Model Activity Compilation (Final) 2021 Class 4 Amader Poribesh Part 8 |
Model Activity Compilation (Final) 2021 Class 4 Amader Poribesh Part 8
Model Activity Task 2021 Class 4 Amader Poribesh Part 8
Class 4 Amader Poribesh Part 8
আমাদের পরিবেশ চতুর্থ শ্রেণি পূর্ণমান-৪০ সমস্ত উত্তর সহ
আমাদের পরিবেশ
চতুর্থ শ্রেণি
পূর্ণমান- 80
১। ঠিক উত্তর নির্বাচন করো :১.১ কাটা আছে এমন উদ্ভিদের একটি উদাহরণ হলো -
(ক) বট
(খ) পলাশ
(গ) ফণীমনসা
(ঘ) আম।
উত্তর:(গ) ফণীমনসা
১.২ উঁচু পাহাড়ে ওঠার সময় সিলিন্ডারে যে গ্যাস ভরে নিয়ে যাওয়া হয় সেটি হলো
(ক) নাইট্রোজেন
(খ) অক্সিজেন
(খ) অক্সিজেন
(গ) নিষ্ক্রিয় গ্যাস
(ঘ) কার্বন ডাইঅগাইড
(ঘ) কার্বন ডাইঅগাইড
উত্তর:(খ) অক্সিজেন
১৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো
(ক) গন্ডার
(খ) ডোডো
(গ) কুমির
(ঘ) হরিণ।
১৩ পৃথিবী থেকে হারিয়ে যাওয়া একটি প্রাণীর নাম হলো
(ক) গন্ডার
(খ) ডোডো
(গ) কুমির
(ঘ) হরিণ।
উত্তর:(খ) ডোডো
১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে।
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
১.৪ চাঁদ পৃথিবীর চারদিকে অনবরত ঘুরছে।
(ক) উত্তর থেকে দক্ষিণ দিকে
(খ) দক্ষিণ থেকে উত্তর দিকে
(গ) পূর্ব থেকে পশ্চিম দিকে
(ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে।
উত্তর: (ঘ) পশ্চিম থেকে পূর্ব দিকে।
১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো –
১.৫ ব্রোঞ্জ তৈরি করা হয় যে দুটি ধাতু মিশিয়ে সেগুলি হলো –
(ক) লোহা আর টিন
(খ) তামা আর টিন
(গ) লোহা আর তামা
(ঘ) তামা আর সোনা।
(খ) তামা আর টিন
(গ) লোহা আর তামা
(ঘ) তামা আর সোনা।
উত্তর:(খ) তামা আর টিন
১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো-
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ।
১.৬ টুসু পরব পালন করা হয় যে মাসে সেটি হলো-
(ক) চৈত্র
(খ) বৈশাখ
(গ) শ্রাবণ
(ঘ) পৌষ।
উত্তর: (ঘ) পৌষ।
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ..............................
২. শূন্যস্থান পূরণ করো :
২.১ সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো ..............................
উত্তর: সাঁতার কাটার জন্য হাঁসের পায়ের আঙুলগুলো জোড়া.
২.২ বাটখারা দিয়ে কোনো জিনিসের মাপা.............................. হয়।
উত্তর: বাটখারা দিয়ে কোনো জিনিসের মাপা ওজন হয়।
২.৩..............................থেকে বেরোয় লালারস।
উত্তর: লালা গ্রন্থি থেকে বেরোয় লালারস।
২.৪ পৃথিবীর.............................. হলো চাঁদ।
২.৪ পৃথিবীর.............................. হলো চাঁদ।
উত্তর: পৃথিবীর উপগ্রহ হলো চাঁদ।
৩. ঠিক বাক্যের পাশে ‘✔️’ আর ভুল বাক্যের পাশে ‘X’ চিহ্ন দাও :
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।
৩.১ কেঁচোর শিরদাঁড়া আছে।
উত্তর: কেঁচোর শিরদাঁড়া আছে-X
৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে ঢাকা বানাত।
৩.২ মানুষ প্রথমে কাঠ দিয়ে ঢাকা বানাত।
উত্তর: মানুষ প্রথমে কাঠ দিয়ে ঢাকা বানাত - ✔️
৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
৩.৩ আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত।
উত্তর: আদিম মানুষেরা কাঠকয়লা দিয়ে ছবি আঁকত - ✔️
৩.৪ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো :
উত্তর:
Model Activity Compilation (Final) 2021 Class 4 Amader Poribesh Part 8 |
৫.১ ধ্রুবতারাকে আকাশের কোন দিকে দেখা যায়?
উত্তর: ধ্রুবতারাকে আকাশের উত্তর দিকে দেখা যায়।
৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।
৫.২ এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।
উত্তর: প্লাস্টিক এমন একটা বর্জ্য পদার্থের নাম লেখো যা সহজে মাটিতে মিশে যায় না।
৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
৫.৩ পশ্চিমবঙ্গের কোথায় রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে?
উত্তর: পশ্চিমবঙ্গের চিত্রঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?
৬. একটি বা দুটি বাক্যে উত্তর দাও :
৬.১ কী করে চাল থেকে ধানের খোসাকে আলাদা করবে?
উত্তর: ধানকে প্রথমে একটু রোদে শুকিয়ে নিতে হবে তারপর ঢেঁকিতে অথবা ধান পেশায় করা মেশিন তাকে ঢেলে দিলে চাল থেকে ধানের খোসা আলাদা হয়ে পড়বে.
৬.২ ফুসফুস ভালো রাখার উপায় কী কী?
উত্তর: ফুসফুস ভালো রাখার উপায় গুলি হল-
নিয়মিত শুদ্ধ বাতাস দূষণমুক্ত আবহাওয়ায় বসবাস করতে হবে
এবং নিয়মিত ব্যায়াম করতে হবে।
৬.৩ কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে সাহায্য করে?উত্তর: কৃত্রিম উপগ্রহগুলি আমাদের দৈনন্দিন জীবনে যাকরে থাকি তা হল-
1) কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা বাড়িতে বসে দেশ- খবর জানতে পারি ।
2) আমরা আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানতে পারি
3) আমরা মোবাইলে কথা বলতে পারি.
৬.৪ ডোকরার পুতুল কীভাবে বানানো হয় ?উত্তর: পিতলের কিছু অংশ ব্রঞ্চ দিয়ে এছাড়া বিভিন্ন ধাতু গলিয়ে ডোকরার পুতুল তৈরি করা হয়।
৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন?
৬.৫ আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানিয়েছিল কেন?
উত্তর: আগেকার দিনে মানুষ বিভিন্ন বনে জঙ্গলে বসবাস করত আর তারা নিজেদের আত্মরক্ষার জন্য সর্বপ্রথম কুকুরকে পোষ মানিয়েছিল ও পরে তাদের খাদ্যের অভাব দূর করার জন্য ও ব্যবসার তাগিদে তারা গরু-ছাগল এই সমস্ত প্রাণীদের পোষ মানিয়ে ছিল।
৬.৬ অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন?
উত্তর:অমাবস্যার সময় চাঁদ পৃথিবী এবং সূর্যের মাঝখানে এসে পরে আর সেই মুহূর্তে চাঁদের কোন আলো পৃথিবীতে এসে পৌঁছায় না তাই আমরা আমাবস্যা সময় চাঁদ কে দেখতে পায় না।
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও -
৭. দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও -
৭.১ বর্তমানে বিভিন্ন প্রাণীর বাসস্থান বিপন্ন কেন এমন হচ্ছে বলে তোমার মনে হয়।
উত্তর: বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রাণীর বসবাসের স্থান বিপন্ন হয়ে পড়ছে তার মূল কারণ হল জনবিস্ফোরণ অর্থাৎ দিনদিন জনসংখ্যা দ্রুত হারে বেড়ে চলেছে আর সেই জনসংখ্যার হার বৃদ্ধি পাওয়ায় ঝোপ ঝাড় জঙ্গল গাছপালা কেটে বসতি গড়ে উঠছে শহর গড়ে উঠছে এই কারণে বর্তমানে বিভিন্ন প্রাণী লুপ্ত হয়ে পড়ছে।
৭.২ বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি কি করা উচিত বলে তোমার মনে হয়?
উত্তর: কোনো কারণবশত কাউকে যদি বিষাক্ত সাপের কামড় দেয় তাহলে প্রথমে সাপটি শনাক্ত করতে হবে ও যে অংশে কামড়েছে, যেখানে কামড় দিয়েছে ওখানে ভালো করে পরিষ্কার করতে হবে। সঙ্গে সঙ্গে ওই কামড়ানোর অংশের চার আঙুল উপরে ও চার আঙুল নিচে শক্ত করে বাঁধন দিতে হবে। রোগীকে সাহস যোগাতে হবে তারপর নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এসে তার চিকিৎসা করতে হবে।
৭.৩ "বাসন্ধানের কাছাকাছি জল থাকলে সুবিধে'- বক্তব্যটির যথার্থতা ব্যাখা করো।
উত্তর: বাসস্থানের কাছাকাছি জলাশয় থাকলে তার অনেক সুবিধে রয়েছে যেমন-
১. নিকটবর্তী এলাকায় চাষবাস করা সহজ হয়ে ওঠে।
২. বসবাসকারীদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন জীবনে বিভিন্ন জলের চাহিদা মেটে যেমন সেখানে স্নান করা সেখানে থালাবাসন ধোয়া এবং জলের সাহায্যে এক স্থান থেকে অন্য স্থানে মালপত্র বয়ে নিয়ে যাওয়া।.
৩. এছাড়াও কোন কারণবশত যদি আগুন লেগে যায় তাহলে সেই জলাশয় থেকে জল নিয়ে নেভানোর জন্য জলের চাহিদা পূরণ হয়।
Link For All Subject