Model Activity Compilation (Final) 2021 Class 5 Mathematics Part-8 |
Model Activity Compilation (Final) 2021 Class 5 Mathematics Part-8
ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি গণিত সমাধান সহ
গণিত
পঞ্চম শ্রেণি
পূর্ণমান-৪০
১. বহুমুখী উত্তরধনী (MCQs) :
(a) ৬০৩০
১.৩
১৩৮
×২৯
----------=
(b) ১৮৩ × ২ + ১৮৩×৯
১.৫
২/৩ এর একটি সমতুল ভগ্নাংশ হল-
(a) ২×৩/৩×২
(b) ২×২/৩×৩
(c) ২/৩×২
(d) ২×৫/৩×৫
উত্তরঃ (d) ২×৫/৩×৫
১৬.
১/৪ , ৩/৩২ কে একেই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে-
(a) ৩/১২, ৩/৩২
(b) ৩/৮, ৩/৩২
(c) ৮/৩২, ৩/৩২
(d) ৪/৩২, ৩/৩২
উত্তরঃ (c) ৮/৩২, ৩/৩২
১.৭
১/৫ + ২/৫ =
(a) ৩/১০
(b) ১৩/১০
(c) ১৩/৫
(d) ৩/৫
উত্তরঃ (d) ৩/৫
২. সত্য/মিথ্যা (T/F) লেখো :
২.১. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।
উত্তরঃ দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে-মিথ্যা.
২.২. দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।
উত্তরঃ দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০-মিথ্যা.
২.৩, ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।
উত্তরঃ ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা-মিথ্যা.
২.৪. সবচেয়ে বড়ো সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।
উত্তরঃ সবচেয়ে বড়ো সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য-সত্য.
২.৫ 0.৫ < 0.0৫
উত্তরঃ 0.৫ < 0.0৫ -মিথ্যা.
২.৬ ↔️↗️সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা।
উত্তরঃ ↔️↗️সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা-সত্য.
১.৭ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= দৈর্ঘ্য× প্রস্থ।
উত্তরঃ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= দৈর্ঘ্য× প্রস্থ-মিথ্যা.
৩. স্তম্ভ মেলাওঃ
Answer-Model Activity Compilation
Answer-Model Activity Compilation
৪. ফাঁকা স্থান পূরণ করো:
৪.১. √১৪৪=_________________উত্তরঃ √১৪৪= ১২
৪.২. ১৮/১৮ - ১৫/১৮= ( লঘিষ্ঠ আকারে লেখ) ।
উত্তরঃ ১৮/১৮ x ১৫/১৮ = ১৮/১৮ x ১৫/১৮ = ৫/৬
৪.৩. ৬.৫/৩ = __________________( অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)
উত্তরঃ ৬.৫/৩ =
৪.৪. ৪.৪. তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তোমার কাছে মোট কত টাকা হলো?
উত্তরঃ (৪.৫০ + ১৫.৫০)= ২০.০০
৫. ৫.১. তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তোমাদের ক বয়সের সমষ্টি কত হবে?
উত্তরঃ
৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করো। ৪৫, ৭৫
উত্তরঃ
৫.৩, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০মিটার। প্রতি বর্গমিটার ৬ ঢাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে?
উত্তরঃ
৫.৪
ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো।
উত্তরঃ
Link For All Subject