![]() |
আমাদের পরিবেশ হারিয়ে যাচ্ছে বাঘ |
হারিয়ে যাচ্ছে বাঘ
সেদিন সকালে রেডিয়োতে খবর শুনেছে টুকুন বাঘকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে আরও অনেক ব্যবস্থা নেওয়া হবে। স্কুলে এসে স্যারকে জিজ্ঞেস করল— বাঘ কেন বিলুপ্ত হবে?স্যার বললেন- মানুষ জান
সব কেটে ফেলছে। বাঘের থাকার জায়গা কমে যাচ্ছে। জালে হরিণ, শুয়োর এসব কমে যাচ্ছে। বাঘ খাবে কী! আবার চোরাশিকারিরা বাঘের চামড়া-নখ-হাড় এসবের লোভে বাঘ মেরে ফেলছে। ফলে বাঘের সংখ্যা এত কমে যাচ্ছে যে সবাই মনে করছে, একটা ব্রামও আর পৃথিবীতে থাকবে না। তখন বলা হবে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে। সেটা যাতে না হয় তার জন্য সরকারের বনবিভাগ এবং আরও অনেকে খুব চেষ্টা করছে।
সুমিরা জিজ্ঞাসা করল-বাঘ ছাড়া আর কোনো প্রাণী কি বিলুপ্ত হতে পারে?
- নিশ্চয়। গণ্ডার, বুনো মোষ, নানা ধরনের বাঁদর, পাখি, সাপ বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশা করছেন বিজ্ঞানীরা। তাই ওইসব প্রাণীদের সংরক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।
টুকুন বলল- সংরক্ষণ কী?
স্যার বললেন-
যে যে কারণে জীবটার সংখ্যা কমে যায় সেইসব কারণগুলো যাতে না ঘটে ভার ব্যবস্থা করা তাকেই বলে সংরক্ষণ। যেমন-বনজগল না কাটা, সেখানে প্রাণীদের খাবার ও তৌটার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চারাশিকারিরা যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ রাখা।
হারিয়ে যাচ্ছে বাগ এর অন্যতম কারণ হচ্ছে চোরা শিকারি।
সংরক্ষণ কি বা কাকে বলে?
উত্তরঃ যে যে কারণে জীবের বা পশুর সংখ্যা কমে যাচ্ছে সেসব কারণ গুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করা তাকেই সংরক্ষণ বলে।
যেমন বনজঙ্গল না কাটা বা কাটতে না দেওয়া সেখানে প্রাণের দের খাবার ও তিস্তার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে ও তাদের উপযুক্ত বসবাসের পরিবেশ থাকে তা ব্যবস্থা করা চোরাশিকারি যেন তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা।
মরিশাস কি ?
উত্তরঃ মরিসাস হলো একটা দ্বীপের নাম
এই দ্বীপটা কোথায় দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ ভারত মহাসাগরের বুকে এই একটি ছোট দ্বীপ আগে দেখতে পাওয়া যেত।
আজ থেকে কত বছর আগে মানুষের এত বসবাস গড়ে ওঠেনি উত্তর আজ থেকে প্রায় 500 বছর আগে মানুষের এত বসবাস বা জনবসতি গড়ে ওঠেনি।
ডোডো কি কোথায় দেখতে পাওয়া যায়?
উত্তরঃ এক প্রজাতির ইহা দেখতে হাঁসের মতো ইহা ভারত মহাসাগরের মরিসাস নামক দেখতে পাওয়া যেত।
Hariye Jachhe Bagh(Tiger) Amader Poribesh Class 4 Part 4 |
হারিয়ে গেছে যে সমস্ত প্রাণী তাদের নাম গুলি লেখ?
বালি দ্বীপের বাঘ, হিমালয়ের বামন তিতির, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কচ্ছপ, ভারতের গোলাপি মাথা হাঁস।
হারিয়ে যেতে চলেছে যারা সেই প্রাণীর নাম লেখ।
রয়েল বেঙ্গল টাইগার, অলিভ রিডলে কচ্ছপ, একশৃঙ্গ গন্ডার, কৃষ্ণসার হরিণ।
আমাদের চোখের সামনে কত গাছপালা, কত প্রাণী। একসময় আরও ছিল। হারিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আবার কতই না নতুন নতুন প্রাণ জন্ম নিয়েছে। আমাদের চারপাশে তারা রয়েছে। তাদেরকে চেনা সরকার। না চিনলে আমরা তাদের বাঁচাব কী করে। আর তারা না বাঁচলে আমরাও থাকব না। তোমরা তো তোমাদের অঞ্চলের উদ্ভিদ ও প্রাণীদের চিনেছ। এবার চলো আরো কিছু বিশেষ উদ্ভিদ ও প্রাণীদেরকে চিনি, জানি। তবেই না আমরা আমাদের পশ্চিমবঙ্গের গাছপালা আর প্রাণীদের সম্বন্ধে জানব। তবে এব্যাপারে বাড়ির বড়োদের সাহায্য নিতে ভুলো না এবার তোমরা তোমাদের এলাকায় যে যে উদ্ভিদ ও প্রাণীরা প্রচুর পরিমাণে আছে, নীচের তালিকায় তাদের নামের পাশে টিক
দাও। তাছাড়াও আরও কিছু বিশেষ প্রাণী বা উদ্ভিদ তোমাদের এলাকায় থাকতে পারে। তাদের নামও লিখে ফেলো.
উদ্ভিদের নাম |
টিক দাও |
প্রাণীর নাম |
টিক দাও |
১।বট |
|
কেঁচো |
|
২।পাইন |
|
কাঁকড়া |
|
৩।গরান |
|
ধনেশ পাখি |
|
৪।বনতুলসী |
|
বেঁজি |
|
৫।লিচু |
|
বাবুই |
|
৬।বাবলা |
|
ভাম |
|
৭।নয়নতারা |
|
মাছরাঙা |
|
৮।জিওল |
|
বাঘ |
|
৯।বাঁশ |
|
ডাকপাখি |
|
১০।ফণীমনসা |
|
গোসাপ |
|
১১।অর্জুন |
|
ভোঁদড় |
|
১২।আকন্দ |
|
|
|
১৩।খেজুর গাছ |
|
|
|
১৪।বাবুই ঘাস |
|
|
|
১৫। আম |
|
|
|
১৬।বেতগাছ |
|
|
|
১৭। পিয়াল গাছ |
|
কাঠঠোকরা |
|
১৮। কাঁকড়া গাছ |
|
|
|
১৯। কেন গাছ |
|
|
|
২০। অনন্তমূল |
|
|
|
A। সত্য-মিথ্যা নির্বাচন করোঃ
১। মানুষ সর্বভুক প্রাণী।
উত্তরঃ সত্য
২। বটগাছ হলো একটি প্রাণীর নাম।
উত্তরঃ মিথ্যা
৩। আকুন্দ একটি উদ্ভিদের নাম।
উত্তরঃ সত্য
৪। নয়ন তারা একটি প্রাণী।
উত্তরঃ মিথ্যা
৫। কাঠঠোকরা গাছে পোকামাকড় খেয়ে থাকে ।
উত্তরঃ সত্য
৬। বাঘ জলে বসবাস করে।
উত্তরঃ মিথ্যা
৭। ন্যাদোস মাছ জলে বসবাস করে।
উত্তরঃ সত্য
৮। মানুষ দিন দিন হারিয়ে যাচ্ছে।
উত্তরঃ মিথ্যা
৯। ফনিমনসা গাছের কাঁটা রয়েছে।
উত্তরঃ সত্য
B। শূন্যস্থান পূরণ করোঃ
১। হারিয়ে যাচ্ছে ......................
উত্তরঃ বাঘ
২। উদ্ভিদের নাম.....................
উত্তরঃ আম, জাম,আতা, কলা,নিম।
৩। বটগাছ ...................
উত্তরঃ উদ্ভিদের নাম
৪। বাঘ ................... থাকে
উত্তরঃ বনে
৫। হাস থাকে ...................
উত্তরঃ ঘরে
৬। আমাদের চার পাশে রয়েছে কত.................
উত্তরঃ জীবজন্তু
৭। বনে ................... পশু শিকারকরে।
উত্তরঃ শিকারীরা
৮। কেঁচো বসবাস করে ...................
উত্তরঃ মাটিতে
৯। গাছের ডালে থাকে ...................
উত্তরঃ পাখি
১০। মাছ ................... খেলা করে
উত্তরঃ জলে
C। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরঃ
১। যে সমস্ত প্রাণী বসবাস করে তাদের দুটি নাম লেখ.
উত্তরঃ যেমন বাঘ হরিণ গন্ডার ইত্যাদি.
২।যে সমস্ত প্রাণী বাড়িতে বসবাস করে বা পালন করা হয় তাদের নাম লেখ
উত্তরঃগরু ছাগল কুকুর ইত্যাদি.
৩। জলে বসবাস করে এমন দুটি প্রাণীর নাম লেখ.
উত্তরঃ মাছ সাপ ব্যাংক কাঁকড়া ইতালি.
৪। শিকারি কোন প্রাণী দের শিকার করে থাকে?
উত্তরঃ শিকারীরা সাধারণত পাখি ও শিয়াল বিড়াল বাঘ শিকার করে থাকে
৫। যে সমস্ত প্রাণী হারিয়ে গেছে তাদের নাম লেখ।
উত্তরঃ নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ ভারতের গোলাপি মাথা হাঁস বালি দ্বীপের বাঘ
৬।কোন পশু গুলো আমরা সহজেই পোষ মানাতে পারি?
উত্তরঃ কুকুর বিড়াল গরু হাঁস-মুরগি ছাগল ইত্যাদি
৭।কোন কোন পশু আমরা বিভিন্ন জাদুঘর বা চিড়িয়াখানায় দেখতে পায় ?
উত্তরঃ বাঘ হাতি ইত্যাদি
৮।ডোডো পাখি কোন প্রজাতির ?
উত্তরঃ পাখি এক ধরনের হাঁসের মতো দেখতে ও জলজ প্রজাতির.
৯।আস্তে আস্তে পশুর সংখ্যা বাড়ছে না কেন ?
উত্তরঃ আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধির কারণে পশুর সংখ্যা কমে যাচ্ছে.
১০। মরিসাস নামক কোন মহাসাগরে দেখতে পাওয়া যায়?
উত্তরঃ ভারত মহাসাগরের বুকে এই মরিশাস নামক ছোট্ট দ্বীপ দেখতে পাওয়া যায়.