Norohori Das Class 4 Bangla Patabahar Part 1 | নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পাতাবাহার চতুর্থ শ্রেণি বাংলা পর্ব ১

Norohori Das Class 4 Bangla Patabahar  Part 1
Norohori Das Class 4 Bangla Patabahar  Part 1

Norohori Das Class 4 Bangla Patabahar  Part 1

নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পাতাবাহার চতুর্থ শ্রেণি বাংলা পর্ব ১

Class 4 Bangla Patabahar Norohori Das 

চতুর্থ শ্রেণি বাংলা পাতাবাহার নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

নরহরি দাস 
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,লেখক পরিচিতি: বিখ্যাত শিশুসাহিত্যিক ছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 

তিনি জন্মগ্রহণ করেছিলেন 1863 খ্রিস্টাব্দে বাংলাদেশের এক গ্রামে। তিনি সেই সময় লক্ষ্য করেছিলেন যে শিশুদের জন্য সেরকম কোন বইয়ের সন্দেহ পাওয়া যায়না ও শিশুদের পড়াশোনা ও মজার গল্প ছড়া রচনা ও কবিতা ছন্দে ছন্দে কবিতা এই সমস্ত গুলো বড়ই অভাব দেখা যায় তাই সেই সমস্ত অভাব মোচন rytrtt তার মধ্যে কিছু বিশেষ উল্লেখযোগ্য বই হল যেমন গুপী গাইন বাঘা বাইন মহাভারত টুনটুনির বই ইত্যাদি খুবই জনপ্রিয় এছাড়াও রয়েছে তার নরহরি দাস মেঘের মুলুক। 
তার সাহিত্যের ভাবাপন্ন ও লিখনের এতই জনপ্রিয় হয়েছিল যে তাকে শিশু সাহিত্য সম্রাট বলেও আখ্যা দেওয়া হয়। 
এই মহান লেখক কোন1 915 খ্রিস্টাব্দে কুড়ি ডিসেম্বর মৃত্যুবরণ করেন মাত্র 52 বছর বয়সে। 
আর আজকে তার লেখা গ্রন্থ গুলির মধ্যে আমরা ছোট একটা গল্প পড়তে চলেছে তা হল নরহরি দাস চতুর্থ শ্রেণীর পাঠ্য পুস্তকের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পার্থ হিসাবে গণ্য স্থান দিয়েছেন। 
তোমরা সকলেই পাঠ্যপুস্তক এর পার্টি ভালো করে মন দিয়ে দু'তিনবার পড়বে এবং অর্থসহ বোঝার চেষ্টা করবে। 
আমরা তোমাদের সুবিধার্থে এর জন্য সারসংক্ষেপ অর্থাৎ বিষয়বস্তু আলোচনা করে দিয়েছি নিচে একবার ভালো করে মন দিয়ে পড়ে নাও। 
Norohori Das Class 4 Bangla
Norohori Das Class 4 Bangla
সারসংক্ষেপ:  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী রচিত নরহরি দাস গল্প একটি বাঘ একটি শিয়াল ও ছাগল ও ছাগল ছানার তাদেরকে নিয়ে গল্পটি রচিত হয়েছে। মাঠের ধারে একটি বোন ছিল আর সেই বনের মধ্যে একটি ছাগল থাকতো ছোট থেকেই তার মা তাকে সেই বনের মধ্যে থাকা একটি গর্তে তাকে রেখে দিত। সেই ছাগলছানা ডাকে তার মা বলে যেত সে যেন ওই গর্ত থেকে না বের হয় তা নইলে তাকে বিভিন্ন হিংস্র পশু মেরে ফেলবে এবং খেয়ে নেবে হিংস্র পশু যেমন বাঘ সিংহ ভালুক এদের নাম করে তাকে সে গুহা থেকে বের হতে নিষেধ করত অবশেষে একদিন ছাগলছানা গর্তের বাইরে বের হয়ে এলো এবং  সে দেখল যে বাইরের একটি পশু কি যেন খাচ্ছে সে কাছে গিয়ে দেখল শেখাচ্ছে এবং তাকে দেখে সেও ঘাস খেতে লাগলো সে জিজ্ঞাসা করলো যে তার মায়ের তো এত বড় শিং নেই তখন ওই পশুটি বলল তার মায়ের থেকে দেড় গুণ ও ভালো ভালো ঘাস খেয়ে থাকে তার জন্য সে এত বড় ও তার সিংহ এত বড়। 
এই কথা শুনে ছাগলছানা টি তার মত হওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং কিভাবে হবে সেই পরামর্শ চেয়ে তার কাছ থেকে নেয়। স্যার স্যার টি বলে তার সঙ্গে আসতে ও আরো ভালো কচি ঘাস খেতে চলে গেল স্যারের সঙ্গে জঙ্গলে এবং সেই জঙ্গলে গিয়ে ঘাস খেতে খেতে বেলা শেষ হয়ে এল ও সার সে বাড়ি চলে আসে কিন্তু ছাগলছানা টি এতই খাবার খেয়ে নিয়েছ যে আর সে নড়াচড়া করতে পারছে না ও হাঁটতে অত্যান্ত অসুবিধা আছে তাই সে বলল আজকে বাড়ি যাবে না পরেরদিন সকালে সে বাড়ি যাবে। এই কথা বলেই বই ছাগলছানা টি শেয়ালের গর্তে ঢুকে পরল রাতে সিরিয়াল তার মামা বাঘের বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে যখন সে বাড়ি ফিরল এবং তার অন্ধকার গর্তের ভিতরে ছাগলছানা কে চিনতে না পেরে ভাবল হয়ত রাক্ষস হবে। শেয়াল তার গর্তের বাইরে থেকে জিজ্ঞাসা করল গর্তের ভিতর কে রয়েছে তখন ছাগলছানা ভয়ংকর উচ্চ স্বরে বলল আমি নরহরি দাস সিংহের মামা 50 ভাগের এক গ্রাস। 
Norohori Das Class 4 Bangla
নরহরি দাস উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

এই কথা শুনে সিরিয়াল ভয়ঙ্কর ভয় পেলো এবং ছুট্টে চলে গেল তার মামার বাড়িতে অর্থাৎ বাঘের বাড়িতে এবং সেখানে গিয়েছে সমস্ত ঘটনা বলল ও তার সঙ্গে আসার জন্য অনুরোধ জানালো ভাগ্যে শুধু তাই নয় বলল যে তাকে যেন তার নিজের সঙ্গে বেঁধে নেওয়া হয় যাতে দৌড়াতে সুবিধে হয়। অবশেষে সেই বাঘ ও শিয়াল দুজনে গুহায় এসে উপস্থিত হয় এবং যখন গর্তের কাছে চলে আসে ও জিজ্ঞাসা করে ওখানে কে তখন ছাগলছানা টি আবার বলে যে আমি তোমায় বললাম আমি নরহরি দাস সিংহের মামা 50 বাঘের এক গ্রাস, আর বলল যে তুমি আমাকে ভয় দেখানোর জন্য এই বাঘ কে নিয়ে এসেছ এ আমার কি করবে এই কথা শুনে বাঘ ভয়ঙ্কর দৌড় দিল এবং সেটাও উল্টোদিকে জোরে ছুটতে লাগল সে আছাড় খেতে খেতে চলছে বাঘের লেজ এর সঙ্গে কেননা বাঘের লেজে বাধা রয়েছে শিয়ালটি। শিয়ালটি আঘাত খেতে খেতে সে আধমরা হয়ে যায় বাঘের সঙ্গে লেজটি বেঁধে ভয়ঙ্কর ভুল করেছে ভুল করেছে সেটা সে পরে বুঝতে পারল আর শিয়াল বাঘের উপর অনেক রেগে যায়। 
পরেরদিন সকালবেলায় ছাগলছানা গর্ত থেকে বের হয়ে যায় এবং শিয়ালের গর্ত ছেড়ে তার মায়ের কাছে চলে আসে।
 Link Another Lesson of Bangla  

Amar Gonit | Ager Pora Mone Kori | Class 4 Math Lesson 1 | আমার গণিত | আগের পড়া মনে করি | চতুর্থ শ্রেণি প্রথম অধ্যায় | গণিত

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post