![]() |
হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত |
Hat Kobitar Prosno Uttor Class 6 Bengali
Class 6 Bengali Hat Kobita
ক্লাস 6 বাংলা হাট কবিতার প্রশ্নোত্তর
হাট যতীন্দ্রনাথ সেনগুপ্ত
$ads={1}
হাট
যতীন্দ্রনাথ সেনগুপ্ত
কবি পরিচিতি-
সারসংক্ষেপ-
👉১। নীচের প্রশ্নগুলির উত্তর দাওঃ
১.১ কোন সাহিত্যিক-গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল?
উঃ- কল্লোল সাহিত্যিক-গোষ্ঠীর সঙ্গে যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
১.২ তাঁর রচিত দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উঃ- তাঁর রচিত কাব্যগ্রন্থগুলি হল মরীচিকা, মরুশিখা, মরুমায়া, ত্রিযামা, সায়ম, নিশান্তিকা।
👉২। নীচের বাক্যগুলি থেকে এমন শব্দ খুঁজে বের করো যার প্রতিশব্দ কবিতার মধ্যে আছে। কবিতার সেই শব্দটি পাশে লেখোঃ
২.১ ‘আঁধার-সাঁঝে বনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছে।‘
উঃ- সাঁঝে = সন্ধ্যায়।
২.২ ‘আলো, আমার আলো, ওগো আলো ভুবন-ভরা।‘
উঃ- আলো = আলোক।
২.৩ ‘তুমি আমার সকালবেলার সুর।‘
উঃ- সকালবেলা = প্রভাত ।
২.৪ ‘আমার রাত পোহাল শারদ-প্রাতে।‘
উঃ- রাত = রাত্রি,নিশা এবং প্রাতে = প্রভাতে ।
২.৫ ‘দিনেরবেলা বাঁশী তোমার বাজিয়েছিলে।‘
উঃ- দিনেরবেলা = দিবসেতে।
$ads={2}
👉৩। সমোচ্চারিত বা প্রায়-সমোচ্চারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থপার্থক্য দেখাওঃ
দীপ = বাতি, আলোর প্রদীপ
দ্বীপ = জলবেষ্টিত স্থলভাগ
দর = গর্ত, ফাটল
দড় = শক্ত, দক্ষ
শাখ = গাছের ডাল
শাঁখ = শঙ্খ
বাধা = বিঘ্ন, নিষেধ
বাঁধা = গচ্ছিত,বন্ধন
নিত্য = দৈনিক, রোজ
নৃত্য = নাচ
👉৪। নীচের শব্দগুলি গদ্যে ব্যবহার করলে কেমন হবে লেখোঃ
সহিয়া, সেথা, সহি, সবে, তবে, মুদিল
উত্তর-
শব্দ |
গদ্যরূপ |
সহিয়া |
সহ্য
করা |
সেথা |
সেখানে |
সহি |
সহ্য করি
|
সবে |
সবাই |
তবে |
তাহলে
|
মুদিল |
বন্ধ
করল |
👉৫। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখোঃ
৫.১ কতগুলি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে?
উঃ- দশ বারো টি গ্রামের পরে সাধারণত একটি হাট চোখে পড়ে।
৫.২ হাটে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না কেন?
উঃ- সারাদিন হাটে সবার প্রয়োজন মিটে গেলে যে যার ঘরে ফিরে যায় ফলে একা পড়ে থাকে হাট, তাই হাটে সন্ধ্যাপ্রদীপ জ্বলে না।
৫.৩ কার ডাকে রাত্রি নেমে আসে?
উঃ- একটি কাকের ডাকে রাত্রি নেমে আসে।
৫.৪ ও পারের লোক কেন এ পারেতে আসে?
উঃ- ওপারের লোক জিনিসপত্রের পসরা নামালে ভালো জিনিসের লোভে এপারের লোক কেনার জন্য ছুটে আসে।
৫.৫ ‘হিসাব নাহিরে – এল আর গেল
কত ক্রেতা বিক্রেতা।‘ – কোনো হিসাব নেই কেন?
উঃ- হাটে অসংখ্য মানুষ নিজেদের প্রয়োজনে কেনাবেচার জন্য আসে। প্রতিদিনের এই চেনা-অচেনা মানুষের হিসাব রাখা সম্ভব নয়। তাই কোনো হিসাব নেই।
$ads={1}
👉৬। কবিতায় বর্ণিত হাটের চেহারা কেমন লেখোঃ
হাট বসার আগে- হাট বসার আগে হাটের স্থানটি জনশূন্য, ফাঁকা এবং অপরিচ্ছন্ন ভাবে পড়ে থাকে।
হাট চলাকালীন- হাটে অনেক মানুষের আনাগোনা দেখা যায়। ক্রেতা – বিক্রেতার মধ্যে দেখা যায় কেনা বেচা ও দর কষাকষি। হাট চলাকালীন বহু মানুষের ভিড়ে হাটের পরিবেশ কোলাহলমুখর হয়ে ওঠে।
হাট ভাঙার পর- হাট ভাঙার পর সব বিক্রেতা নিজের নিজের হিসাব সামলে নিয়ে ঘরে ফিরে যায়। আবার সন্ধ্যায় নেমে আসে হাটের বুকে নিস্তব্ধতা, জনশূন্যতা আর কালো অন্ধকার।
👉৭। নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখোঃ
৭.১ হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কীভাবে কবিতায় ফুটে উঠেছে?
উঃ-
৭.২ প্রকৃতির ছবি কীরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে – তা আলোচনা করো।
উঃ-
৭.৩ ‘বাজে বায়ু আসি বিদ্রুপ – বাঁশি’ – কবির এমন মনে হওয়ার কারণ কী বলে তোমার মনে হয়?
উঃ-
$ads={2}
৭.৪ ‘উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা।‘- কোন প্রসঙ্গে কবি আলোচ্য পঙক্তিটি লিখেছেন? তিনি এখানে কোন ‘খেলা’-র কথা বলেছেন? ‘চিরকাল’ চলে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?
উঃ-
৭.৫ তোমার দেখা কোনো হাটের / বাজারের অভিজ্ঞতা জানিয়ে দূরে থাকে এমন কোনো বন্ধুর কাছে একটি চিঠি লেখো।
উঃ-
৭.৬ তোমার দেখা একটি হাট বা বাজারের ছবি তুমি এঁকে দেখাও।
উঃ-
৭.৭ এখন ‘হাট’ ও ‘বাজার’ -এর মধ্যে কোনো তফাত খুঁজে পাও? এ বিষয়ে তোমার মতামত জানিয়ে পাঁচটি বাক্য লেখো।
উঃ-