Model Activity Task February 2022 Class 4 Swaasthya o Sarir Shiksha Part- 2 |
Model Activity Task February 2022 Class 4 Swaasthya o Sarir Shiksha Part- 2
February 2022 Class 4 Swaasthya o Sarir Shiksha Part- 2
Class 4 Swaasthya o Sarir Shiksha Part- 2
Swaasthya o Sarir Shiksha Part- 2 February 2022
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা
পূর্ণমান 15
১। বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে চিহ্ন দাও ঃ ক) কোনটি চোখের রোগ
(i) পাইরিয়া
(ii) গলগন্ড
(iii) রক্তস্বল্পতা
(iv) আঞ্জনি
উত্তর (iv) আঞ্জনি
খ) চোখের রোগ থেকে বাঁচতে প্রতিদিন কি খেতে হবে
(i) বেগুন ও আয়োডিন যুক্ত লবন
(ii) লাল নোটে শাক গাজর পেঁপে
(iii) ভিটামিন ডি
(iv) ভিটামিন সি
উত্তর (ii) লাল নোটে শাক গাজর পেঁপে
গ) শিশুদের কৃমি হলে কি ক্ষতি হয়
(i) রাতকানা রোগ
(ii) রক্তল্পতা
(iii) মাপ
(iv) মেধা ধিক
উত্তর (ii) রক্তল্পতা
ঘ) চোখ থেকে কত দূরে বই রেখে পড়া উচিত
(i) ১ ফুট
(ii) ১ ইঞ্চি
(iii) ১ মিটার
(iv) ৩ মিটার
উত্তর (i) ১ ফুট
ঙ)ছোট শিশুদের হাতের কাজ থেকে কোন কোন জিনিস দূরে রাখা উচিত
(i) বই খাতা
(ii) তীর ধনুক গুলি ডান্ডা জলের বোতল
(iii) তীর ধনুক ছুরি-কাঁচি বাটি
(iv) টিভি ও আলমারি
উত্তর (ii) তীর ধনুক গুলি ডান্ডা জলের বোতল
চ) 'পাইরিয়া' রোগটি কোন অঙ্গের রোগ
(i) নাক
(ii) দাঁতের মাড়ি
(iii) ত্বক
(iv) জিভ
উত্তর (ii) দাঁতের মাড়ি
ছ) কী ঘটলে কানের পর্দা ফেটে যেতে পারে
(i) আঘাতজনিত কারণে
(ii) অতিরিক্ত বায়ু চাপে
(iii) সমুদ্রের গভীর জলের তলদেশে প্রবেশ করলে
(iv) সব কয়টি ক্ষেত্রে
উত্তর (iv) সব কয়টি ক্ষেত্রে
Model Activity Task February 2022 Class 4 English Fully Solved
২। নিচের প্রশ্নগুলির যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও:(ক) দাঁতের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি বর্ণনা করো।
উত্তর দাঁতের যত্ন : ১) দন্তক্ষয় রোগ প্রতিরোধের জন্য নিয়মিতভাবে দত্ত বিশেষজ্ঞের দ্বারা দাঁত পরিষ্কার করানো এবং মুখগহ্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা উচিত।
২) সকালে ঘুম থেকে উঠে ও রাতে শোয়ার আগে প্রতিদিন মাজন বা পেস্ট দিয়ে অবশ্যই দাঁত মাজা উচিত।
৩) পরিমিত মাত্রায় সোডিয়াম ফ্লোরাইডের ব্যবহার করা উচিত।
৪) A–BC ভিটামিনযুক্ত খাদ্য গ্রহণ করা উচিত।
৫) দন্তমল নিয়মিত পরিষ্কার করা উচিত।
৬) অ্যান্টিবায়োটিক গার্গল ব্যবহার করা উচিত।
৭) নিয়মিত দাঁতের পরিচর্যা করা উচিত।
(খ) ত্বকের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি তালিকাভুক্ত করো।
উত্তর ত্বকের যত্ন ১) উষ্ণ জলে স্নান করতে হবে।
২) তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার-পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত।
৩) যাদের চর্ম শুষ্ক তারা ক্রিম ব্যবহার করবে।
৪) প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার। সূতির পোশাক স্বাস্থ্যকর।
৫) চর্মের স্বাস্থ্য বজায় রাখার জন্য জীবাণুনাশক তরল দিয়ে স্নান করা দরকার।
৬) চর্মের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখার জন্য পুষ্টিকর ও সুষম খাদ্য গ্রহণ করা উচিত।
(গ) চোখের যত্ন নেওয়ার পদ্ধতি গুলি তালিকাভুক্ত করো।
উত্তর চোখের যত্ন : ১) দিনে অন্তত চার থেকে পাঁচবার পরিষ্কার জল দিয়ে চোখ পরিষ্কার করা উচিত।
২) অন্যের ব্যবহার করা রুমাল বা তোয়ালে ব্যবহার করা উচিত নয়।
৩) চোখের ভিতরে কোনো ময়লা বা ধুলো পড়লে পরিষ্কার জল বা কাপড় দিয়ে পরিষ্কার করা উচিত।
৪) রাতে পড়ার সময় বইয়ের উপর পিছন থেকে কাঁধের উপর দিয়ে যাতে যথেষ্ট আলো আসে সেদিকে দৃষ্টি দিতে হবে।
৫) চোখ থেকে অন্তত এক ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত।
৬) অন্যের চশমা ব্যবহার করা উচিত নয়।
৭) অল্প আলোতে কাজ করা উচিত নয়।
৮) TV-র পর্দা থেকে অন্তত তিন মিটার দেখা উচিত।
৯) ধোঁয়া চোখের পক্ষে ক্ষতিকারক।