Model Activity Task 2022 January | Class- 3 Amader Poribesh Part-9 |
Model Activity Task 2022 January | Class- 3 Amader Poribesh Part-9
Class- 3 Amader Poribesh Part-9 Model Activity Task 2022 January
2022 January Model Activity Task Class- 3 Amader Poribesh Part-9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি আমাদের পরিবেশ পূর্ণমান : ১৫
Environment Science class 3 part 9 janu,2022
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান : ১৫
তৃতীয় শ্রেণি
আমাদের পরিবেশ
পূর্ণমান : ১৫
১.ঠিক উত্তর নির্বাচন করো:
১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো
(ক) নাক
(খ) জিভ
১.১ তোমরা নানারকম খাবারের স্বাদ গ্রহণ করার জন্য যে অঙ্গটি ব্যবহার করো, সেটি হলো
(ক) নাক
(খ) জিভ
(গ) চোখ
(ঘ) কান
(ঘ) কান
উত্তর: (খ) জিভ
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয়।
(ক) হাতের
(খ) পায়ের
১.২ ফুটবল খেলার সময় সবচেয়ে বেশি কাজ হয়।
(ক) হাতের
(খ) পায়ের
(গ) কানের
(ঘ) কাধের
(ঘ) কাধের
উত্তর: (খ) পায়ের
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না
(ক) চোখ
(খ) কান
১.৩ পঞ্চেন্দ্রিয়ের মধ্যে পড়ে না
(ক) চোখ
(খ) কান
(গ) নখ
(ঘ) চামড়া
(ঘ) চামড়া
উত্তর: (গ) নখ
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ____________উপস্থিতি।
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ____________উপস্থিতি।
উত্তর:মানুষের সঙ্গে অন্য জীবজন্তুর আসল তফাৎ বুদ্ধির উপস্থিতি।
২.২ লোহিত কণিকা কমে গেলে____________হয়।
২.২ লোহিত কণিকা কমে গেলে____________হয়।
উত্তর:লোহিত কণিকা কমে গেলে রক্তাল্পতা হয়।
২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলো____________
২.৩ শিং আছে এমন একটি প্রাণী হলো____________
উত্তর: শিং আছে এমন একটি প্রাণী হলো গরু।
৩.একটি বা দুটি বাক্যে উত্তর দাও:
৩.১ স্কিপিং-এর সময় শরীরের কোন কোন অংশের কাজ হয়?
উত্তর: কিপিং এর সময় আমাদের শরীরে যে অংশগুলি সবথেকে বেশি কাজ হয় সেগুলি হল পায়ের আঙ্গুল গোড়ালি হাতের আঙ্গুল ইত্যাদি।
৩.২ কী কারণে কানে শোনার অসুবিধে হয়?
উত্তর: আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেমন একটি গুরুত্বপূর্ণ অঙ্গ আর যে সমস্ত কারণে কানে শোনার অসুবিধা হয় সেগুলি হল কোন কারণবশত কানের মধ্যে ফুটো হয়ে গেলে অথবা কানে ময়লা জমে থাকলে শুনতে অসুবিধা হয়।
৩.৩ ব্যায়াম কেন উপকার?
উত্তর: ব্যায়াম আমাদের প্রত্যেকের করা একান্তই উচিত ব্যায়াম এর উপকারী অনেক তার মধ্যে বিশেষ করে কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারী হলো ব্যায়াম আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে নিয়মিত আমাদের শরীর মন ভালো থাকে।
৪. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও :
দাঁত মাজার নিয়ম কী?
উত্তর: আমাদের ভারী খাবার খাওয়া পড়ে পরেই দাঁত মাজা একান্তই প্রয়োজন আর তার নিয়মগুলি নিচে দেওয়া হল-1) নিচের দাঁতের তলা থেকে উপরে ব্রাশ টানতে হবে। আর উপরের দাঁতে উপর থেকে নিচে।
2) সামনে-পিছনে দাঁত ব্রাশ করলে দাঁতের গোড়া ক্ষয় হয়ে যেতে পারে, তাই উপরে নিচে ব্রাশ করতে হবে।
3) পরিমিত মাত্রায় পেস্ট নিয়ে ভালো মানের টুথব্রাশ ব্যবহার করতে হবে।
Link For All Subject