Model Activity Task 2022 January | Class- 3 Bangla Part-9 |
Model Activity Task 2022 January | Class- 3 Bangla Part-9
মডেল অ্যাক্টিভিটি টাস্ক তৃতীয় শ্রেণি বাংলা পূর্ণমান : ১৫
Class- 3 Bangla Part-9
2022 January Bangla Part-9 Class- 3
মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা
তৃতীয় শ্রেণি
পূর্ণমান : ১৫
১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×৩:
১.১ 'সত্যি সোনা' গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিলেন
(ক) গুপ্তধনের কথা
(খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা
(গ) টাকা পয়সার কথা
(গ) টাকা পয়সার কথা
(ঘ) নিজের অসুস্থতার কথা
উত্তর: (খ) মাটির নীচে পুঁতে রাখা সোনার কথা
১.২ চাষির ছেলেটি ছিল
(ক) অত্যন্ত কৃপণ
১.২ চাষির ছেলেটি ছিল
(ক) অত্যন্ত কৃপণ
(খ) অত্যন্ত কর্মঠ
(গ) অত্যন্ত অলস
(ঘ) অত্যন্ত হিংসুটে
(গ) অত্যন্ত অলস
(ঘ) অত্যন্ত হিংসুটে
উত্তর:(গ) অত্যন্ত অলস
১.৩ ‘তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।' একথা বলেছিল—
১.৩ ‘তোমার গোটা জমিটা খুঁড়েই দেখতে হবে কোথায় আছে সোনা।' একথা বলেছিল—
(ক) বুড়ো চাষি
(খ) চাষির ছেলে
(গ) বুড়ো চাষির ছেলের বউ
(ঘ) বুড়ো চাষির ছেলের বন্ধু
উত্তর:(গ) বুড়ো চাষির ছেলের বউ
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'তাথচ টাকা পয়সার লোভ তার ষোলোআনা'।
উত্তর: ষোলআনা শব্দটির অর্থ হলো সম্পূর্ণ.
২.২ ছেলের মনে কীসের লোভ?
২.২ ছেলের মনে কীসের লোভ?
উত্তর: ছেলের মনে সোনার লোভ ছিল.
২.৩ ‘এই তার স্বামীর প্রথম রোজগার। স্বামী কীভাবে রোজগার করেছিল ?
২.৩ ‘এই তার স্বামীর প্রথম রোজগার। স্বামী কীভাবে রোজগার করেছিল ?
উত্তর: বুড়ো চাষীর অলস ছেলে জমি চাষ করে সেখান থেকে ধান বিক্রি করে আর তা থেকে এক হলে পয়সা পায় আর এটাই ছিল বুড়ো চাষীর অলস ছেলের প্রথম রোজগার.
৩. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও
৩.১ সেটা বলব বলেই তো ডেকেছি তোমায়। বক্তা কে? তিনি কোন কথা বলবেন?
উত্তর:সে কথা বলবো বলেই তো দেখেছি তোমায় বক্তা হলেন বুড়ো চাষী.
বুড়ো চাষীর বড় অসুখ করেছে আর সে বুঝতে পেরেছে যে তার আর বাঁচার আশা নেই তাই সে তার ছেলেকে ডেকে চাষের জমির নিচে নুকতা রয়েছে সেই শোনার কথা বলার জন্য চাচি তার ছেলেকে দেখে কথা বলতে চেয়েছে.
৩.২ বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাবির ছেলে কী করেছিল?
উত্তর: বউয়ের পরামর্শ শুনে বুড়ো চাষীর ছেলেটি তাদের চাষের জমির খোঁড়ার কাজ শুরু করে দিয়েছিল শ্রমিক দিয়ে তারপর সে শ্রমিকদের উপর ভরশা না পেয়ে নিজে মাটি করার কাজে নিযুক্ত হয়ে পড়ে আর সমস্ত জমি করে ফেলে.
৩.৩ মিছিমিছি আমায় খাটিয়ে মারলে। কেন কথকের এমনটি মনে হয়েছে?
উত্তর: সত্যি সোনা গল্প বুড়ো চাষীর মৃত্যুর পূর্বে তার ছেলেকে ডেকে মাটি নিচে পড়াশোনার কথা বলে এবং কথামতো সেখানে গিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু করে শ্রমিক দিয়ে এবং অবশেষে বইয়ের পরামর্শে নিজেও কাজে নিযুক্ত হয়ে পড়ে এবং সেখানে কোনো রকম শোনা না পাওয়ায় কথকের এমন মনে হয়েছিল.
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:
৪. নীচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো:
'সত্যি সত্যি সোনা ফলেছে মাঠে।
- মাঠ কীভাবে সত্যি সোনায় ভরে উঠেছিল, তা সত্যি সোনা' গল্প অনুসরণে আলোচনা করো।উত্তর: "সত্যি সোনা" গল্প বুড়ো চাষীর মৃত্যুর পূর্বে সে তার ছেলেকে শোনার কথা বলে যায় এবং সেই সোনার লোভে বুড়ো চাষীর অলস ছেলে মাটি খননের কাজ শুরু করে এবং সেখানে সম্পূর্ণ জমিটা করে ফেলে আর কিছু সময় পরে বৃষ্টি শুরু হয় ও বর্ষা নেমে আসে এবং ধানের বীজ রোপন করা হয় আর যখন বড় হয়ে যায় তখন সারা মাঠ শস্য ভোরে উঠে আর ধান সোনালী মত রঙ দেখে বুড়ো চাষীর ছেলে মনে মনে ভাবলো যে সত্যিই মাটির নিচে সোনাপোতা রয়েছে.