ১৮১৭ সালে প্রথম কবিতা প্রকাশিত হয়। ১৮২৬ সালে প্রকাশিত হয় হাৎস্রাইজে (Harzreise) বা হাস যাত্রা। ১৮২৭ সালে প্রকাশিত কাব্যগীতিগ্রন্থ (Buch der Lieder) উত্তর সাগরগীতিকা তাঁকে বিশ্বজনীন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। এ ছাড়াও নতুন কবিতা, জার্মানি: এক শীতের রুপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি, রোমান্টিক কাব্যধারা, ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনাগ্রন্থ। পৃথিবীর বিভিন্ন ভাষায় তাঁর গীতিকবিতাগুলি অনূদিত হয়েছে। 

$ads={2}

১.১ কবি হাইনরিখ হাইনের জন্মস্থান কোথায় ?

উত্তরঃ  জার্মানির রাইন নদী তীরে ড্যুসেলডর্ফ শহরে হাইনরিখ হাইনের জন্ম।

১.২ কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।

উত্তরঃ  'জার্মানি—এক শীতের রূপকথা' এবং ‘উত্তর সাগর গীতিকা" হল কবি হাইনের লেখা দুটি কবিতাগ্রন্থ।

 ১.৩ কবি হাইনের লেখা দুটি গদ্যগ্রন্থের নাম লেখো।

উত্তরঃ  ধর্মের ইতিহাস এবং ফরাসি পরিস্থিতি তার দুটি গদ্যগ্রন্থের নাম।

 ২. ঠিক উত্তরের উপরে ' ✓' দাও :

২.১ (উত্তরে/দক্ষিণে/পশ্চিমে) বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।

উত্তরঃ   উত্তরে(✓)  বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে।

২.২ যেন বরফের (সোনালি/রূপালি/সবজে) কাপড় পরে...।

উত্তরঃ যেন বরফের (রূপালি)  ( ✓) কাপড় পরে... ।

২.৩ মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাইন/পাম/খেজুর) গাছ।

উত্তরঃ   মরুতটে দাঁড়িয়ে রয়েছে (পাম)( ✓) গাছ।

২.৪ জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়ঠে/রিলকে/শেক্সপিয়র)।

উত্তরঃ জার্মান ভাষায় কবিতা লেখেননি (শেক্সপিয়র) ( ✓)। 

$ads={1}

৩. নীচের প্রশ্নগুলির দু-একটি বাক্যে উত্তর লেখো : 

৩.১ পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? 

উত্তরঃ  সাধারণত পাহাড়ি অঞ্চলে পাইন গাছ দেখতে পাওয়া যায়।

৩.২ পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে? 

উত্তরঃ  কবির মনে হয়েছে পাইন গাছ রুপালি কাপড় পরে দাঁড়িয়ে আছে।

৩.৩ পামগাছ কোথায় দাঁড়িয়ে আছে? 

উত্তরঃ  মরুতটে পামগাছ দাঁড়িয়ে আছে।

৩.৪ পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে? 

উত্তরঃ  তুষারাবৃত পাহাড়ে দাঁড়িয়ে পাইন গাছ দুলে দুলে স্বপ্নে দেখে মরুতটে পামগাছ কষ্ট সহ্য করে

 দাঁড়িয়ে আছে। :

৪. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো 

৪.১ পামগাছের বুক বেদনায় ভরা কেন?

উত্তরঃ  পামগাছ সূর্যকিরণে দগ্ধ হয়ে উর মরুভূমিতে দাঁড়িয়ে থাকে। সে অনেক কষ্ট সহ্য করে বলে পামগাছের  বুক বেদনায়-ভরা । 

8.2 গাছ কী স্বপ্ন দেখে?

উত্তরঃ  বরফ ঢাকা পাহাড়ে অবস্থান করে পাইন গাছে মরুতটে উয় আবহাওয়ায় থাকা পামগাছের কষ্ট অনুভব করে। সে স্বপ্ন দেখে পামগাছ মরুতটে বেদনাভরা হৃদয়ে দাঁড়িয়ে কত কণ্ঠভোগ করে। 

$ads={2}

৪.৩ বরফের দেশের পাইন গাছ, মরুভূমির পামগাছের স্বপ্ন দেখে কেন? 

উত্তরঃ   অবস্থানজনিত কারণে বরফের দেশের পাইন গাছ সুখেই বাস করে। সে স্বপ্নে ভাবে মরুভূমির পামগাছ গরম বালির মধ্যে বহ কষ্ট সহ্য করে দিন কাটায়। সুখী পাইন গাছ দুখী পাইন গাছের কথা স্বপ্নে ভাবে এবং কষ্টভোগ করে।

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post