Model Activity Compilation (Final) 2021 Class 5 Mathematics Part-8 | ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি গণিত সমাধান সহ

Model Activity Compilation (Final) 2021 Class 5  Mathematics Part-8
Model Activity Compilation (Final) 2021 Class 5  Mathematics Part-8 

Model Activity Compilation (Final) 2021 Class 5  Mathematics Part-8

ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণি গণিত সমাধান সহ

গণিত

পঞ্চম শ্রেণি

পূর্ণমান-৪০

নীচের প্রশ্নগুলির উত্তর লেখো

১. বহুমুখী উত্তরধনী (MCQs) :

১. ১, ৬ এর স্থানীয় মান ৬ x ১০০ এই স্থানীয় মানযুক্ত সংখ্যাটি হলো-
(a) ৬০৩০
(b) ০৬৩০
(c) ০৩৬০
(d)০৩০৬
উত্তরঃ (b) ০৬৩০
১.২ নীচের সংখ্যা চারটির ক্ষুদ্রতম সংখ্যাটি হলো-
(a) ১৮২৩২৭
(b) ১৮৮০৮৪
(c) ১৮০৭৭৬
(d) ১৮৬০৩০
উত্তরঃ (c) ১৮০৭৭৬

১.৩
১৩৮
×২৯
----------=

(a) ১৩৮×২+ ১৩৮×৯
(b) ১৮৩ × ২ + ১৮৩×৯
(c) ১৮৩ × ৯ + ১৮৩×২০
(d) ১৮৩×৯+১৩৮×২
উত্তরঃ (d) ১৮৩×৯+১৩৮×২
১.৪ নিচের যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক 3 সেই সংখ্যা দুটি হল
(a) ২১,১০
(b) ১৭,২৪
(c) ১৮,১৪
(d) ১২,১৫
উত্তরঃ (d) ১২,১৫

১.৫
২/৩ এর একটি সমতুল ভগ্নাংশ হল-

(a) ২×৩/৩×২
(b) ২×২/৩×৩
(c) ২/৩×২
(d) ২×৫/৩×৫

উত্তরঃ (d) ২×৫/৩×৫
১৬.
১/৪ , ৩/৩২ কে একেই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যাবে-

(a) ৩/১২, ৩/৩২
(b) ৩/৮, ৩/৩২
(c) ৮/৩২, ৩/৩২
(d) ৪/৩২, ৩/৩২

উত্তরঃ (c) ৮/৩২, ৩/৩২
১.৭
১/৫  +  ২/৫ =

(a) ৩/১০
(b) ১৩/১০
(c) ১৩/৫
(d) ৩/৫
উত্তরঃ (d) ৩/৫

২. সত্য/মিথ্যা (T/F) লেখো :

২.১. দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে।

উত্তরঃ দুটি মৌলিক সংখ্যার গ.সা.গু, সংখ্যা দুটির প্রত্যেকটির থেকে বড়ো হবে-মিথ্যা.

২.২. দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০।

উত্তরঃ দশ হাজার এক সংখ্যাটিতে দশকের ঘরের অঙ্কটির স্থানীয় মান ১০-মিথ্যা.

২.৩, ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা।

উত্তরঃ ২২৫ টাকা মূল্যের ২২১টি বই-এর দাম (২২৫ + ২২১) টাকা-মিথ্যা.

২.৪. সবচেয়ে বড়ো সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য।

উত্তরঃ সবচেয়ে বড়ো সংখ্যা ১১ দিয়ে ৫৫ ও ২২ বিভাজ্য-সত্য.
২.৫     0.৫    <   0.0৫

উত্তরঃ 0.৫    <   0.0৫ -মিথ্যা.

২.৬ ↔️↗️সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা।

উত্তরঃ ↔️↗️সরলরেখা দুটি পরস্পর ছেদী সরলরেখা-সত্য.

১.৭ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= দৈর্ঘ্য× প্রস্থ।

উত্তরঃ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা= দৈর্ঘ্য× প্রস্থ-মিথ্যা.

৩. স্তম্ভ মেলাওঃ

Model Activity Compilation
Model Activity Compilation
Answer-

Model Activity Compilation
Model Activity Compilation
2.

Model Activity Compilation
Model Activity Compilation 
Answer-

Model Activity Compilation
Model Activity Compilation

৪. ফাঁকা স্থান পূরণ করো:

৪.১.    √১৪৪=_________________

উত্তরঃ √১৪৪= ১২
৪.২.   ১৮/১৮ - ১৫/১৮= ( লঘিষ্ঠ আকারে লেখ) ।

উত্তরঃ ১৮/১৮ x ১৫/১৮ = ১৮/১৮ x ১৫/১৮ = ৫/৬
৪.৩.   ৬.৫/৩ = __________________( অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো)

উত্তরঃ ৬.৫/৩ = 
৪.৪.   ৪.৪. তোমার কাছে ৪.৫০ টাকা জমা ছিল। আমি ১৫.৫০ টাকা দিলাম। তোমার কাছে মোট কত টাকা হলো?

উত্তরঃ (৪.৫০ + ১৫.৫০)= ২০.০০

৫. ৫.১. তুমি তোমার মায়ের থেকে ২৫ বছরের ছোটো। বর্তমানে তোমার মায়ের বয়স ৩৬ বছর। দুই বছর পর তোমাদের ক বয়সের সমষ্টি কত হবে?

উত্তরঃ

৫.২. মৌলিক উৎপাদকের সাহায্যে ল.সা.গু নির্ণয় করো। ৪৫, ৭৫

উত্তরঃ

৫.৩, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য ৪০মিটার। প্রতি বর্গমিটার ৬ ঢাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে?

উত্তরঃ

৫.৪
ঘষা অঞ্চলের পরিসীমা নির্ণয় করো।
উত্তরঃ


 Link For All Subject 

 

Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post