মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২ |
মাধ্যমিক বাংলা সাজেশন ২০২২
Madhyamik Bengali Suggestion 2022
WBBSE Class 10 Bengali Suggestion
2021-2022 Test Paper's Bengali Suggestion
১) “ছড়ানো রয়েছে কাছে দূরে”- কী ছড়ানো রয়েছে?
উত্তর- শঙ্খ ঘোষের 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় নিষ্পাপ মানবশিশুর শবদেহ বা মৃতদেহ ছড়ানো রয়েছে কাছে দূরে।
২) “আমাদের ইতিহাস নেই”– একথা কেন বলা হয়েছে?
উত্তর-এখানে কবি ইতিহাস বিস্মৃত হওয়া জাতির কথা বলেছেন। যারা নিজেদের অতীত ঐতিহ্য ও মূলস্রোত থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই কবি বলেছেন 'আমাদের ইতিহাস নেই'।
৩) ‘আমরা ভিখারী বারোমাস” — একথা বলার কারণ কী?
উত্তর-সাম্রাজ্যবাদী রাষ্ট্রশক্তি পারস্পরিক যুদ্ধে আধিপত্য বিস্তারের জন্য সাধারণ মানুষের জীবন বিপন্ন করে।একারনেই সাধারণ মানুষ আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিখারিতে পরিণত হয়।তাই কবির ভাষাই আমরা ভিখারি বারোমাস ।
৪) হিমানীর বাঁধ বলতে কবি কী বুঝিয়েছেন?
উত্তর-আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় পায়ে পায়ে হিমানীর বাঁধ বলতে বোঝানো হয়েছে সাধারণ মানুষের জীবনের চলার পথে নানান বাধা ও বিপত্তি প্রতিমুহূর্তে বরফের দেয়ালের মতো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় এবং সাধারণ মানুষের জীবনে চলার পথে এসব বাধা, বিপত্তিকে হিমানীর বাঁধের সঙ্গে তুলনাকরা হয়েছে।
৫) “তোমার ভাষাহীন ক্রন্দন” – ক্রন্দন কেন ভাষাহীন ছিল?
উত্তর-আপন সত্ত্বার রহস্য উন্মোচনে মগ্ন আফ্রিকা হঠাত সাম্রাজ্যবাদীদের দ্বারা আক্রান্ত হলে আফ্রিকা ভাষাহীন ক্রন্দনে কেঁদে উঠেছিল ।
৬) “রুদ্র সমুদ্রের বাহু” – সমুদ্রকে ‘রুদ্র’ বলা হয়েছে কেন?
উত্তর-সৃষ্টিলগ্নে পৃথিবীর ভৌগোলিক উপাদানগুলি ততটা পূর্ণ হয়ে ওঠেনি , সমুদ্রও উত্তাল ছিল । তাই তীব্র ঊর্মিমালা মুখর সমুদ্র ছিল রুদ্র ।
৭) কীভাবে ‘ভীষণ’ কে বিদ্রূপ করেছিল?
উত্তর-
৮) ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে’ — ওরা কারা?
উত্তর-
৯) আফ্রিকা কে ছায়াবৃতা বলার কারণ কী?
উত্তর-
৯) “হাসিবেন মেঘবাহুন”–‘মেঘবাহন’ কে?
উত্তর-
১০) ‘তব শরে মরিয়া বাঁচিল’-কে, কার শরে মরে বেঁচেছিল?
উত্তর-
১১) ‘হায়, বিধি বাম মম প্রতি’ – বক্তার এমন মন্তব্যের কারণ কী?
উত্তর-
১২) ‘ছদ্মবেশী অম্বরাশি সুতা’ — কেন ইন্দ্রজিতের কাছে এসেছিল।
উত্তর-
১৩) প্রমীলা কে / কুম্ভকর্ণ কে?
উত্তর- মাইকেল মধুসূদন দত্তের "অভিষেক"-কবিতার উদ্ধৃতাংশে প্রমিলা হলেন মেঘনাদের স্ত্রী বা অর্ধাঙ্গিনী ।
কুম্ভকর্ণ হলেন রাবনের ভ্রাতা যাকে অকালে জাগানো হয়েছিল।
১৪) “ধ্বংস দেখে ভয় কেন তোর” — কবি এ প্রশ্ন কাদের উদ্দেশ্যে করেছেন?
উত্তর-কবি যে ধ্বংসের কথা বলেছেন, সেই মহাকালের ভয়ংকর ধ্বংসলীলার মধ্যেও নবসৃষ্টির বীজ লুকিয়ে থাকে। সেইজন্যই কবি এই ধ্বংস দেখে ও তরুণ সমাজকে ভয় করতে বারন করেছেন।
১৬) বধুরা কেন প্রদীপ তুলে ধরবে?
উত্তর-ভয়ংকর বেশে আগত সুন্দর বা নতুনকে বরণ করার জন্য বধূরা প্রদীপ তুলে ধরবে ।
১৭) প্রলয় বহন করে ও হাসির কারণ কী?
উত্তর-প্রলয় বহন করেও হাসির কারণ হল প্রলয়ের মধ্যেই সৃষ্টির উল্লাস বা আনন্দ পাওয়া ।
১৮) ‘অন্ধকূপ’ কী?
উত্তর-কবি নজরুল ইসলাম তার ‘ প্রলয়োল্লাস ‘ কবিতায় ‘ মৃত্যু – গহন অন্ধকূপ ’ বলতে পরাধীন ভারতবর্ষকে বুঝিয়েছেন ।
১৯) দিগম্বরের জটায় কে হাসে?
উত্তর- দিগম্বরের জটায় হাসে শিশু-চাদের কর ।