Model Activity Task February 2022 Class 5 Amader Poribesh Part- 2 |
Model Activity Task February 2022 Class 5 Amader Poribesh Part- 2
Class 5 Amader Poribesh Part- 2 Model Activity Task
February 2022 Class 5 Model Activity Task Amader Poribesh Part- 2
Amader Poribesh Part- 2 Class 5 Model Activity Task February 2022
মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি আমাদের পরিবেশ পূর্ণমান : ১৫
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
পঞ্চম শ্রেণি
আমাদের পরিবেশ।
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি নির্বাচন করো :১.১ মাটির একটি স্বাভাবিক উপাদান হলো
(ক) প্লাস্টিকের কুচি(খ) অ্যালুমিনিয়ামের টুকরো
(গ) কাগজের কুচি
(ঘ) ঘাসের টুকরো
উত্তর-(ঘ) ঘাসের টুকরো
১.২ নীচের যেটির জল ধরে রাখার ক্ষমতা সবচেয়ে বেশি সেটি হলো -
(ক) এঁটেল মাটি
(খ) বেলে মাটি
(গ) দোআঁশ মাটি
(ঘ) ইটের টুকরো
উত্তর- (ক) এঁটেল মাটি
১.৩ নীচের যেটির সাহায্যে মাটির নমুনাকে পরীক্ষা করা যায় সেটি হলো -
(ক) আয়না
(খ) স্টেথোস্কোপ
(গ) আতশকাচ
(ঘ) দূরবিন
উত্তর- (গ) আতশকাচ
২. একটি বাক্যে উত্তর দাও :
২.১ একটি রাসায়নিক পদার্থের নাম লেখো যা জল শোধনে ব্যবহার করা হয়।
উত্তর- একটি রাসায়নিক পদার্থের নাম হল পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল সংশোধনে ব্যবহার করা হয়।২.২ তোমার চেনা একটি রাসায়নিক বিক্রিয়ার কথা লেখো।
উত্তর- আমার জানার মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া হলো দুধে লেবুর রস মেশান দুধ ছানা তৈরি হয়ে যায়।২.৩ বৃষ্টির জল ধরে সেই নিয়ে করা যাবে এমন একটি কাজের কথা লেখো।
উত্তর- বৃষ্টির জল ধরে সেই জল দিয়ে বাড়ির মধ্যে লাগানো ছোট ছোট ফুল গাছ ও সবজি গাছে জল দেওয়া হয়।৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ পলিথিনের টুকরো কীভাবে মাটির ক্ষতি করে?
উত্তর- পলিথিন একটুকরো মাটির পক্ষে ক্ষতিকারক পদার্থ কারণ ইহা মাটিতে পড়ে গিয়ে পচে না ও মাটিকে তার প্রয়োজনীয় পদার্থের সরবরাহে বাধ্য করে তাই ইহা মাটির পক্ষে ক্ষতিকারক।৩.২ কী কী উপায়ে মাটির উর্বরতা বাড়ানো যায়?
উত্তর- মাটির উর্বরতা বাড়ানোর বাড়ির খড় পচা, গোবর সার দিয়ে জমির উর্বরতা কে বাড়ানো যায়।এছাড়া বর্তমানে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে জমির উর্বরতা কে বাড়ানো যায়।
৩.৩ কী ধরনের মাটি ধান চাষের পক্ষে ভালো?
উত্তর- দোয়াস মাটিতে ধান চাষ খুব ভালো হয় কারণ ধান চাষের পক্ষে অনেক জলের প্রয়োজন আর দোয়াসদোয়াস মাটি জল ধরার ক্ষমতা বেশি তাই দোয়াস মাটি ধান চাষের পক্ষে উপযুক্ত মাটি.৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
১)পুকুরে কোন নোংরা আবর্জনা ফেলা যাবে না .
২) পুকুরে কোন গবাদিপশুকে স্নান করানো যাবেনা.
৩) পুকুরে কোন কলকারখানার নোংরা আবর্জনা ও বিষাক্ত পদার্থ খেলা যাবে না.
৪) পুকুরে কোন ক্ষতিকারক পদার্থ যেমন চিকিৎসা কেন্দ্র সুইচ এছাড়াও দূষিত পদার্থ রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।
৪.১ পুকুরের জল পরিষ্কার রাখতে কী কী নিষেধাজ্ঞা জারি করা উচিত?
উত্তর- পুকুরের জল পরিষ্কার রাখতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত যেমন১)পুকুরে কোন নোংরা আবর্জনা ফেলা যাবে না .
২) পুকুরে কোন গবাদিপশুকে স্নান করানো যাবেনা.
৩) পুকুরে কোন কলকারখানার নোংরা আবর্জনা ও বিষাক্ত পদার্থ খেলা যাবে না.
৪) পুকুরে কোন ক্ষতিকারক পদার্থ যেমন চিকিৎসা কেন্দ্র সুইচ এছাড়াও দূষিত পদার্থ রাসায়নিক সার ব্যবহার করা যাবে না।