Model Activity Compilation (Final) 2021 Class 8 History Part 8 |
Model Activity Task 2021 Class 8 History Part 8
Final Model Activity Task 2021 Class 8 History Part 8
Class 8 Model Activity Task History Part 8
অষ্টম শ্রেণি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বিষয় ইতিহাস সমস্ত প্রশ্নের উত্তর
অষ্টম শ্রেণি 2021
মডেল অ্যাক্টিভিটি টাস্ক
বিষয়- ইতিহাস
১. ‘ক’ স্তম্ভের সাথে ‘খ’ স্তম্ভ মেলাও :
Model Activity Compilation উত্তর: |
2 সঠিক তথ্য দিয়ে নিচের পূরণ করো:
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
উত্তর:
৩.১ ১৮৭৬ খ্রিস্টাব্দে লর্ড নর্থব্রুক জারি করেন নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন।
উত্তর: সত্য।৩.২ ১৯০৫ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর বাংলা বিভাজনের পরিকল্পনা বাস্তবায়িত করা হয়।
উত্তর: সত্য।
৩.৩ পাঞ্জাবে লালা লাজপত রাই-এর নেতৃত্বে শিবাজি উৎসব চালু হয়।
উত্তর: মিথ্যা।
৩.৪ সাঁওতালরা ঔপনিবেশিক শাসকের শােষনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
উত্তর: সত্য।
৪. সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করাে :
৪.১ ১৭১৭ খ্রিষ্টাব্দে _____ কে বাংলার নাজিম পদ দেওয়া হয় (মুর্শিদকুলি খান/সাদাৎ খান /আলিবর্দি খান)।উত্তর: মুর্শিদকুলি খান কে ।
৪.২ ১৭২২ খ্রিষ্টাব্দে _____ এর নেতৃত্বে অযােধ্যা এবং স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসাবে গড়ে ওঠে (নিজাম-উল-মুলক/সাদাৎ খান/সফদর জং)।
উত্তর: সাদাৎ খান এর
৪.৩ ১৭২৪ খ্রিষ্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন _____ । (ফররুখশিয়র / নিজাম-উল-মুলক/সাদাৎ খান)।
উত্তর: নিজাম-উল-মুলক ।
৪.৪ ১৮৭৮ খ্রিষ্টাব্দে দেশীয় মুদ্রণ আইন জারি করেন _____ (লর্ড লিটন/লর্ড রিপন/লর্ড বেন্টিঙ্ক/লর্ড ক্যানিং)।
উত্তর: লর্ড লিটন ।
৫. চার-পাঁচটি বাক্যে উত্তর দাও :
৫.১ কে, কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন?
উত্তরঃ ভারতে সিভিল সার্ভিস চালু করেছিলেন লর্ড কর্ণওয়ালিশ । সিভিল সার্ভিস চালু করার পিছনে লর্ড কর্ণওয়ালিশের প্রধান উদ্দেশ্য ছিল প্রশাসনিক কাজের মানকে উন্নত ও দ্রুত করা । রাজস্ব বিভাগের কর্মচারীদের দক্ষ করার জন্য ও দুর্নীতি বন্ধ করাই ছিল এই আইনের উদ্দেশ্য ।৫.২ ব্যাপটিস্ট মিশন শিক্ষার প্রসারে কেমন ভূমিকা পালন করেছিল?
উত্তরঃ উইলিয়াম কেরি, মার্শম্যান ও উইলিয়ম ওয়ার্ডের মিলিত প্রচেষ্টায় শ্রীরামপুরে ব্যাপ্টিস্ট মিশন প্রতিষ্ঠা হয়। শিক্ষার প্রসারে এই মিশনের অনেক ভূমিকা রয়েছে। এই মিশনের চেষ্টাতে ১২৬টি বিদ্যালয় ও দশ হাজার ভারতীয় ছাত্র পাশ্চাত্য শিক্ষার সুযােগ পেয়েছিল ।৫.৩ পণ্ডিতা রমাবাঈ কেন স্মরণীয়?
উত্তরঃ পশ্চিম ভারতে নারীশিক্ষায় বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছিলেন পণ্ডিত রমাবাঈ। শিক্ষিত ব্রাহ্মণ পরিবারের মেয়ে পণ্ডিতা রমাবাঈ সমস্ত সামাজিক বাধা বিপত্তি উপেক্ষা করে এক শুদ্রকে বিয়ে করেন। পরে বিধবা অবস্থায় মেয়েকে নিয়ে ইংল্যান্ডে গিয়ে ডাক্তারি পড়েন। বিধবাদের জন্য তিনি একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন৷Link For All Subject