জীবদেহের গঠন অষ্টম শ্রেণী জীবন বিজ্ঞান | Class 8 Life Science Jibdeher Gothon 6 Chapter

জীবদেহের গঠন

জীবদেহের গঠন



 Class 8 Life Science Jibdeher Gothon 6 Chapter 

WBBSE Class 8 Life Science Jibdeher Gothon Question and Answer

জীবদেহের গঠন অষ্টম শ্রেণী জীবন বিজ্ঞান

অষ্টম শ্রেণী জীবদেহের গঠন প্রশ্নোত্তর আলোচনা 

$ads={1}

১) খাদ্য হজম করার জন্য - পাকস্থলী ক্ষুদ্রান্ত। 

২) শ্বাসবায়ু আদান প্রদানের জন্য - ফুসফুস। 

৩) রক্তকে দেহে ছড়িয়ে দেওয়ার জন্য- হৃদপিণ্ড। 

৪) দেহের বজ্র পদার্থ কে মূত্রের মাধ্যমে বের করে দেওয়ার জন্য- কিডনি ।

৫) উত্তেজনা গ্রহণ ও উদ্দীপনা গ্রহণ - মস্তিষ্ক ।

৬) জীবদেহের গঠনগত ও কার্যগত একক- কোষ।

 ৭) প্রথম সজীব কোষ পর্যবেক্ষণ করেন কে? 

উত্তর - বিজ্ঞানী লিভেন হুক (১৬৭৪ খ্রিস্টাব্দে) ।

৮) কোষ আবিষ্কার করেন কে ?

উত্তর -রবার্ট হুক ১৬৬৫  খ্রিস্টাব্দে । 

৯) কোষের গঠন পর্যবেক্ষণ করার যন্ত্র কয় প্রকার ?

উত্তর -তিন প্রকার -i) সরল আলোক অণুবীক্ষণ যন্ত্র ii) যৌগিক আলোক অণুবীক্ষণ যন্ত্র iii) ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র । 

১০) এককোষী জীবের নাম লেখ । 

উত্তর - অ্যামিবা । 

১১) বহুকোষী জীবের নাম লেখ । 

উত্তর - বিড়াল হাতি ইত্যাদি । 

১২) ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ কোথায় থাকে ?

উত্তর - প্রাণীদেহে চামড়ার নিচে । 

১৩) চোখে কি কি কোষ থাকে ?

উত্তর -দুইটি কোষ থাকে- i) রড কোষ ও ii)  কোণ কোষ । 

১৪) অ্যামিবার আকৃতি কেমন?

উত্তরঃ অনিয়মিত।

$ads={2}

১৫) প্রাণীদের দেহে কত কোশ লক্ষ্য করা যায়?

উত্তরঃ প্রায় ২০০ এর বেশি। 

১৬) কোন কোশ দীর্ঘ হয়? 

উত্তরঃ স্নায়ুকোষ। 

Newton Hossain

Newton Hossain, the founder of this blog, is a Lecturer of the English Language and also loves to explain Life science and Geography.

Post a Comment (0)
Previous Post Next Post