Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7 Part-2 | জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস | Lesson 7 Part 2

 

Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2
Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2

Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon  

Evs & Science Class 7  Part-2 

Lesson 7 Part 2

সুস্বাগতম আমাদের Digital Porasona অনলাইন ওয়েবসাইটে। আমরা তোমাদের জন্য সপ্তম শ্রেণীর  জীবন বিজ্ঞান বিভাগের পরপর অধ্যায়ভিত্তিক আলোচনা শুরু করে দিয়েছে. আজকে আমরা সপ্তম শ্রেণীর Lesson 7 Part 2 নিয়ে চলে এসেছে. তোমরা যদি Lesson 7 Part 1 না দেখে থাকো তাহলে তোমরা নিচে দেওয়া  Link বা লিংকে গিয়ে সেটা দেখে নাও.  ভালোভাবে বুঝে নাও তবে চলো আজকের Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2 | জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস | Lesson 7 Part 2 পড়াশোনায় মনোনিবেশ করা যাক.

জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস

জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস

Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2
Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2
উপরে দেওয়া ছবিগুলো মধ্যে কোনগুলো তোমরা দেখেছো তার নাম লেখ
1.
2.

জীববৈচিত্র

জীববৈচিত্র : বিভিন্ন ধরনের জীব অসংখ্য, নাম-না-জানা উদ্ভিদ ও প্রাণী ছড়িয়ে আছে, পৃথিবীর অজানা অচেনা জায়গার মধ্যে আর ছড়িয়ে আছে আমাদের আশেপাশেও ও বহু দূরে যাদের মধ্যে আমরা কিছু নাম জানি আবার কিছু নাম অজানা। কিছু কিছু প্রাণী আমরা চোখে দেখেছি, আবার কিছু নাম শুনেছি, চোখে দেখেনি আবার কিছু প্রাণী আমরা নামও শুনিনি ও চোখেও দেখিনি, তবুও পৃথিবীতে কোন না কোন স্থানে রয়েছে। কোন একটি নির্দিষ্ট অঞ্চলে সব ধরনের উদ্ভিদ, প্রাণী ।
নানা জীবাণুর বৈচিত্র  নিয়ে জীবনের বৈচিত্র যাকে এক কথায় বলা হয় বিভিন্ন জীবের আশ্রয়লয় বা অন্যভাবে বলা চলে জীব বৈচিত্র।
আমাদের ভারতবর্ষ জীব বৈচিত্রের দেশ বলা চলে।

বাসস্থানের প্রকৃতি
1.জলা, 2.ভেজাল, 3.পুকুরের পাড়ে ঘন ঝোপ, 4.ইঁদুরের গর্ত, 5.পুরনো গাছের গুড়ির কোটর, 6. উই ঢিপি, 7.পুরনো বাড়ির ইটের ফাটল, 8. 9.

কি কি উদ্ভিদ দেখতে পাওয়া যায় বা দেখেছো( বিরুৎ /বৃক্ষ / গুল্ম )
1. 2. 3. 4. 5. 6. 7.8. 9.
কি কি প্রাণী দেখেছো (মেরুদন্ডী /অমেরুদন্ডী)

1. 2. 3. 4. 5. 6. 7.8. 9.

জীব বৈচিত্রের সংখ্যা ও তাদের নাম?

জীব বৈচিত্র্য যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির পাওয়া যায় আবার সেই অঞ্চলে এমন সব প্রজাতির প্রজাতির জীব পাওয়া যায়, যা অন্য আর কোথাও পাওয়া যায় না এরকম অঞ্চলকে বলা হয় জীব বৈচিত্রের অঞ্চল। একেই ইংরেজিতে বলে বায়ো ডাইভারসিটি হটস্পট।
সারা পৃথিবীতে অনেক গুলো বায়োডাইভারসিটি হটস্পট এর খোঁজ পাওয়া গেছে, এর সন্ধান করেছেন বিভিন্ন বিজ্ঞানীরা, পরিবেশবিদ, পরশুপরশুবিদ।

 জীব বৈচিত্রের সংখ্যা হ্রাস 

বায়ো ডাইভারসিটি বা জীব বৈচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল:
সারা বিশ্বের মধ্যে জীব বৈচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল মোট 34 রয়েছে।
তার মধ্যে ভারতে ও ভারতের কাছাকাছি অঞ্চল দেশ রয়েছে চারটি বায়ো ডাইভারসিটি অঞ্চল।
বায়োডাইভারসিটি হটস্পট গুলি হল -
1) পশ্চিমঘাট ভারতবর্ষের : পশ্চিম উপকূল বরাবর অরন্যের ঢাকা পাহাড়ি অঞ্চল।,পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়।
2) ইন্দো-বার্মা ভারতবর্ষের উত্তর পূর্ব অঞ্চল মেঘালয় ও অরুণাচল প্রদেশ ইন্দো-বার্মা বায়োডাইভারসিটি হটস্পট লক্ষ্য করা যায়
3)সুনন্দাল্যান্ড: ভারতবর্ষের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অঞ্চলের জীব বৈচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল অবস্থিত
4) পূর্ব হিমালয় দার্জিলিং সিকিম তরাই অঞ্চলের পূর্ব হিমালয়ের বায়োডাইভারসিটি হটস্পট দেখা যায়।

আমরা, কোন কোন উদ্ভিদ থেকে কি কি উপকার পেয়ে থাকে সে গুলি লেখ
উদ্ভিদের নাম
1.ধান, 2.বট, 3.নিম 4. 5. 6.
উপকার
1. 2. 3. 4. 5. 6.

আমরা কিছু কিছু প্রাণের কাছ থেকেও অনেক উপকার পেয়ে থাকি এস লেখার চেষ্টা করি আমরা কোন কোন প্রাণীর কাছ থেকে কি কি উপকার পেয়ে থাকি।
প্রাণীর নাম
1.তেচোখা মাছ 2 .সাপ 3.বাদুড় 4. 5. 6.
উপকার
1. 2. 3. 4. 5. 6.

নিচের কর্মপত্র টা তোমার পরিবারের বা পাড়ার কোন বয়স্ক ব্যক্তির  সাহায্যে ভর্তি করো

Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2
Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2
কর্ম
তোমার নাম স্থান তারিখ 1 তোমার এলাকায় আগে দেখা যেত অথচ এখন আর দেখা যায় না এরকম কয়েকটা উদ্ভিদের নাম লেখ
দই তোমার এলাকায় আগে দেখা যেত অথচ এখন আর দেখা যায় না এমন কয়েকটি প্রাণীর নাম লেখ 3 এইসব উদ্ভিদ বা প্রাণী প্রাণের হারিয়ে যাওয়ার পিছনে কি কি কারণ আছে বলে মনে হয় হারিয়ে যাওয়া উদ্ভিদ বা প্রাণীর নাম বট 123 হারিয়ে যাওয়ার কারণ কেটে ফেলা হচ্ছে 123
4 এইসব প্রাণী বা উদ্ভিদের হারিয়ে যাওয়ায় তোমাদের কি কোনো ক্ষতি হচ্ছে ক্ষতি হয়ে থাকলে সে গুলি কি কি তোমার এলাকায় আগে দেখা যেত না অথচ এখন দেখা যাচ্ছে এমন নতুন ধরনের কোন উদ্ভিদ ও প্রাণী কি এসেছে যদি এসে থাকে তাদের নাম লেখ 6 এই নতুন ধরনের উদ্ভিদ বা প্রাণীর তোমার এলাকায় আসার ফলাফল কি হতে পারে বলে মনে হয় কোন প্রাণী বা উদ্ভিদ এসেছে কি ক্ষতি বা লাভ হয়েছে শাক তোমার এলাকায় কোন প্রাণী বা উদ্ভিদের সংখ্যা কি হাসতে হাসতে কমছে তাদের নাম লেখ উদ্ভিদ প্রাণী হাট এইসব উদ্ভিদ বা প্রাণীর সংখ্যা কমার পেছনে কী কারণ থাকতে পারে বলে তোমার মনে হয় নয় তোমার এলাকার জীব বৈচিত্র রক্ষায় কি কি করা যেতে পারে নিচে লেখ 1234

Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Class 7  Part-2 

পৃথিবীর জীব বৈচিত্র হ্রাসের কারণ:
পৃথিবীর জীব বৈচিত্র বিভিন্ন কারণে পাচ্ছে ও পরিবেশের নিয়ম-শৃঙ্খলা ধরে রাখতে পারছে না পরিবেশের বিভিন্ন ধরনের বিপদ খাদ্যের অভাব বিভিন্ন

জীবের থাকার জায়গা ধ্বংস হওয়ার কারণ

1. কাঠের জন্য জঙ্গলের গাছ কেটে ফেলা।
2.
3.
4.

এমন যদি হয় কি হবে ভেবে দেখো তো
কাঠের যোগানের জন্য সুন্দরবনের পুরো জঙ্গল একদিন উধাও হয়ে গেলে.. . . . . ....................
..................................



এসো এবারে লিখে ফেলে অর্থনৈতিক গুরুত্ব আছে এমন কোন কোন জীবকে আমরা খুব বেশি মাত্রায় আমাদের কাজে লাগাচ্ছি


বজ্র ও মানব স্বাস্থ্যের ঝুঁকি

উপরে ছবিগুলোতে কোন কোন উৎস থেকে বজ্র বেরোচ্ছে তা নিজের ভাষায় লেখ

1........................................
2........................................
3........................................
4........................................
5........................................
6........................................ ।


উপরের ছবিগুলো দেখে তোমার নিশ্চয়ই বিভিন্ন বর্জ্য পদার্থের সঙ্গে পরিচিত হয়েছে এবার তোমার এলাকার মানচিত্র তৈরি করো

ওপরে বিভিন্ন উৎস থেকে কি কি বজ্র পদার্থ উৎপন্ন হয় তার তালিকা ও প্রকৃতি নির্ণয় করো

বিভিন্ন রোগ


Class 7 Poribesher Sonkot Udvid o Poribesher Songrokhon Evs & Science Part-2

A. দু-এক কোথায় প্রশ্নের উত্তর লিখ

1) বেনে বউ এর বর্ণনা দাও।
উত্তরঃ এটি একটি পাখি, হলুদ রঙের দেখতে, ইহার মাথা কালো রংএর, একে অনেকে হলুদ পাখি ও বলে।
2) একটি সাপের নাম লেখ ।
উত্তর: জলে থাকে ঢোরা সাপ ও স্থলে থাকে কেউকেটা।
3) মানুষ কোন প্রজাতির প্রাণী?
উত্তর- মেরুদন্ডী ও স্তন্যপায়ী প্রাণী।
4) কেঁচো কোন প্রজাতির প্রাণী অমেরুদন্ডী প্রাণী।
5) পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলের নাম লেখ।
উত্তর-সিকিম ,দার্জিলিং ইত্যাদি।
6) মেঘালয় কোন হটস্পট এর অন্তর্ভুক্ত?
উত্তর- উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ ।
7 )আমাদের দেশে ভারতবর্ষে কে জীব বৈচিত্রেরমই দিক দিয়ে বিচার করলে কি বলা হয়?
উত্তর- অতি বৈচিত্রের দেশ বা মেগাডাইভারসিটি দেশ বলা হয়।
8) পৃথিবীতে মোট কতগুলি জীব-বৈচিত্র দেশ আছে?
উত্তর- পৃথিবীতে মোট সতেরোটি জীব-বৈচিত্র দেশ আছে।
9) ভারতীয় ভূখণ্ডের পরিমাণ কত?
উত্তর- প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার।
10) সারা বিশ্বের কত শতাংশ উদ্ভিদজগৎ ভারতবর্ষে ভারতবর্ষের ভূখণ্ডে অবস্থিত?
উত্তর- 7%।
11) বনের রাজা কোন পশুকে বলা হয়?
উত্তর- বাঘ ।
12 ) শিল্প, কলকারখানা থেকে বায়ু, মাটি জল এবং শব্দ দূষিত হচ্ছে । এগুলি কোন প্রকৃতির দূষণ ?
উত্তর- কৃত্তিম বা মানুষ সৃষ্টি দূষণ।
13) পৃথিবীতে মোট কতগুলি জীব বৈচিত্রের গুরুত্বপূর্ণ অঞ্চল আছে এখনো পর্যন্ত?
উত্তর- প্রায় 34 টি ,তার মধ্যে কিছু হলে যেমন ভারত, চীন ,আমেরিকা ইত্যাদি ।
14) বাতাসে কার্বন ডাই অক্সাইড এর ভারসাম্যকে, কে বজায় রাখে?
উত্তর- উদ্ভিদ ও কিছু অণুজীব ।
15) প্রাণী প্রাণীর উপর নির্ভরশীল এমন একটি জীবের নাম লেখ ।
উত্তর- কেবলমাত্র মাংসাশী প্রাণী (যেমন বাঘ)।

B. সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখ ।
1) আম আপেল গাছ হলো( বিরুৎ/ গুল্ম /বৃক্ষ)।
উত্তর- বৃক্ষ।
2) টমেটো গাছ( বিরুৎ/ বৃক্ষ/গুল্ম)।
উত্তর -গুল্ম।
3) কুকুর, গরু (মেরুদন্ডী প্রাণী/ অমেরুদন্ডী প্রাণী/ উভয় প্রকৃতির প্রাণী)।
উত্তর- মেরুদন্ডী প্রাণী।
4) অমেরুদন্ডী প্রাণী হল (মাছ/ বিড়াল/কেনো)।
উত্তর- কেচো।
5) ভারতের আন্দামান-নিকোবর অঞ্চল( সুন্দরবন অঞ্চল /সুনন্দাল্যান্ড /সান্দাকফু )।
উত্তর- সুনন্দাল্যান্ড।
6) ভারতের ভূখন্ডে প্রায় (1/4  / 1/5 1 / 1/6 )অংশ অরন্যের দিয়ে ঢাকা।
উত্তর একের পাঁচ অংশ(1/5) ।
7)(সালফিউরিক অ্যাসিড /অপচয় জল/ গরম জল)  জল দূষণ ঘটায়।
উত্তর- সালফিউরিক অ্যাসিড।
8) বাঘের অস্তিত্ব সংকটের মুখে এর একটি অন্যতম কারণ হলো (পুরনো গাছ কেটে নতুন গাছ লাগানো/ জঙ্গলের মধ্যে বাঘের খাদ্যের অভাব /মানব জাতি তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য বন জঙ্গল সাফ করার জন্য )।
উত্তর- মানবজাতি তার সুখ-স্বাচ্ছন্দ্যের জন্য বন জঙ্গল সাফ করা।
9) পেঙ্গুইন (শীতল/ উষ্ণ /নাতিশীতোষ্ণ) জলবায়ু তে বসবাস করে।
উত্তর- শীতল জলবায়ুতে বসবাস করে।
10) গঙ্গার শুশুক ডলফিন বিপন্ন হচ্ছে কারণ ( অনেক বেশি পরিমাণে করার জন্য / জলের মধ্যে খাদ্যের অভাব থাকার জন্য / শিল্প ও কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক ক্ষতিকারক দূষিত পদার্থ গঙ্গার জলে ভেসে দূষিত হওয়ার জন্য)।
উত্তর- শিল্প ও কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক পদার্থকে এসেছে তার কারণে।
11) জীব বৈচিত্র দেখতে পাওয়া যায় জাপানের মেগনেটিব পাওয়া যায় ( হিমালয় /  অরুণাচল / কাঞ্চনজঙ্ঘা)।
উত্তর- হিমালয়।
12) গত পাঁচ বছরে (700/ 784/ 772 ) পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে বিভিন্ন জীব ।
উত্তর -784।
13) বর্তমানে (14 হাজার / 15 হাজার/  15500) টি প্রজাতি ধ্বংসের মুখে সারা পৃথিবীতে।
উত্তর 15500।
14 বাড়ির বজ্র পদার্থ হল( ফলের খোসা/  শাকসবজি অংশবিশেষ/  ব্যান্ডেজ )।
উত্তর- শাকসবজির অংশবিশেষ।
15) ব্যবহৃত ইনজেকশনের ছুঁচ হল (বাড়ির আবর্জনা / স্কুলের আবর্জনা/  হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা)।
উত্তর- হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্রের আবর্জনা।

 Evs & Science Class 7  Part-2 

C.বাম দিক ডান দিক মেলা
1. কচি পাতা ও ঘাস
2. বক
3. কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড
4. শিম্পাঞ্জি
5. কলা ভালুক
6. বনের জীব জন্তু শিকার সিঙ্কোনা
8.জ্বালানি রূপে
9. তরাই অঞ্চল
10. মাছ
ডান দিক
a. বনজঙ্গল
b. চোরাশিকার
c. বনের ডালপালা ও শুকনো কাঠ
d. জলের মেরুদন্ডী প্রাণী
e. বায়ু
f. পূর্ব হিমালয়
g. হরিণ
h. অস্ট্রেলিয়া
i. মাছ
j. কুইনাইন

উত্তর-
1➡g
2➡i
3➡e
4➡a
5➡h
6➡b
7➡j
8➡c
9➡f
10➡d।

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post