Model Activity Compilation (Final) 2021 Class 7 Poribesh O Biggan Part-8 |
Poribesh O Biggan
Model Activity Compilation (Final) 2021 Class 7 Poribesh O Biggan Part-8
Class 7 Part-8 Poribesh O Biggan
Class 7 Poribesh O Biggan Part-8
Final Model Activity Compilation Class 7 Poribesh O Biggan Part-8
পরিবেশ ও বিজ্ঞান
সপ্তম শ্রেণি
পূর্ণমান- 50
সপ্তম শ্রেণি
পূর্ণমান- 50
ঠিক উত্তর নির্বাচন করো :
(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি।
১.১ অপ্রভ বস্তুটি হলো
(ক) মোমবাতির শিখা(খ) সূর্য
(গ) চাঁদ
(ঘ) জোনাকি।
উত্তর: (গ) চাঁদ
(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) (গাবর গ্যাস
১.২ যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো -
(ক) কয়লা(খ) পেট্রোল
(গ) ডিজেল
(ঘ) (গাবর গ্যাস
উত্তর: (ঘ) (গাবর গ্যাস
(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) বায়া অঞ্চল
(ঘ) মূলরোম অঞ্চল
১.৩ উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো
(ক) মূল অঞ্চল(খ) বর্ধনশীল অঞ্চল
(গ) বায়া অঞ্চল
(ঘ) মূলরোম অঞ্চল
উত্তর: (খ) বর্ধনশীল অঞ্চল
(খ) কাগজ
(গ) কাপড়
১.৪ যোকো আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। সেটি হলো,
(ক) দেয়াল(খ) কাগজ
(গ) কাপড়
(ঘ) আয়না
উত্তর: (ঘ) আয়না
১.৫ বেটি পরিবেশবাপর শদির উৎসায় সেটি হলো
(ক) সূর্য(খ) বায়ুপ্রবাহ
(গ) জীবাশ্ম জ্বালানি
(ঘ) জৈব গ্যাস।
উত্তর: (গ) জীবাশ্ম জ্বালানি
(খ) কচুরিপানা
(গ) বেল
(ঘ) কুমড়ো।
১.৬ রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো –
(ক) আলু(খ) কচুরিপানা
(গ) বেল
(ঘ) কুমড়ো।
উত্তর: (খ) কচুরিপানা
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের..............................ফলাফলের প্রয়োগ করা হয়।
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের..............................ফলাফলের প্রয়োগ করা হয়।
উত্তর: ইস্ত্রিতে তড়িৎপ্রবাহের তাপীয় ফলাফলের প্রয়োগ করা হয়।
২.২ আমের আঁটি..............................ঢেকে রাখে।
২.২ আমের আঁটি..............................ঢেকে রাখে।
উত্তর: আমের আঁটি বীজকে ঢেকে রাখে।
২.৩ এঁচোড় হলো..............................ফলের একটি উদাহরণ।
২.৩ এঁচোড় হলো..............................ফলের একটি উদাহরণ।
উত্তর: এঁচোড় হলো যৌগিক ফলের একটি উদাহরণ।
৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে x চিহ্ন দাও:
৩১ কোনো বস্তুকে তাপ দিলে তার উয়তার পরিবর্তন হবেই।
৩. ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে x চিহ্ন দাও:
৩১ কোনো বস্তুকে তাপ দিলে তার উয়তার পরিবর্তন হবেই।
উত্তর: x
৩.২ ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রোগ হয়।
৩.২ ভিটামিন D-এর অভাবে বেরিবেরি রোগ হয়।
উত্তর: x
৩.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই।
৩.৩ কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই।
উত্তর: ঠিক
৩.৪ কোনো দণ্ডচুদকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।
৩.৪ কোনো দণ্ডচুদকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়।
উত্তর: x
৩.৫ কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে।
উত্তর: x
৩.৬ তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ।
উত্তর: x
৪. সংক্ষিপ্ত উত্তর দাও :
৪.১ সমীকরণটি ব্যালান্স করে লেখো - P4+.........O2 → P4O10
৪. সংক্ষিপ্ত উত্তর দাও :
৪.১ সমীকরণটি ব্যালান্স করে লেখো - P4+.........O2 → P4O10
উত্তর: P4+5O2 → P4O10
উত্তর: আয়োডিনের পরিমাণ মানবদেহে সঠিকভাবে থাকলে মানবদেহের গলগন্ড প্রকৃতির রোগ থেকে রক্ষা পাওয়া যায় এছাড়াও আয়োডিন মস্তিষ্কের বিকাশে সহায়তা করে.
৪.৩ আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও।
উত্তর: আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হল আমসত্ত্ব।
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৫. একটি বা দুটি বাক্যে উত্তর দাওঃ
৫.১ কিউগ্রিক ক্লারাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কী ধরনের বিক্রিয়া হবে। বিক্রিয়ার সমীকরণ
উত্তর: কিউগ্রিক ক্লারাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে যেধরনের বিক্রিয়া হবে তা হল-
Zn + CuCl2 → Zncl2 + Cu
কিউরে ক্লোরাইডের জলীয় দ্রবণের সঙ্গে জিংকের টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে।
৫.২ কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়।
উত্তর: ফিল্টার যন্ত্র সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় সেগুলো নিম্নরূপ-
জলকে একটি পরিষ্কার পাত্রে কিছু সময় রেখে দিলে জলের ভাসমান আবর্জনা দ্বিতীয় পর্বেও উপরের অংশ পরিষ্কার ও পরিচ্ছন্ন হয়ে যাবে।
পানীয় জল কে আগুনে গরম করতে হবে অফুটন্ত জলকে ঠান্ডা করলে জীবাণুনাশক হিসেবে শুদ্ধ পানিয় জল পাওয়া যায়।
৫.৩ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে?
৫.৩ পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কী প্রমাণ আছে?
উত্তর: পৃথিবী যে নিজে একটা চুম্বক তার পক্ষে অনেকগুলো প্রমাণ লক্ষ্য লক্ষ্য করা যায়,
যেমন- ক-পৃথিবী কে কেন্দ্র করে চাঁদ তার কক্ষপথে আবর্তন করতে থাকে।
খ- পৃথিবীতে বসবাসযোগ্য ও ভাসমান যোগ্য জীব ও জড় পদার্থ আকাশের দিকে ছুড়ে দিলে সেটি পুনরায় ভূপৃষ্ঠে এসে পতিত হয়। যেমন করে একটা চুম্বক এর কাছে পেরেক রাখলে পেরেকটি ছুটে এসে চুম্বকের গায়ে চিপকে যায়।
৫.৪ কী কী উপায়ে উদ্ভিদে স্বপরাগযোগ ঘটাতে পারে?
উত্তর:
৫.৫ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত – লোহার চেয়ার না কাঠের টুল? কেন ?
৫.৫ চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কীসের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত – লোহার চেয়ার না কাঠের টুল? কেন ?
উত্তর: চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রির কাঠের টুলের ওপর দাঁড়িয়ে কাজ করা উচিত.কারণ চালু লাইনে বিদ্যুৎ চলমান করে আর বিদ্যুৎ লোহার টুকরো কে বা লোহার জাতীয় অথবা লোহার চেয়ার কে বিদ্যুৎ যুক্ত চেয়ার হয়ে যাবে কারণ লোহাতে বিদ্যুৎ চলাচল করতে পারে আর অপরপক্ষে যদি কাঠের টুল নিয়ে কাজ করা হয় তাতে বিদ্যুৎ চলাচল করতে পারে না তাই বিদ্যুতের কাজ করার সময় কাঠের টুল এর উপর কাজ করা উচিত অথবা প্লাস্টিকের চেয়ার।
৫.৬ উদ্ভিদের মূলের প্রধান কাজ কী কী?
উত্তর: উদ্ভিদের মূলের প্রধান প্রধান কাজ গুলি হল
(ক) উদ্ভিদ কে মাটির সঙ্গে আঁকড়ে ধরে রাখে এতে উদ্ভিদ মাটির উপর সোজা ভাবে দাঁড়িয়ে থাকতে পারে।
(খ) উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জল মাটি থেকে সংগ্রহ করে তা বিভিন্ন কলার মাধ্যমে বিভিন্ন অংশে পৌঁছে দেয়।
৫.৭ হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন?
উত্তর: গায়ে বা শরীরের কোনও অংশে, হাতে বা গায়ে স্পিরিট লাগলে ঠান্ডা বোধ হয়। স্পিরিট উদ্বায়ী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয়। এই বাম্পায়নের জন্য স্পিরিট প্রযোজনীয় লীন তাপ হাত বা গা থেকে গ্রহণ করে। ফলে হাত বা গা-এর স্পিরিট-লাগা অংশটুকু ঠান্ডা হয়ে যায়।
৬. তিন-চারটি বাক্যে উত্তর দাও :
৬.১ যে উয়তায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। ৩×৬ = ১৮
৬.১ যে উয়তায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। ৩×৬ = ১৮
উত্তর:
৬.২ কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগে কী কী লক্ষণ দেখা যায়?
উত্তর:
৩.৩ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লগ্ন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
৩.৩ একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লগ্ন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও।
উত্তর:
৬.৪ সাপ কীভাবে জেকবসনস অগ্যনি- এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে?
৬.৪ সাপ কীভাবে জেকবসনস অগ্যনি- এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে?
উত্তর:
৩.৫ সুচিচিত ক্যামেরার চিত্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
৩.৫ সুচিচিত ক্যামেরার চিত্রটি বড়ো করা হলে প্রতিকৃতির কী পরিবর্তন হবে? ব্যাখ্যা করো।
উত্তর:
৬.৬ সমুদ্রের মাছ কীভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে কাথা করো।
উত্তর:
Link For All Subject