Sotty Sona Class- 3 Bangla Part - 2 |
Sotty Sona Class- 3 Bangla Part - 2 Patabahar
১. একটি বাক্যে উত্তর দাও:
১.১ বুড়ো চাষির সংসারে কে কে ছিল?
উত্তর: বুড়ো চাষির সংসারে ছিল তার অলস ছেলে এবং ছেলের স্ত্রী।$ads={1}
১.২ চাষির ছেলেটি কেমন প্রকৃতির ছিল?
উত্তরঃ চাষির ছেলেটি অলস প্রকৃতির ছিল।১.৩ বাপের কথা শুনে ছেলের মনের অবস্থা কেমন হলো?
উত্তরঃ বাপের কথা শুনে ছেলের মনে অনেক আনন্দ বা খুসি ছিল।১.৪ বুড়ো চাষি কোন কথাটা তাঁর ছেলেকে বলে যাননি?
উত্তরঃ বুড়ো চাষি তার ছেলে কে , জমির কথায় সোনা আছে, এই কথাটা তাঁর ছেলেকে বলে যাননি।২. সংক্ষেপে উত্তর দাও:
২.১ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত কতটা জমি খুঁড়েছিল?
উত্তরঃ চাষির ছেলে সকাল থেকে রাত পর্যন্ত পাঁচ বিঘা জমি খুঁড়েছিল।২.২ চাষির ছেলের প্রথম রোজগারে কে খুশি হয়েছিল?
উত্তরঃ চাষির ছেলের প্রথম রোজগারে তার স্ত্রী খুশি হয়েছিল।২.৩ গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে, আর কী কী জিনিস দিয়ে মাটি খোঁড়া যায় বলে
তোমার জানা আছে?
উত্তরঃ গল্পে কোদাল দিয়ে মাটি খোঁড়ার কথা বলা আছে,এছড়াও পাসনা,শাবল দিয়ে মাটি খোঁড়া হয়।২.৪ 'সত্যি সোনা' গল্পটির মতো আর কোন গল্প তোমার জানা আছে? জানা গল্পটি বন্ধুদের শোনাও।
$ads={2}
উত্তরঃ
সত্যি সোনা 1 থেকে 3 পর্যন্ত সমস্ত প্রশ্নের উত্তর
৩. বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটা বেছে নিয়ে পুরো কথাটা আবার নীচে লেখো :
৩.১ ছেলের চোখ দুটো লোভে (ঝকঝক / চকচক / ঝকমক / ঝিকমিক) করে ওঠে।
উত্তরঃছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে।
৩.২ চাষির ছেলের বউ ছিল খুব (চালাক/সরল/বোকা/বুদ্ধিমতী)।
উত্তরঃচাষির ছেলের বউ ছিল খুব বুদ্ধিমতী.
৩.৩ বউ বলেছিল, ‘সোনা যদি পাও তবে (আমাদের/তোমার/মজুরদের/আমার) কপাল ফিরে যাবে।'
উত্তরঃবউ বলেছিল, ‘সোনা যদি পাও তবে আমাদের কপাল ফিরে যাবে।'
৩.৪ চাষির ছেলে ফসল কাটার পর তা হাটে/বাজারে) বিক্রি করে।
উত্তরঃচাষির ছেলে ফসল কাটার পর তা হাটে বিক্রি করে।
শব্দার্থ :
ষোলোআনা – সম্পূর্ণ, পুরোপুরি।
চুকে যাওয়া- সম্পন্ন হওয়া।
গড়িমসি – আলসেমি, দীর্ঘসূত্রতা।
মরিয়া- বেপরোয়া।
শসা ফসল ধারণা – বোধ, অনুভূতি, উপলব্ধি।
পরিশ্রম – খাটুনি, মেহনত।