Model Activity Compilation (Final) 2021 Class 5 Poribesh O Biggan Part-8 |
Model Activity Compilation (Final) 2021 Class 5 Poribesh O Biggan Part-8 | পরিবেশ ও বিজ্ঞান শ্রেণি পূর্ণমান 40
Poribesh O Biggan Part-8 Class 5
Final Model Activity 2021 Class 5 Poribesh O Biggan Part-8
Class 5 Poribesh O Biggan Part-8
পরিবেশ ও বিজ্ঞান শ্রেণি পূর্ণমান- 40
আমাদের পরিবেশ
পঞ্চম শ্রেণি
পূর্ণমান- ৪০
১. ঠিক উত্তর নির্বাচন করো :
১.১ কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নাম-
(ক) ভার্টিব্রা
(খ) টিবিয়া
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার।
উত্তর- (গ) হিউমেরাস
১.২ একটি বুনো প্রাণীর উদাহরণ হলো –
(ক) গোরু
(খ) ছাগলক
(গ) শিয়াল
(ঘ) ভেড়া।
উত্তর- (গ) শিয়াল
১.৩ যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো –
(ক) রুইমাছ
(খ) কেঁচো
(গ) কাক
(ঘ) কুকুর
উত্তর- (খ) কেঁচো
১.৪ পশ্চিমবঙ্গে চা চাষ হয় –
(ক) রাঢ় অঞ্চলে
(খ) গাঙ্গেয় সমভূমি অঞ্চলে
(গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
(ঘ) উপকূলের সমভূমি অঞ্চলে।
উত্তর- (গ) উত্তরের পার্বত্য অঞ্চলে
১.৫ যেটি সমুদ্রের মাছ সেটি হলো-
(ক) পারসে
(খ) ট্যাংরা
(গ) রুই
(ঘ) সার্ভিন।
উত্তর- (ঘ) সার্ভিন।
১.৬ সর্বপল্লী রাধাকৃষাণের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো-
(ক) শিক্ষক দিবস
(খ) পরিবেশ দিবস
(গ) শিশু দিবস
(ঘ) সাধারণতন্ত্র দিবস
উত্তর- (ক) শিক্ষক দিবস
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও-----------------------।
উত্তর- রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হল ভারত ও বাংলাদেশ।
২.২ বিপ্লবী সূর্য সেন----------------------নামে পরিচিত ছিলেন।
উত্তর- বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।
২.৩ একটি নিত্যবহ নদীর নাম হলো------------------------।
উত্তর- একটি নিত্যবহ নদীর নাম হলো গঙ্গা।
৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে '*' চিহ্ন দাও :
৩.১ মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ।
উত্তর- মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ- ঠিক.
৩.২ দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়।
উত্তর- দিঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজুবাদাম চাষ হয়-ঠিক.
৩.৩ প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি।
উত্তর- প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হত গান্ধিবুড়ি- ভুল.
৪। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
উত্তর-
৫. একটি বাক্যে উত্তর দাও:
৫.১ কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়?
উত্তর-
৫.২ কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়?
উত্তর-
৫.৩ কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে?
উত্তর-
৫.৪ কে টেথোস্কোপ উদ্ভাবন করেন।
উত্তর-
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও।
৬. তোমার চেনা দুরকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও।
উত্তর-
৬.২ বৃষ্টিধরে তুমি কী কী কাজে লাগাতে পারো।
উত্তর-
৬.৩ বেশি রাসায়নিক কীনাশক ব্যবহার করতো কী ক্ষতি হয়।
উত্তর-
৬.8 কী উদ্দেশ্যে দামোদর ভাটি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল।
উত্তর-
৬.৫ সুন্দরবন অঞ্চলের নাটির দুটি বৈশিষ্ট্য হলে, করো।
উত্তর-
৬.৬ লুপ্তপ্রায় মাসবক্ষণ করা করলা নেওয়া যেতে পারে।
উত্তর-
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাওঃ
৭.১ মাটি কীভাবে তৈরি হয়।
উত্তর-
৭.২ পর্বতের মাথায় বরফ জমে কেন?
উত্তর-
৭.৩ কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি?
উত্তর-
Link For All Subject