Model Activity Task 2022 January | Class- 4 Bangla Part-9 |
Class- 4 Bangla Part-9 Model Activity Task 2022 Jan
2022 January Model Activity Task Class- 4 Bangla Part-9
Class- 4 Part-9 Model Activity Task Bangla 2022 January
Model Activity Task 2022 January | Class- 4 Part-9 Bangla
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 চতুর্থ শ্রেণি পর্ব- 9 বাংলা পূর্ণমান-15
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
চতুর্থ শ্রেণি
বাংলা
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :১.১ কবি 'দিলখোলা’ হয়েছেন যার উপদেশে—
(ক) আকাশ
(খ) বায়ু
(গ) বাতাস
(ঘ) খোলা মাঠ
উত্তরঃ(ঘ) খোলা মাঠ
১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে
(ক) সাগর
(খ) মাটি
(গ) সূর্য
১.২ আপন তেজে জ্বলতে কবিকে মন্ত্রণা দিয়েছে
(ক) সাগর
(খ) মাটি
(গ) সূর্য
(ঘ) ঝরনা
উত্তরঃ(গ) সূর্য
১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন—
(ক) সহিষ্ণু হতে
১.৩ কবি পাষাণের থেকে দীক্ষা পেয়েছেন—
(ক) সহিষ্ণু হতে
(খ) কর্মী হতে
(গ) কঠোর হতে
(ঘ) উদার হতে
(গ) কঠোর হতে
(ঘ) উদার হতে
উত্তরঃ(গ) কঠোর হতে
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'আমায় দিল ভিক্ষা। – কবি কোন ভিক্ষার কথা এক্ষেত্রে বলেছেন?
উত্তরঃ কবি শ্যামবনানী অর্থাৎ সবুজ বন-জঙ্গলের কাছ থেকে যে সরসতা ভিক্ষা পেয়েছেন তার কথাই বলেছেন।
২.২ মৌনা শব্দের অর্থ কী?
উত্তরঃ মন শব্দের অর্থ নিরব অথবা চুপ করে থাকা।
২.৩ কবি কার থেকে মধুর কথা বলার শিক্ষা লাভ করেছেন?
উত্তরঃ কবি চাঁদের কাছ থেকে মধুর কথা শিখেছে ।৩.নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :
৩.১ ‘সবার আমি ছাত্র' কবিতায় কবি বায়ুর থেকে কোন মন্ত্র লাভ করেছেন?
উত্তরঃ সবার আমি ছাত্র কবিতাটি সুনির্মল বসু কোভিদ কাছ থেকে কর্মী হবার মন্ত্র শিক্ষা লাভ করেছেন অর্থাৎ অলস ভাবে না থেকে কাজে মনোযোগ দিয়ে কাজের প্রতি সক্রিয় হওয়া এবং অলসতা কাটিয়ে কাজে মনোযোগ হওয়ার যে অনুপ্রেরণা তা তিনি বায়ুর কাছ থেকে পেয়েছেন।
৩.২ সাগর কবিকে ইঙ্গিতে কোন শিক্ষা দিয়েছে?
উত্তরঃ সবার আমি ছাত্র কবিতায় কবি সুনির্মল বসু সাগরের কাছ থেকে অন্তরকে যত্ন করার মন্ত্রণা তাতে নিয়েছেন অর্থাৎ জ্ঞানে ও শিক্ষা নিজের অন্তরকে ভরিয়ে তোলা সাগরের কাছ থেকে ইঙ্গিত পেয়েছেন.
৩.৩ সন্দেহ নাই মাত্র। – কোন বিষয়ে কবির বিন্দুমাত্র সন্দেহ নেই।
উত্তরঃ কবি সুনির্মল বসু তাঁর কবিতায় সবার আমি ছাত্র তিনি সমস্ত পৃথিবীর প্রতিটি জীব ও জড় বস্তুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন আর প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা লাভ করেছেন তাই তিনি গোটা বিশ্বকে পাঠশালা বলে আখ্যা দিয়েছেন আর সবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বলে মনে করেন.৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো :
‘বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র'
‘বিশ্বজোড়া পাঠশালা মোর, / সবার আমি ছাত্র'
'সবার আমি ছাত্র' কবিতায় সমগ্র বিশ্ব কীভাবে কবির পাঠশালা হয়ে উঠেছে তা আলোচনা করো।
উত্তরঃ কবি সুনির্মল বসু 'সবার আমি ছাত্র' কবিতায় সমগ্র বিশ্বকে একটি পাঠশালা হিসেবে তুলনা করেছেন। তিনি বলেছেন এই প্রকৃতির আকাশ, বাতাস, পাহাড়, চন্দ্র, সূর্য, সাগর, নদী, মাটি, পাথর, ঝরনা, বনভূমি প্রত্যেকের থেকেই আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিক্ষা লাভ করেছি। আমরা পাঠশালায় যেভাবে জ্ঞান লাভ করে থাকি, ঠিক সেভাবেই এই পুরো বিশ্ব-প্রকৃতি থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। তাই কবি বিশ্ব-প্রকৃতির এই শিক্ষালয় থেকে প্রতিনিয়ত জ্ঞান আহরণ করে চলেছেন। আর এভাবেই সমগ্র বিশ্ব কবির কাছে পাঠশালা হয়ে উঠেছে।