Word Notes Of Birds / পাখী ইংরেজি শব্দের বাংলা উচ্চারণসহ অর্থ

 

Word Notes Of Birds
Word Notes Of Birds

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকা, গৃহ শিক্ষক- শিক্ষিকাবৃন্দ সকলকে জানাই আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের Digital Porasona-র Online Platform-এ সকলকে সাদর সম্ভাষণ। 

$ads={1}

আজআমাদের Website- এর পক্ষ থেকে বিশেষ নিবেদন Word Book এর অন্তর্গত পাখির ইংরাজি নাম, উচ্চারণ। সম্প্রতি ইংরেজি শিক্ষা ব্যাবস্থা বাধ্যতামূলক এবং বিশেষ প্রয়োজনীয়। এমনকি ইংরেজি শিক্ষা একটি শিশুর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাকে একটি বিশিষ্ট জায়গায় প্রতিষ্ঠিত করে, সাফল্য লাভে সহায়তা করে। তাই বলে আমি অন্য ভাষাকে হেয় প্রতিপন্ন বা কম গুরুত্বপূর্ণ বলছি না। সব ভাষাই  নিজ মহিমায় মহিমান্বিত, গৌরবান্বিত। কিন্ত বর্তমানে ইংরেজি ভাষা আন্তর্জাতিক স্তরে পৌঁছে গেছে। তাই শিক্ষার্থীকে ইংরেজি ভাষায় পারদর্শী হতেই হবে। তাই আমাদের আন্তরিক প্রয়াস বিভিন্ন পার্টে আমরা ইংরেজি Vocabulary তোমাদের সামনে পেশ করব। তো চলো বন্ধুরা আজকের পাঠে মনোনিবেশ করি। 

Words Notes Of Birds

Vocabulary Of Birds

Birds Dictionary

Birds Name in English

$ads={2}

Birds ( পাখি সমূহ )

stork 
Owl=প্যাঁচা। 
fairy kite
Heron
Martin=শালিক।
Eagle=ঈগল।
Booby
Lark
Falcon
Sparrow
Kite=চিল।
Gander
Hen=মুরগি।
Jackdaw
Raven
Crow=কাক।
Goose
Cuckoo
Vulture=শকুন।
Dove=ঘুঘু।
Peacock=ময়ূর।
Nightingale=বুলবুলি।
Swallow=চাতক।
Peahen=ময়ূরী।
Parrot=টিয়া।




Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post