Model Activity Task Mathematics Class 5 Part 7 |
Model Activity Task Mathematics Class 5 Part 7
Class 5 Part 7 Mathematics Solved
মডেল অ্যাক্টিভিটি টাস্ক গণিত পঞ্চম শ্রেণি
নীচের প্রশ্নগুলোর উত্তর লেখো:
১-.বহুমুখী উত্তর ধর্মী প্রশ্ন(MCQs) :
|
|
|
|
|
|
|
|
|
|
(a) ২ বেশি
(b) ২/১০ অংশ বেশি
(c) ২/১০ অংশ কম
(d) ২ কম
উত্তর-(b) ২/১০ অংশ বেশি
(খ)৫ ও ৪ এর সাধারণ গুণিতক গুলির মধ্যে সবথেকে ছোট গুণিতক কি হলো
(a) ৪
(b) ৫
(c) ১
(d)২০
উত্তর- (d)২০
(b) ৫
(c) ১
(d)২০
উত্তর- (d)২০
(গ) প্রকৃত ভগ্নাংশ টি হল
(a) ২/৩
(b) ১-১/২
(c) ১
(d) ২/৩
উত্তর-(d) ২/৩
(b) ১-১/২
(c) ১
(d) ২/৩
উত্তর-(d) ২/৩
(ঘ) ১/২ কিগ্রা+১/২ কিগ্রা
(a) ১ কিগ্রা এরকম
(b) ১ কিগ্রা এর বেশি
(c) ১ কিগ্রা এর সমান
(d) ২ কিগ্রা এরকম
উত্তর-(c) ১ কিগ্রা এর সমান
(a) ১ কিগ্রা এরকম
(b) ১ কিগ্রা এর বেশি
(c) ১ কিগ্রা এর সমান
(d) ২ কিগ্রা এরকম
উত্তর-(c) ১ কিগ্রা এর সমান
২. সত্য /মিথ্যা লেখ:
(ক) চিত্রে এবি একটি সরলরেখা
উত্তর- চিত্রে এবি একটি সরলরেখা, মিথ্যা (F) .
(খ) . ২,.১ থেকে ১বেশি
উত্তর- ২,.১ থেকে ১বেশি, মিথ্যা। (F)
(গ) P Q P ও Qবিন্দু দুটি যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যায়।
উত্তর- P Q P ও Qবিন্দু দুটি যুক্ত করে অসংখ্য সরলরেখা পাওয়া যায়, মিথ্যা। (F)
৩. স্তম্ভ মেলাও (যে কোন তিনটি) :
ক |
খ |
৪ / ১০ |
.০০৪ |
সমান
৪০ ভাগের ৪ ভাগ |
.০৪ |
৪/১০০ |
.১ |
সমান
১০০০ ভাগের ৪ ভাগ |
.৪ |
উত্তর-
ক | খ |
৪ / ১০ | .৪ |
সমান ৪০ ভাগের ৪ ভাগ | . ১ |
৪/১০০ | . ০৪ |
সমান ১০০০ ভাগের ৪ ভাগ | .০০৪ |
৪.(ক) যোগফল নির্ণয় করো:(১/৩ + ১/২)
উত্তর-
১/৩ + ১/২
=(২ + ৩) /৬
= ৫/৬
(খ) ৩৬ বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের একটি বাহুর হলুদ রং দেওয়া হলো হলুদ রং অংশের দৈর্ঘ্য নির্ণয় করো।
উত্তর-
আমরা জানি বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ (দৈর্ঘ্য× প্রস্থ) বর্গ একক
অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান = ৩৬ বর্গ সেমি
বড় ক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য√৩৬
=৬ সেমি
অতএব হলুদ রং দেওয়া অংশের দৈর্ঘ্য =৬ সেমি।
অথবা
সরল করো
১৬ ÷ ৪×২÷৪×৩
উত্তর-
আমরা জানি সরল করার ক্ষেত্রে "বদমাশ" অর্থাৎ 'BODMAS' এই সূত্রটি কে কাজে লাগিয়ে সরল করতে হয়,
১৬ ÷ ৪×২÷৪×৩
= ১৬/৪ × ২/৪ ×৩
= ৪×২×৩/৪
=২৪/৪
=৬