Model Activity Compilation (Final) 2021 Class 8 Swaasthya o Sarir Shiksha Part 8
অষ্টম শ্রেণির মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় স্বাস্থ্য ও শারীরশিক্ষা সমস্ত প্রশ্নের উত্তর
Class 8 Swaasthya o Sarir Shiksha Part 8, Nov- 2021
Final Model Activity Task Swaasthya o Sarir Shiksha Class 8 Part 8, Nov- 2021
Final 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়- স্বাস্থ্য ও শারীরশিক্ষা
পূর্ণমান-৫০
(ক) শূন্যস্থান পূরণ করো।
(1) WHO এর পুরো নাম............................... Health Organisation |
উত্তর: WHO এর পুরো নাম World Health Organisation |
(২) বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা ............................... ও সুরক্ষিত হতে হবে।
উত্তর: বিদ্যালয়ের পানীয় জলের উৎস সর্বদা নিরাপদ ও সুরক্ষিত হতে হবে।
(৩) স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে ............................... সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায়।
উত্তর: স্বাস্থ্যবিধান হলো বিজ্ঞানসম্মত এমন একটি বিষয় যা জানলে শরিরকে সুস্থ সুন্দর ও নিরোগ রাখা যায়।
(৪) দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর ৬০ ...............................খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়।
উত্তর:দরিদ্র পরিবারগুলির চিকিৎসা ব্যয় এর ৬০ শতাংশ খরচ হয় স্বাস্থ্য বিধানের অভাবজনিত জলবাহিত রোগের চিকিৎসায়।
(৫) কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব ............................... সূচক।
উত্তর:কোনো দেশের জনসাধারণের জীবনযাত্রার মান কত উন্নত তার উপর নির্ভর করে ওই দেশের মানব উন্নয়ন সূচক।
(৬) শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার...............................।
উত্তর: শারীরশিক্ষার লক্ষ্য ব্যক্তিসত্তার পুর্নবিকাশ।
(৭) দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে............................... উপর।
উত্তর: দ্রুততার সঙ্গে দিক পরিবর্তনের ক্ষমতা নির্ভর করে ক্ষিপ্রতার উপর।
(৮) 50 মিটার ...............................গতি নির্দেশ করে।
উত্তর: 50 মিটার ট্রাক গতি নির্দেশ করে।
(৯) প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ ...............................বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।
উত্তর: প্রতিদিন শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ শারীরির অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্র ও তন্ত্রগুলির উপর প্রভাববিস্তার করে।
(১০) গ্রামের খোলা জায়গায়.............................. কোনো চিহ্ন থাকবেনা।
উত্তর: গ্রামের খোলা জায়গায় মলত্যাগের কোনো চিহ্ন থাকবেনা।
(১১) সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের ................ ও .............. নিকাশের ব্যবস্থা রাখতে হবে।
উত্তর: সমস্ত জলের উৎসে যথার্থ সিমেন্টের চাতাল ও জল নিকাশের ব্যবস্থা রাখতে হবে।
(১২) প্রতিটি শৌচাগারে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক ............. ................. সংস্থান রাখতে হবে।
উত্তর: প্রতিটি শৌচাগারে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাভাবিক আলো বাতাসের সংস্থান রাখতে হবে।
(১৩) খাটাল, শূকরের খামার, মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন .............................. এলাকা থেকে দূরে রাখতে হবে।
উত্তর:খাটাল, শূকরের খামার, মুরগির পোলট্রি প্রভৃতি অতি ঘন জনবসতি পুর্ন এলাকা থেকে দূরে রাখতে হবে।
(১৪) গ্রামের পরিবেশ.............................. করে গড়ে তোলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
উত্তর: গ্রামের পরিবেশ নির্মল করে গড়ে তোলবার জন্য বৃক্ষরোপণ ও সবুজায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করতে হবে।
(১৫) নলকূপ ও নদীর জল................................. পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
উত্তর: নলকূপ ও নদীর জল নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
(১৬) জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি ........................... আন্দোলনের রূপ দিতে হবে।
উত্তর:জনস্বাস্থ্য বজায় রাখার জন্য সার্বিক স্বাস্থ্যবিধান অভিযানকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিতে হবে।
Link For All Subject