Norohori Das | Norohori Das by Upendrokishor Ray Choudhuri | Bangla Patabahar Class- 4 Norohori Das Part - 2 | নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তর পর্ব 1 থেকে 12 সমস্ত প্রশ্নের উত্তর

Norohori Das by  Upendrokishor Ray Choudhuri | Bangla Patabahar Class- 4
Norohori Das by  Upendrokishor Ray Choudhuri | Bangla Patabahar Class- 4
আজকে আমরা নিয়ে এসেছি তোমাদের উদ্দেশ্যে চতুর্থ শ্রেণীর বাংলা পাতাবাহার বই এর দ্বিতীয় অধ্যায় Norohori Das by  Upendrokishor Ray Choudhuri | Bangla Patabahar Class- 4 Norohori Das Part - 2 | নরহরি দাস গল্পের প্রশ্ন উত্তর পর্ব 1 থেকে 12 সমস্ত প্রশ্নের উত্তর এখানে আমরা 1 থেকে 12 দাগ এর সমস্ত প্রশ্ন উত্তর সহজ-সরল ভাষায় সমাধান করে দিয়েছি. যদি তোমরা আগের পার্টি দেখে না থাকো তাহলে নিচে দেওয়া লিংকে গিয়ে আগের পার্টি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ে নাও.

$ads={1}

Norohori Das by  Upendrokishor Ray Choudhuri | Bangla Patabahar Class- 4 

{tocify} $title={Table of Contents}

১. উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা তোমার প্রিয় একটি বইয়ের নাম লেখ। 

উত্তরঃ  ওপেন দ্র কিশর রায়চৌধুরীর লেখা আমার প্রিয় বইটি নাম হল টুনটুনির বই। 

২. তার লেখা গল্প অবলম্বনে তৈরি কোন সিনেমা তুমি দেখেছো? 

উত্তরঃ  তার লেখা গল্প অবলম্বনে তৈরি গুপী গাইন বাঘা বাইন সিনেমাটি আমি দেখেছি

৩. একটি বাক্যে উত্তর দাও

৩.১ হ্যাঁ গো তুমি কি খাও ছাগলছানা স্যারকে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? 
উত্তরঃ   ছাগলছানা স্যার কে ভেবেছিল ওটাও একটা ছাগল। 
৩.২ গল্পে বাগ হল শিয়ালের মামা আর নরহরি দাস নিজেকে কার মামা দাবি করল? 
উত্তরঃ   নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করল। 
৩.৩ ছাগলছানা স্যারের সঙ্গে কেন বনে বনে গিয়েছিল?
উত্তরঃ   ছাগলছানা স্যারের সঙ্গে অনেক ভালো ভালো কচি ঘাস খাওয়ার উদ্দেশ্যে বনে গিয়েছিল । 
৩.৪ ছাগলছানা সেদিন রাত্রে কেন বাড়ি ফিরতে পারেনি?
উত্তরঃ   ছাগলছানা সেদিন রাত্রে বাড়ি ফিরতে পারেনি কারণ সে অনেক বেশি ঘাস খেয়ে পেট ভারী করে ফেলেছিল। 
৩.৫ অন্ধকারের শিয়াল ছাগল ছানা কে কি মনে করেছিল? 
উত্তরঃ   অন্ধকারে সিরিয়াল ছাগলছানা কে রাক্ষস রাক্ষস মনে করেছিল। 
৩.৬ বাঘ শিয়াল কে ফিরতে দেখে আশ্চর্য হয়েছিল কেন? 
উত্তরঃ  বাঘ শিয়াল কে ফিরতে দেখে আশ্চর্য হয়ে ছিল কারণ বাঘ মামার কাছে শিয়াল এইমাত্র নেমন্ত্রণ খেয়ে গিয়ে আবার ফিরে এসেছিল বলে। 
৩.৭ সিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? 
উত্তরঃ  শিয়াল কে ফেলে বাগ পালাবে না এই শর্তে বাঘের সঙ্গে ফিরে যেতে চেয়েছিল। 
৩.৮ ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মানল? 
উত্তরঃ   ছাগলছানা অন্ধকারে লুকিয়ে শিয়ালকে ধমক দিয়ে বলেছিল, "তোকে দশটা বাঘের দাম দিলাম, অথচ আমার খাবার জন্য একটা বাঘ  বেঁধে আনলি কেন এই কথা শুনে প্রাণ ভয়ে বাঘ পালিয়ে গিয়েছিল এভাবে ছাগলের বুদ্ধির কাছে ভাগ হার মানলো। 

$ads={2}

Bangla Patabahar Class- 4 

8. নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো.

য়া ন ভ ক,
উত্তরঃ  ভয়ানক
শ র্ব স না, 
উত্তরঃ  সর্বনাশ
ত রা রা সা, 
উত্তরঃ  সারারাত
র ন্ধ অ কা, 
উত্তরঃ  অন্ধকার
ম ণ নি ন্ত্র, 
উত্তরঃ  নিমন্ত্রণ
না গ ল ছা ছা। 
উত্তরঃ  ছাগলছানা

৫. নিজের ভাষায় বাক্য সম্পূর্ণ করো:

৫.১ যেখানে মাঠের পাশে বোন আছে....... 
উত্তরঃ   যেখানে মাঠের পাশে বন আছে, সেই বনের ধারে মস্ত পাহাড়ের গর্ভের ভিতরে থাকত একটা ছাগলছানা। ৫.২. সেই বনের ভিতরে...... 
উত্তরঃ   সেই বনের ভিতরে অনেক সবুজ ঘাস ছিল।
৫.৩. ছাগলছানাটা......... 
উত্তরঃ   ছাগলছানাটা ছিল ভীষণ বুদ্ধিমান।
৫.৪. বাঘ শিয়ালকে................ 
উত্তরঃ   বাঘ শিয়ালকে বেশ করে নিজের লেজের সঙ্গে বেঁধে নিল।।
৫.৫. বাঘ ভাবে.................. 
উত্তরঃ  বাম ভাবে তার পিছনে বুঝি নরহরি দাস ছুটে আসছে, তাই সে আরও বেশি করে ছুটতে লাগল।

Norohori Das Part - 2 

৬. একই অর্থের শব্দ পাশের শব্দঝুড়ি থেকে খুঁজে নিয়ে পাশাপাশি লেখো :

বন, ছাগল, আশ্চর্য, সাজা, তৃণ। 
শব্দঝুড়ি— অবাক, ঘাস, অজ, শাস্তি, জাল। 
বন:
উত্তরঃ  বন–জল। 
ছাগল:
উত্তরঃ  ছাগল—অজ। 
আশ্চর্য:
উত্তরঃ  আশ্চর্য অবাক। 
সাজা:
উত্তরঃ  সাজা— শাস্তি। 
তৃণ:
উত্তরঃ  তৃণ- ঘাস। 

৭. বর্ণবিশ্লেষণ করে নীচের ফাঁকা ঘরগুলি ভরতি করো :

$ads={1}


৮. 

৯. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করো :

৯.১. গর্ভে থাকত একটা ভিতরে ছাগলছানা
উত্তরঃ  গর্তের ভিতরে থাকত একটা ছাগলছানা।
৯.২. কড়ি বাঘের দশ দিলুম তোকে
উত্তরঃ  ৯.২. তোকে দিলুম দশ বাঘের কড়ি।
৯.৩. কিছুতেই আর গেল রাগ সেনা। 
উত্তরঃ  সে রাগ আর কিছুতেই গেল না।
৯.৪. লাফেই দুই তুমি তাহলে পালাবে তো
উত্তরঃ  তাহলে তুমি তো দুই লাফেই পালাবে।
৯.৫. সারারাত সারা করে ছুটোছুটি এমনি করে এল
উত্তরঃ  এমনি করে সারারাত ছুটোছুটি করে সারা হল।

১০. বাক্যরচনা করো :

মস্ত- আমি সেদিন এক মস্ত বড় গাছ দেখেছিলাম
জন্তু- পৃথিবীতে জীবজন্তুর পরিমাণ দিন দিন কমে যাচ্ছে.
চমৎকার- ছেলেটি চমৎকার কাজ করে দেখালো যেটাতে কখনো কেউ ভাবতে পারেনি.
বুদ্ধিমান- পৃথিবীতে সকল ব্যক্তি বুদ্ধিমান হয় না.
নিমন্ত্রণ- আমার বন্ধু তার জন্মদিনে আমাকে নিমন্ত্রন করতে এসেছিল.

১১. এলোমেলো ঘটনাগুলিকে সাজিয়ে লেখো:

ছাগলছানাটা ভারি বুদ্ধিমান ছিল, সে বললে, ‘পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস।
সকালে ছাগলছানা বাড়ি ফিরে এল। খেয়ে তার পেট এমন ভারী হলো যে, সে আর চলতে পারে না।
সেদিন রাতে একটা গর্ভের ভিতরে একটা ছাগলছানা থাকল।
সে শুনে বাঘ পঁচিশ হাত লম্বা এক- এক লাফ দিয়ে শিয়ালকে সুদ্ধ নিয়ে পালাল।
একথা শুনে ষাঁড় তাকে নিয়ে বনে গেল। 
সেই গর্তটা ছিল এক শিয়ালের।
বাঘ তো শিয়ালকে বেশ করে লেজের সঙ্গে বেঁধে নিয়েছে।
ছাগলছানা ষাঁড়ের সঙ্গে বনে যেতে চাইল।
শিয়াল ফিরে এসে গর্তের ভিতরে কে ঢুকেছে তা জানতে চাইল।
শিয়াল গেল বাঘের কাছে নালিশ জানাতে। • শিয়াল বাঘের সঙ্গেও সেই গর্ভের কাছে যেতে ভয় পাচ্ছিল।
ছাগলছানা বলল – ‘দূর হতভাগা! তোকে দিলুম দশ বাঘের কড়ি এক বাঘ নিয়ে এলি লেজে দিয়ে দড়ি। 

$ads={2}

১২. নীচের প্রশ্নগুলির উত্তর লেখো এই গল্পে কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে? তোমার এমন মনে হওয়ার কারণ কী?

১২.১ এই গল্পের কাকে তোমার বুদ্ধিমান বলে মনে হয়েছে এবং এমন মনে হওয়ার কারণ কি? 
উঃ এই গল্পে ছাগলছানাকে আমার বুদ্ধিমান মনে হয়েছে। এই গল্পে ষাঁড়, শেয়াল আর বাঘের কাছে একটি ছাগলছানা খুবই তুচ্ছ প্রাণী। কিন্তু ওই ছাগলছানার প্রবল বুদ্ধি ছিল বলে বনে শেয়ালের গর্ভে রাত কাটিয়েছে। আবার তার ওপর আক্রমণের উদ্দেশ্যে আসা শেয়াল ও বাঘ একসজ্যে যেভাবে
প্রাণভয়ে ছুটে পালিয়েছে তা শুধুমাত্র ছাগলছানার বুদ্ধির জোরেই।
খুব সহজে কাত এবান দান করল। আর মনের সুখে সেখান থেকে উড়ে চলে গেল।
 
 Link- Norohori Das Part - 1 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post