মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান |
Class 7 Science Model Activity Task February 2022 Part 10
Model Activity Task 2022 Class 7 Poribesh O Biggyan
মডেল অ্যাক্টিভিটি টাস্ক ফেব্রুয়ারি 2022 সপ্তম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান পার্ট 10
সপ্তম শ্রেণি
পরিবেশ ও বিজ্ঞান
পূর্ণমান : ২০
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো –
(ক) কার্বোহাইড্রেট
(খ) ভিটামিন
(গ) লিপিড
(ঘ) প্রোটিন।
উত্তর: (খ) ভিটামিন
১.২ গয়টার হয় যে খাদ্য উপাদানের অভাবে তা হলো –
(ক) সোডিয়াম
(খ) আয়রন
(গ) আয়োডিন
(ঘ) ক্যালশিয়াম।
উত্তর: (গ) আয়োডিন
১.৩ একটি প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ হলো –
(ক) আনারস
(খ) আনারসের জ্যাম
(গ) আম
(ঘ) কোল্ড ড্রিংক্স।
উত্তর: (খ) আনারসের জ্যাম
শূন্যস্থান পূরণ করো :
২.১ প্রোটিনের অভাবে __________ রোগ হয়।
উত্তর: কোয়াশিওরকর।
২.২ চুল ও নখে __________ প্রোটিন থাকে।
উত্তর: কেরাটিন।
২.৩ আয়রন _________ পরিবহণে সাহায্য করে।
উত্তর: অক্সিজেন।
৩. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৩.১ খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটো খাবারের নাম লেখো।
উত্তর: সজনে , ওট, আপেল, পেঁপে ইত্যাদি।
৩.২ ম্যারাসমাস রোগের ক্ষেত্রে কী কী লক্ষণ দেখা যায় ?
উত্তর: ম্যারাসমাস রোগের ক্ষেত্রে যে লক্ষণ গুলি দেখা যায় –
i) দেহের ওজন কমে যাওয়া ।
ii)শরীর ফ্যাকাশে হয়।
iii)দৈহিক বৃদ্ধি ব্যাহত হয় ।
iv) রক্তাল্পতা রোগ হয়।
৩.৩ মানবদেহে লিপিডের ভূমিকা উল্লেখ করো।
উত্তর:
i) শক্তির যোগান দেয় ।
ii) বাইরের আঘাত থেকে মানবদেহকে রক্ষা করে।
iii) দেহে তাপের সমতা রক্ষা করে ।
৩.৪ ভিটামিন C-র দুটি উৎসের নাম লেখো।
উত্তর:
1.লেবু বা কমলা লেবু।
2.পেয়ারা।
৪. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৪.১ মানবদেহে ফাইটোকেমিক্যালসের ভূমিকা উল্লেখ করাে।
উত্তর:
১) ইহা অ্যান্টি-অক্সিডেন্ট রূপে কাজ করে।
২) ফাইটোকেমিক্যালস দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে।
৩) মানবদেহের হৃৎপিণ্ড সুস্থ রাখতে সাহায্য করে ।
৪) দেহে রােগ প্রতিরােধ ক্ষমতা গড়ে তোলে ।
৫) ফাইটোকেমিক্যালস ক্যান্সারের বিরুদ্ধে লড়াই শুরু করে ।
৬) ইহা হজম শক্তি বৃদ্ধি করে।
৪.২ জীবদেহে জলের ভূমিকা ব্যাখ্যা করাে।
উত্তর:
১) কোষের প্রােটোপ্লাজমকে সজীব রাখতে সাহায্য করে ।
২)ইহা রক্ত সংবহনে সাহায্য করে ।
৩)জলের মাধ্যমে রেচন পদার্থ বর্জ্য রূপে দেহের বাইরেনির্গত হয় ।
৪)জল তাপমাত্রা নিয়ন্ত্রন করে ।