মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ইতিহাস নবম শ্রেণি পার্ট 9
Model Activity Task 2022 January
Class 9 History Part 9
Model Activity Task 2022 January | Class 9 History Part 9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2022 ইতিহাস নবম শ্রেণি পার্ট 9
Class - IX
Sub - History
Part- 9
FM-20
১. শূন্যস্থান পূরণ করাে : ১x৪=৪
(ক) ‘দ্য স্যোসাল কনট্রাক্ট’ বইটি লিখেছিলেন _____ l
উত্তর : রুশো l
(খ) ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন _____ l
উত্তর : ষোড়শ লুই l
(গ) বুর্জোয়ারা ছিল _____ সম্প্রদায়ভুক্ত।
উত্তর : তৃতীয়।
(ঘ) বাস্তিলের পতন ঘটেছিল ১৭৮৯ খ্রিস্টাব্দের _____ l
উত্তর : ১৪ ই জুলাইl
২. ঠিক-ভুল নির্ণয় করাে : ১x৪=৪
(ক) যাজক ও অভিজাত শ্রেণি ছিল সুবিধাভােগী।
উত্তর : ঠিক l
(খ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রস্তাব দিয়েছিলেন মন্তেস্কু।
উত্তর : ঠিক l
(গ) কাদিদ’ নামক বইটি লিখেছিলেন রুশাে।
উত্তর : ভুল l
(ঘ) বৈষম্যমূলক কর ব্যবস্থা ফরাসি বিপ্লবের পথ প্রস্তুত করেছিল।
উত্তর : ঠিক l
৩. স্তম্ভ মেলাও : ১x৪=৪
উত্তর :
ক— স্তম্ভ |
খ- স্তম্ভ |
তেইল |
ভূমিকর |
টাইদ |
ধর্মীয়প্রতিষ্ঠানের জন্য ধার্য কর |
গ্যাবেল |
লবন কর |
ভ্যাক্তিয়েম |
সম্পত্তির ওপর ধার্য কর |
৪. সংক্ষেপে উত্তর দাও (২-৩টি বাক্য) : ২x৪=৮
(ক) ‘আঁসিয়া রেজিম’ বলতে কী বােঝাে?
উত্তর : আঁসিয়া রেজিম শব্দটির অর্থ হলো পূর্বতন সমাজ। ১৭৮৯ খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স তথা ইউরােপের বেশিরভাগ দেশে যে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যমূলক অচলা ব্যবস্থা প্রচলিত ছিল তাকে ‘আঁসিয়া রেজিম’ বলা হয়।
(খ) ‘থার্মিডরীয় প্রতিক্রিয়া কী?
উত্তর : ১৭৯৪ খ্রিঃ ২৮ জুলাই রােবসপিয়র এর অনুগামীদের গিলােটিন যন্ত্র দ্বারা হত্যার ঘটনাকে ‘থার্মিডােরীয় প্রতিক্রিয়া” বলা হয়।
(গ) ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কী কী?
উত্তর : ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ হল- সাম্য, মৈত্রী ও স্বাধীনতা অর্থাৎ জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ ও ব্যক্তি স্বাধীনতা ।
(ঘ) টেনিস কোর্টের শপথ’-এর প্রধান কারণগুলি কী ছিল?
উত্তর : ১৭৮৯ খ্রিঃ ৫ মে ফ্রান্সে জাতীয় সভার অধিবেশন শুরু হলে ভােটদানের পদ্ধতি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সঙ্গে তৃতীয় শ্রেণির বিরােধ ঘটে । তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা মাথাপিছু ভোটদানের কথা জানালে সভার অধিবেশন বন্ধ করা হয়।
তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সভাগৃহ বন্ধ দেখে উত্তেজিত হয়ে পড়েএবং পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে এই শপথ গ্রহণ করেন যে, যতদিন না ফ্রান্সের জন্য এক নতুন কার্যকরী সংবিধান রচিত হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। একেই টেনিস কোর্টের শপথ বলা হয়।