Model Activity Compilation (Final) 2021 Class 5 Bangla Part 8 |
Class 5 Bangla Part-8
Final Model Activity Task
Model Activity Compilation (Final) 2021 Class 5 Bangla Part-8
ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা পঞ্চম শ্রেণি সমস্ত উত্তর সহ
বাংলা
পঞ্চম শ্রেণি
পূর্ণমান-৪০
একটি বাক্যে উত্তর দাও :
১.১ ‘আয়রে ছুটে ছোট্টরা’– ছোটোদের কেন ছুটে আসতে হবে?
উত্তরঃ-প্রবাল ভরে গল্প বুড়োর কাছ থেকে নানা রকমের গল্প শোনার জন্য ছোট ছোট ছেলে মেয়েদের ছুটে আসতে হবে.
১.২.... আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল।'—জোয়ানদের ঘাঁটিটি কোথায় ছিল?
উত্তরঃ- জওয়ানদের ঘাঁটি ছিল লাদাখের একটি নির্জন স্থানে বরফ যুক্ত জায়গায়।
১.৩ ‘দারোগাবাবু এবং হাবু’ কবিতায় মেজদার পোষ্য কারা?
উত্তরঃ-দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদা পুষতেন আটটি কুকুর।
১.৪ ‘উলগুলান’ কাদের লড়াই?
উত্তরঃ-উলুখোলা বা বিদ্রোহ ছিল সাম্রাজ্যবাদী ইংরেজদের সঙ্গে আদিবাসীর লড়াই।
১.৫ ‘কেউ করে না মানা।" কার কোন কাজে কেউ নিষেধ করে না?
উত্তরঃ-আকাশে মেঘেদের মেঘলা দিনে তাদের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এবং যেখানে সেখানে খেলাধূলা করতে কেউ মানা করে না।
১.৬ ‘এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। — কী চাষের সময় কুমির একথা বলেছিল?
উত্তরঃ-ধান চাষের সময় শিয়াল কে বলেছিল কুমির যে এবার আমাকে ঘোড়ার দিতে হবে।
১.৭ মাঠ মানে কী অথই খুশির অগাধ লুটোপুটি != ‘অথই' এবং 'অগাধ' শব্দ দুটির অর্থ লেখো।
উত্তরঃ-অথৈ শব্দটির অর্থ হল তল নেই এমন গভীর এবং অগাধ শব্দটির অর্থ হলো প্রচুর বা গভীর
১.৮ ‘ঝড়’ কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম লেখো।
উত্তরঃ-ঝড় কবিতায় বকুল ও চাপা গাছ নামক দুটি গাছের উল্লেখ রয়েছে।
১.৯ 'ট্যাক' শব্দের অর্থ কী?
উত্তরঃ-অনেক সময় দুটো ছোট নদী একটি স্থানে মিলিত হয় এবং সেই স্থানে মিলে যাওয়ার স্থানটিকে "ট্যাক" বলা হয়।
১.১০ 'করুণা করি বাঁচাও মোরে এসে কখন ফণীমনসা একথা বলেছে?
উত্তরঃ-ফনিমনসা তার ছোট ছোট কাঁটাযুক্ত পাতাগুলোর সোনার পাতা গুলো যখন চোরেরা চুরি করে নেয় ছাগলে মুড়ি খায় ও ঝরে ভেঙে পড়ে এই তিনবার বনের পরীর কাছে সে তাকে রক্ষা করার জন্য প্রার্থনা করে।
২. নিজের ভাষায় উত্তর দাও :
২.১ 'গল্পবুড়ো’ কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
২.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।'—জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে 'বুনোহাঁস' গল্পে ফুটে উঠেছে?
২.৩ 'নালিশ আমার মন দিয়ে খুব/ শুনুন বড়োবাবু।'——থানায় বড়োবাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল?
২.৪ 'এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও।
২.৫ ‘বিমলার অভিমান’ কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো।
২.৬ 'ছাদটা ছিল আমার কোতাবে- পড়া মরুভূমি..." “ছেলেবেলা' রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ"।
২.৭ তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান - কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? ২.৮ ব্যাড সেচ্ছায় বৃষ্টি আমার কাজে যুক্ত বালা"। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল?
২.৯ ভেবে পাই নে নিজে – কবি কী ভেবে পান না?২.৯ ‘ভেবে পাই নে নিজে কবি কী ভেবে পান না?
২.১০ ‘ফণীমনসা ও বনের পরি’ নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো।
৩-.নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ সন্ধি করো :
৩.১.১ মিশি + কালো
৩.১.২ এত + দিন
৩.১.৩ বড়ো + ঠাকুর
৩.১.৪ সৎ + গ্রন্থ
৩.১.৫ দিক + নির্ণয়
২. নিজের ভাষায় উত্তর দাও :
২.১ 'গল্পবুড়ো’ কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে?
২.২ এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল।'—জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কীভাবে 'বুনোহাঁস' গল্পে ফুটে উঠেছে?
২.৩ 'নালিশ আমার মন দিয়ে খুব/ শুনুন বড়োবাবু।'——থানায় বড়োবাবুর কাছে হাবু কী কী নালিশ জানিয়েছিল?
২.৪ 'এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও।
২.৫ ‘বিমলার অভিমান’ কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো।
২.৬ 'ছাদটা ছিল আমার কোতাবে- পড়া মরুভূমি..." “ছেলেবেলা' রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কীভাবে স্মরণ"।
২.৭ তারি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান - কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? ২.৮ ব্যাড সেচ্ছায় বৃষ্টি আমার কাজে যুক্ত বালা"। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল?
২.৯ ভেবে পাই নে নিজে – কবি কী ভেবে পান না?২.৯ ‘ভেবে পাই নে নিজে কবি কী ভেবে পান না?
২.১০ ‘ফণীমনসা ও বনের পরি’ নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো।
৩-.নির্দেশ অনুসারে নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৩.১ সন্ধি করো :
৩.১.১ মিশি + কালো
৩.১.২ এত + দিন
৩.১.৩ বড়ো + ঠাকুর
৩.১.৪ সৎ + গ্রন্থ
৩.১.৫ দিক + নির্ণয়