Poribesh o Biggan Class 7 | Poribesher Sojib Upadan Pata Leaf Part 2 | পরিবেশের সজীব উপাদান এর গঠনগত ও কার্যগত প্রক্রিয়া ।উদ্ভিদের দেহে গঠনগত বৈচিত্র । পাতা


Evs & Science Class 7
Evs & Science Class 7

সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে সুস্থ রয়েছো তোমরা সকলে তোমাদের নিজ নিজ বিদ্যালয় থেকে সপ্তম শ্রেণীর বই সংগ্রহ করেছ আর তোমরা নিশ্চয়ই জানো যে আগামী কয়েক মাসের মধ্যেই বা খুব শিগগিরি তোমাদের বিদ্যালয় পূর্বের মত পড়াশোনা শুরু হতে চলেছে তাই আর সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে আর সেই উপলক্ষে আমরা তোমাদের সুবিধার্থে পূর্বে দিয়ে দিয়েছি পরিবেশ ও বিজ্ঞান বইয়ের জীবন বিজ্ঞান বিভাগের ষষ্ঠ অধ্যায়ের প্রথম পর্ব আমরা এখন তোমাদের সম্মুখ আলোচনা করতে চলেছি Poribesh o Biggan Class 7 | Poribesher Sojib Upadan  Pata  Leaf Part 2 দ্বিতীয় পর্ব তবে চলো আর দেরি না করে আজকের পাঠ্য শুরু করি.

Poribesh o Biggan Class 7

Class 7 Poribesh o Biggan

Poribesher Sojib Upadan  Pata  Leaf Part 2

পরিবেশের সজীব উপাদান এর গঠনগত ও কার্যগত প্রক্রিয়া

 পাতা, ফুল 

C-7/L-6/P-2
Page192---199   

পরিবেশের সজীব উপাদান এর গঠনগত ও কার্যগত প্রক্রিয়া                 
 উদ্ভিদের দেহে গঠনগত বৈচিত্র                  
পাতা ও ফুল
পাতা


পাতা: সাধারণত গাছের যে অংশ থেকে অক্সিজেন বের হয় ও যে অংশ খাদ্য তৈরি হয় তাকে পাতা বলে

পাতার বৈশিষ্ট্য:1) দেখতে একই রকম হয়না।
2) কোন পাতা আকারে ছোট আবার কোন পাতা আকারে বড় হয়।
যেমন- নিমপাতা ছোট আবার কলাপাতা বড়।

পত্রফলক: গাছের প্রতিটি পাতায় যে প্রসারিত হচ্ছে একটা অংশের আকার রয়েছে তাকে পত্রফলক বলা হয়
বোঁটা: গাছের পাতার গোড়ার যে অংশ শুরু ডাটির মতো থাকে সেটাকে বলা হয় পাতার বোঁটা।

ওপরে ছবিতে যে সমস্ত পাতা গুলো দেখতে পাচ্ছ তাদের নাম গুলো লেখ আর যেগুলো অজানা সেগুলো তোমাদের শিক্ষক মহাশয় এর কাছে জেনে নাও।
1..........
2.........
3..........
4...........
5...........
উত্তর-
1.তেতুল,
2.বাঁশ,
3.জবা,
4.পদ্মা,
5.ছেতুন।

উপরে দেওয়া পাতাগুলো বৈশিষ্ট্য লেখ
নমুনা পাতার নাম
জাম পাতা
বাঁশ পাতা
জবা পাতা
পদ্মপাতা
ছাতিম পাতা

নমুনা পাতা প্রসারিত চ্যাপ্টা কংসের আকার
1. 2. 3. 4. 5.


উপরে দেওয়া ছবিগুলো দেখে কোন গাছের পাতা তা লেখ
১.লেবু গাছের পাতা
২.ঘৃতকুমারী পাতা
৩. অশ্বত্থ গাছের পাতা

নিচে দেওয়া শূন্যস্থান পূরণ করে লেখ।

1)কোন  গাছের পাতার ফলোক ছিঁড়লে মিষ্টি গন্ধ পাওয়া যায়? .......।
উত্তর-
2) কোন গাছের পাতার ফলক ছিঁড়লে টপটপ করে রস গড়িয়ে পড়ে?...............।
উত্তর-
3) কোন গাছের পাতা চামড়ার মত পুরু?..........।.
উত্তর-

ওপরে মতো আরো তিনটি করে পাতা খুঁজে বের করো তাদের বৈশিষ্ট্য লেখ
উত্তর- ১) ফনিমোনসা গাছের পাতা।
বৈশিষ্ট্য:
২) বিছুটি পাতা।
বৈশিষ্ট্য:
৩)


ক্রমিক নং
1
2
3

মিষ্টি গন্ধের পাতা

1) পেয়ারা গাছের পাতা
2) আম গাছের পাতা
3) আতা গাছের পাতা

রসালো পাতা

1) অ্যালবেরা গাছের পাতা
2) ঘৃতকুমারীর পাতা
3

চামড়ার মত পাতা
1) বট গাছের পাতা
2) রাবার গাছের পাতা
3)

জবা গাছের পাতা: জবা গাছের পাতা মাঝখানে একটা শিরা থাকে। এই শিরা দুপাশে থেকে অনেক গুলো বেরিয়েছে। শিরা গুলো সব মিলে একটা জালের মত তৈরি করেছে।

কলা গাছের পাতা: কলা গাছের পাতা লম্বা হয় ।
এই গাছের পাতা চ্যাপ্টা হয়, মাঝখানে একটা শিরা থাকে। মাঝখানের শিরার দু পাশে থেকে। সমান্তরালভাবে অনেকগুলো সেরা বেরিয়েছে।


পত্রমূল: গাছের পাতার গঠন টি পত্রবৃন্ত কে কান্ডের পর্বের সঙ্গে যুক্ত করে তাকে বলা হয় পত্রমূল।
এই পত্রমূল দেখা যায় যে সমস্ত গাছের সেগুলি হল ১) জবা গাছের পাতায় , ২)আকুন্দ গাছের পাতায়, ৩)শালুক গাছের পাতায়।


পাতার বিভিন্ন অংশের কাজকাজ- 1) গাছের পত্রফলক খাদ্য প্রস্তুত করে।
2) গাছের পত্রবৃন্ত জল ও খাদ্য পরিবহন করে।
3) প্রতিটি গাছের পাতায় পত্র মূলের কাজ সব থেকে বেশি অর্থাৎ পত্রমূল পাতা ও কান্ডে সঙ্গে সম্পর্ক বজায় রাখে। ইহা পত্রফলক কে ধরে রাখতে সাহায্য করে । কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেন আদান-প্রদান করে পত্রফলক ও কান্ডের মধ্যে পাতাকে কান্ড বা শাখার সঙ্গে যুক্ত করে রাখে। উদ্ভিদ দেহে থেকে বাষ্পাকারে জল বেরিয়ে যেতে সাহায্য করে।

নিচের ছবিগুলো কে ভালোভাবে লক্ষ্য করো এবং ওই পাতাগুলি কোন গাছের তা লেখ।

উত্তর-
১) মটর গাছের পাতা।
২) ফোনিমনসা গাছের পাতা।
৩).................
৪) পাথর কুচি
৫)....................।

গাছের পাতা খাদ্য তৈরি করা ,.........আদান-প্রদান করা ছাড়াও অন্যান্য কাজও লক্ষ্য করা যায় সেগুলি হল- 1) মটর গাছের পত্রাকর্ষ, ইহা বংশবিস্তার করতে সাহায্য করে।
2) কলস পত্রী পাতা, এটি অতিরিক্ত বাষ্পমোচন এর বাধা সৃষ্টি করে আর গাছকে সতেজ রাখে।
3) ফণীমনসার পত্রকন্টক গাছের খাদ্য সঞ্চয় করতে সাহায্য করে ও নিজেকে বিভিন্ন জীবের হাত থেকে বাঁচাতে সাহায্য করে।
4) পাথরকুচির পাতা, এটি গাছের আহারে আহরনে সহায়তা করে।
5) গাছের পতঙ্গদের দেহ স্থিত নাইট্রোজেন ঘটিত উপাদান সংগ্রহ করে থাকেঘৃতকুমারী পাতা।

পাতা কয়েকটি ভাগে বিভক্ত, যেমন- ১) একক পত্র ও ২) যৌগিক পত্র ।
একক পত্র: যে সমস্ত গাছের পাতা কেবলমাত্র একটি ফলক দিয়ে গঠিত ফলকের ধার সুরু অর্থাৎ এতে কোন খণ্ড থাকেনা এই ধরনের পাতাকে একক পত্র বলে।
যেমন- বট গাছের পাতা।

যৌগিক পত্র: যে সমস্ত পাতার ফলক মাঝখানে একটি শিরা এবং শেষ পর্যন্ত কতগুলো আলাদা আলাদা খন্ডে ভাগ করা হয়ে থাকে বা বিভক্ত থাকে, ঐ ধরনের পাতাকে যৌগিক পত্র বলে।
যেমন- তেঁতুল গাছের পাতা।

কিছু একক পত্রের নাম লেখ
1. আম পাতা
2. পেয়ারার পাতা
3. লেবুর পাতা
4. জাম পাতা
5. কাঠাল পাতা

যৌগিক পত্র যুক্ত গাছের নাম লেখ
1. নিম গাছের পাতা
2. কৃষ্ণচূড়া গাছের পাতা
3. নারকেল গাছের পাতা
4. বাবলা গাছের পাতা
5. আমরা গাছের পাতা

পাতা জীবজগতের কি কি কাজে লাগে এসো দেখি প্রশ্ন. ......
1) গাছের পাতা কোন গ্যাস বাতাসের ছাড়ে এবং কোন গ্যাস শোষণ করে?
উত্তর-
2) মানুষের পক্ষে উপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসাবে খায়?
উত্তর-
3) মানুষের পক্ষে এমন কতগুলো  অপকারী পোকার নাম করো যারা গাছের পাতাকে খাবার হিসেবে খায় ?
উত্তর-
4) হরিণ , হাতি, গরু , ছাগল কোন কোন গাছের পাতাকে খাবার হিসেবে খাই?
উত্তর- কলা, আম, জাম, বাঁশ।
5) কোন গাছের পাতার শিরা বাড়ির ধুলো, ময়লা পরিষ্কার করতে কাজে লাগে ?
উত্তর- বাবুই গাছ, খেজুর গাছের পাতা,
6) কোন কোন গাছের পাতার রস নির্যাস আমরা ঔষধ হিসেবে ব্যবহার করি?
উত্তর- নিম, বাশক, কালমেঘা।
7) কোন কোন গাছের পাতাকে মানুষ জীবিকা অর্জনের জন্য ব্যবহার করে?
উত্তর-
8) কোন কোন গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়?
উত্তর- আম, জাম, শিশু, বাঁশ।
9) কোন কোন জীব গাছের পাতায় ডিম পাড়ে?
উত্তর- পিঁপড়ে, মাকড়শা।
10) ঘরের ছাউনি বা দেওয়াল তৈরিতে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয়?
উত্তর- ধান গাছ অর্থাৎ ধরনের খড়, গম গাছের শুকনো কান্ড, তাল গাছের পাতা,কলা গাছের পাতা।
11) ঘর সাজানোর কাজে কোন কোন গাছের পাতা ব্যবহার করা হয় ?
উত্তর- আম পাতা, নিম পাতা, বেল পাতা।
12) কোন কোন প্রাণী কোন কোন পাতার আকৃতি বা রংকে অনুকরণ করে বেঁচে থাকে?
উত্তর-

এক একটা করে পাতা নাও, স্কেল দিয়ে মেপে দেখো পাতাটা কত লম্বা, কত চওড়া আর দৈর্ঘ্য। তার প্রস্থের অনুপাত হিসেব করো তারপর যা পেলে তা নিচের ছকে লেখ।



                    ফুল

ওপরে যে সমস্ত ছবি দেখতে পাচ্ছ সেই ছবি গুলোর নাম লিখ।
বৃত্তবৃত্তCalyx: ফুলের পাপড়িগুলোকে যে অংশ দিয়ে বেঁধে রাখে বা পাপড়িগুলো যার ওপর ভর করে সেজে থাকে অথবা দাঁড়িয়ে থাকে তাকে ফুলের বৃত্ত বলা হয় ।

বৈশিষ্ট্য:১) এটি ফুলের বোঁটা ঠিক উপরে সবুজ রঙের দেখতে হয়।
২) এটি এটি উল্টানো ঘন্টার মতো দেখতে হয়।
৩) ছোট কুড়ি থাকে তখন পুরোপুরি ঘন্টা মধ্যে ঢাকা থাকে এবং তাকে বাইরের আঘাত থেকে রক্ষা করে।
৪) সবুজ ঘণ্টার মতো অংশটা পাঁচটি ভাগে বিভক্ত, সবুজ এই অংশটি গাছ ফুলের সঙ্গে কান্ডের সংযোগ ঘটায়।

বৃত্তাংশ : ফুলের কুঁড়ির বৃত্তের প্রতিটি অংশকে বলা হয় বৃত্তাংশ।

পাপড়িপাপড়ি Petal বৃত্তের ভিতরে থাকে পাঁচটা টকটকে লাল রঙের পাতলা কাগজের মতো বংশ এগুলো বৃত্তের ভিতর খুব সুন্দরভাবে সাজানো থাকে ওই অংশকে ফুলের পাপড়ি বলা হয়
দলমন্ডলCorolla ফুলের পাপড়িগুলোকে একসঙ্গে বলা হয় দলমন্ডল

বৈশিষ্ট্য বিভিন্ন ফুলের বিভিন্ন রকম পাপড়ির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় কোন ফুলের পাপড়ি ছোট আবার কোন ফুলের পাপড়ি বড় কোন ফুলের পাপড়ি গুচ্ছ ভাবে থাকে অর্থাৎ জুড়ে থাকে যেমন তারা কুমড়ো আবার কোন ফুলের পাপড়ি পৃথক থাকে যেমন জবা ফুল পাপড়ি দেখতে বিভিন্ন রংয়ের হয় যেমন গোলাপ লাল রঙের হয় কুমড়ো হলুদ গাঁদা হলুদ হয় তারা সাদা রংয়ের হয় ইত্যাদি ও আমরা দেখি আসলে আমরা পাপড়ির রং ও গন্ধ পায় যেমন গোলাপ এর বিভিন্ন গন্ধ রং বিভিন্ন রকম পোকা পাখিদের আকৃষ্ট করে

পরাগধানীAnther

ফুলের ভেতর যে লালচে রঙের শুরু হো সুতোর মতো দেখতে হয় এবং তার মাথার উপর যে পাঁচ মাথার উপর যে সুরুজ আর তার মাথার ঠিক বাংলা পাঁচের মত দেখতে একটা থলি রয়েছে ওই থলির অংশটাকে পরাগ ধ্বনি বলা হয়
এবং সুতোর মতো অংশটা কে বলা হয় পম কোন দন্ড দন্ড
পরাগ ধোনির মধ্যে যে হলুদ রঙের পাউডার মত অংশ রয়েছে একে বলা হয় পরাগরেণু

ফুলের সুতোর মতো আর মাথায় থাকা পরাগ ধোনিকে একসঙ্গে বলা হয় পুংকেশর
জবা ফুলের পুংকেশর একসঙ্গে থাকে এদেরকে একসঙ্গে পুংকেশর চক্র বলে
গর্ভাশয় বৃত্তের উপরে, বৃত্তের উপরে ডিমের মতো সাদা অংশটি কে বলা হয় গর্ভাশয়
গর্ভাশয় এর উপরে যে সুতোর মতো দণ্ডটি রয়েছে তাকে বলা হয় গর্ভদন্ড
গর্ভমুণ্ড সিনেমা গর্ভ দন্ডের উপরে যে পাঁচটি পুটকির মতো অংশ রয়েছে সেগুলো কে বলা হয় গর্ভমুণ্ড
ডিম্বক গর্ভাশয় ট্রাকের ফাটিয়ে দেখলে ছোট ছোট দানার মতো অংশ দেখতে পাওয়া যাবে তাদের কে বলা হয় ডিম্বক
গর্ভকেশর ফুলের গর্ভাশয় গর্ভমুণ্ড আর গর্ভমুণ্ড কে একসঙ্গে বলা হয় গর্ভকেশর
গর্ভকেশর চক্র ফুলের সবকটা গর্ভকেশর কে একসঙ্গে গর্ভকেশর চক্র বলা হয়
পরাগ ধোনের মধ্যে যে পরাগ থাকে তা গর্ভমুণ্ডে পড়ে তারপর ডিম্বকের সঙ্গে মিলিত হয়ে ডিম্বাশয় হলে ও ডিম্বক বীজে পরিণত হয়

জবা ফুলের গঠনে প্রধান যে শান্তি পাওয়া গেল তাদের নাম লেখ
ক) .................
খ).................
গ).................
ঘ)................
উত্তর-

(a) কোনগুলি গাছের বংশবৃদ্ধি তে সরাসরি অংশগ্রহণ করে?    .................   ...................।
উত্তর-
(b) কোনগুলি অন্যান্য কাজে সাহায্য করে?  ....................    .................... ।
উত্তর-

Poribesh o Biggan Class 7 | Poribesher Sojib Upadan Mul Part 1 | পরিবেশের সজীব উপাদান এর গঠনগত ও কার্যগত প্রক্রিয়া ।উদ্ভিদের দেহে গঠনগত বৈচিত্র

ওপরে বিভিন্ন ফুল ও ফুলের অংশ ....... Page 198

1)কোন ফুলের বৃত্তি বা দলমন্ডলের অংশগুলোর আকৃতি বা গঠন সমান?...................
উত্তর-
2) কোন ফুলের বৃতি মন্ডলের অংশগুলোর পরস্পর সমান নয়? ..........
উত্তর-
3 কোন কোন , ফুলে চারটি স্তবক উপস্থিত? ......
উত্তর-
4)কোন কোন ফুলে একটি বা একাধিক স্তাবক অনুপস্থিত?.............
উত্তর-
5 কোন ফুলের কোন কোন স্তবক অনুপস্থিত?........
উত্তর-

ফুল সম্পর্কে আরও কিছু............. Page 198
1 পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ি রঙিন হয় কেন?
উত্তর-
2) ফুলের পাপড়ির রং কি( উচ্চতা/ দিনরাত/ ঋতুভেদে )বদলাতে পারে?
উত্তর-
3 ) কোন ফুলের পাপড়ির রং কোথাও কোথাও হলুদ কোথাও বেগুনি বা কোথাও নীল হয় কেন?
উত্তর-
4) ফুলের পাপড়িতে গন্ধ থাকলে গাছের কি সুবিধা হয়?
উত্তর-
5) রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে?
উত্তর-
6) কোন ফুলের পরাগ কি কোন প্রাণী খাদ্য হিসাবে খাদ্য গ্রহণ করে?
উত্তর-
7) ফুলের পরাগ মানবদেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে?
উত্তর-
8) ফুলের পাপড়ির রং কে মানুষ কি কি কাজে ব্যবহার করে?
উত্তর-
9) সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কি?
উত্তর-
10) ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয়?
উত্তর-

আশা করি তোমরা তোমাদের পড়াশোনার কেয়ারও সুযোগ-সুবিধা ও সহজ ভাবে পেয়ে তোমরা নিশ্চয়ই খুশি হয়েছো. আর তোমাদের পড়াশোনা বুঝতে অসুবিধে হয়নি ঠিক একই রকমভাবে তুমি তোমার ছোট বড় ভাই বোনদের তাদের জন্য আমরা প্রত্যেক বিষয়ের পড়াশোনার জন্য সহজ সরল ভাষায় সংজ্ঞা বিষয়ে সংক্ষিপ্ত মূল বিষয়বস্তু গুরুত্বপূর্ণ লাইন এবং পার্থ প্রশ্ন-উত্তর-পর্ব এ ছাড়াও অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা করেছি সকলের প্রিয় ডিজিটাল পড়াশোনা ওয়েবসাইটে তাই আর দেরি  না করে, তাদেরকেও Digital Porasona শেয়ার করে দাও তারাও যাতে তোমার মত বিষয়ভিত্তিক পড়াশোনা করতে সুবিধে পাই.

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post