Somocharito Vinnarthok Sobdo | সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

Somocharito Vinnarthok Sobdo
সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

Somocharito Vinnarthok Sobdo

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ

{tocify} $title={Table of contents}

অ,আ- দিয়ে ভিন্নার্থক শব্দ

অনু- পশ্চাৎ

অণু- সূক্ষ্মতম

অন্য- অপর

অন্ন- ভাত

অর্ঘ্- মূল্য

অর্ঘ্য- পূজার উপকরণ

অংশ- ভাগ

অংস- কাঁধ

অলীক- মিথ্যা

অলিক- ললাট

আপন- নিজ

আপণ- দোকান

আশা- ইচ্ছা

আসা-আগমন

অশ্ব- ঘোড়া

অশ্ম- প্রস্তর

অকাল- অশুভ সময়

আকাল- দুর্ভিক্ষ

অবিরাম- অবিশ্রান্ত

অভিরাম- সুন্দর

আরোহণ- উপরে ওঠা

আহরণ- চয়ন করা

আবরণ- আচ্ছাদন

আভরণ- অলংকার

আসার- প্রবল বৃষ্টি

আষাঢ়- মাস বিশেষ

অসিত- কৃষ্ণবর্ণ

অশিত- ভক্ষিত

আসি- আগমন

আশি-অশীতি

অবদান- মহৎ কাজ

অবধান- মনোযোগ

আঁধার- অন্ধকার

আধার- পাত্র

আদি- প্রথম

আধি- মনের রোগ

- দিয়ে ভিন্নার্থক শব্দ

উপাদান- উপকরণ

উপাধান- বালিশ

উলু- হুলিধ্বনি

উলূ- ঘাস, খড়

উদ্যত- প্রবৃত্ত

উদ্ধত- অবিনীত

উদর- পেট

উদার- মহৎ

- দিয়ে ভিন্নার্থক শব্দ

কৃত্তি- ব্যাঘ্র চর্ম

কীর্তি- খ্যাতি

কুল- বংশ, ফল বিশেষ

কূল- তীর

কাটা- ছেদন করা

কাঁটা- কন্টক

কোনো- বিশেষ একটি

কোণ- দিক

কুজন- খারাপ লোক

কূজন- পাখির ডাক

কমল- পদ্মফুল

কোমল- নরম

কটি- কোমর

কোটি- শত লক্ষ্

কৃত- সম্পাদিত

ক্রীত-কেনা হয়েছে এমন

- দিয়ে ভিন্নার্থক শব্দ

গিরিশ- মহাদেব

গিরীশ- হিমালয়

গুড়- মিষ্টি দ্রব্য

গুঢ়- গুপ্ত

গোলাক- গোলাকার পদার্থ

গোলোক- বৈকুন্ঠ

গাথা- কাহিনি

গাঁথা- গ্রন্থন

- দিয়ে ভিন্নার্থক শব্দ

চির- নিত্য

চীর- ছিন্নবস্ত্র

- দিয়ে ভিন্নার্থক শব্দ

জাতি- বংশ

জাতী- মালতীফুল

জালা- বড়ো জলপাত্র

জ্বালা- যন্ত্রণা

জোর- বল

জোড়- মিলন

জ্বর- রোগবিশেষ

জড়- অচেতন পদার্থ

- দিয়ে ভিন্নার্থক শব্দ

টিকা- তিলক

টীকা- ব্যাখ্যা

- দিয়ে ভিন্নার্থক শব্দ

তুলা- ওজন

তূলা- কার্পাস

- দিয়ে ভিন্নার্থক শব্দ

দিন- দিবস

দীন- দরিদ্র

দীপ- প্রদীপ

দ্বীপ- জলবেষ্টিত ভূমি

দেশ- রাজ্য

দ্বেষ- হিংসা

দার-স্ত্রী

দ্বার- দরজা

দূত- বার্তাসহ

দ্যুত- পাশা

- দিয়ে ভিন্নার্থক শব্দ

ধ্বনি- শব্দ

ধনী- বড়লোক

ধুম- সমারোহ

ধূম- ধোয়া

- দিয়ে ভিন্নার্থক শব্দ

নীড়- পাখির বাসা

নীর- জল

নারী- মহিলা

নাড়ি- শিরা

নুন- লবণ

ন্যূন- কম

- দিয়ে ভিন্নার্থক শব্দ

পদ্ম- ফুল বিশেষ

পদ্য- কবিতা

পড়া- পাঠ করা

পরা- পরিধান করা

প্রসাদ- অনুগ্রহ

প্রাসাদ- অট্টালিকা

পানি- জল

পাণি- হাত

- দিয়ে ভিন্নার্থক শব্দ

বান- বন্যা

বাণ- শর

বলি- যজ্ঞাদিতে

বলী- বীর, বলবান

বানি- গয়না তৈরি মজুরি

বাণী- বাক্য

বশ- অধীন

বস- বসে পড়া

বর্ষা- ঋতুবিশেষ

বর্শা- অস্ত্রবিশেষ

বাধা- বিপত্তি

বাঁধা- বন্ধন করা

বিষ- গরল

বিশ- সংখ্যা বিশেষ

বাড়ি- ঘর

বারি- জল

বিজন- জনহীন

বীজন- বাতাস

বীণা- বাদ্যযন্ত্র বিশেষ

বিনা- ব্যতীত

- দিয়ে ভিন্নার্থক শব্দ

যোগ্য- উপযুক্ত

যজ্ঞ- বৈদ্যুতিক অনুষ্ঠান

- দিয়ে ভিন্নার্থক শব্দ

লক্ষ- সংখ্যা বিশেষ

লক্ষ্য- উদ্দেশ্য

লক্ষণ- চিহ্ন

লক্ষ্মণ- রামচন্দ্রের ভাই

শ, স- দিয়ে ভিন্নার্থক শব্দ

শারদা- দুর্গা

সারদা- সরস্বতী

শরণ- আশ্রয়

স্মরণ-মনে রাখা

সজ্জা- অলংকার

শয্যা- বিছানা

শর-বাণ

স্বর- আওয়াজ

সাক্ষর- অক্ষর পরিচয় যুক্ত

স্বাক্ষর- দস্তখত

সকল- সব, সমস্ত

শকল- মাছের আঁশ

স্বর্গ- মহাকাব্যের অধ্যায় বিশেষ

স্বর্গ- দেবপুরী

স্বার্থ- নিজের প্রয়োজন

সার্থ- বণিক

সুত- পুত্র

সূত- সারথি

শীত- হিম ঋতু

সিত- শুভ্র

সূর- সূর্য

সুর- দেবতা

সারা-সমগ্র

সাড়া- শব্দ

সাপ- সর্প

শাপ- অভিশাপ

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post