Model Activity Task Class 3 Part 6 Bangla September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা তৃতীয় শ্রেণি

Model Activity Task Class 3 Part 6 Bangla September 2021
Model Activity Task Class 3 Part 6 Bangla September 2021

Model Activity Task Class 3 Part 6 Bangla September 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা তৃতীয় শ্রেণি

Model Activity Task Class 3 Part 6 Bangla September 2021 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা প্রথম ভাষা তৃতীয় শ্রেণি

 Class 3 Model Activity Task  September 2021 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

 বাংলা (প্রথম ভাষা 

 তৃতীয় শ্রেণি

 ১.নিচের প্রশ্নগুলির উত্তর দাও: 

১.১ গায়ের লোক হাঁফ ছেড়ে বাঁচল ।----কখন গাঁয়ের লোক হাঁফ ছেড়ে বাঁচলো? 

উত্তর ঃ "সোনা" গল্প লেখক 'গৌরী ধর্মপাল' আলোচ্য গল্প সরকারের লোকেরা যখন পাততাড়ি গুটিয়ে তাবু হরিয়ে চলে গেল তখন গাঁয়ের লোকেরা হাঁফ ছেড়ে বাঁচলো।

১.২ জীবন ভর শব্দের অর্থ কি? শব্দটি ব্যবহার করে একটি বাক্য রচনা করো? 

উত্তর ঃ “জীবনভর“ শব্দটির অর্থ হল সারা জীবন। 

আমি আমার মাকে সারাজীবন ভালোবাসবো।

১.৩ এবার কি মনে করে? এই প্রশ্নের উত্তরে শ্রোতা কি বলেছিলেন? 

উত্তর ঃ নদীর তীরে একা গল্পে বাক্যাংশটি জীবন সরদার ব্যবহার করেছেন লেখক একা একা নদীর তীরে ঘুরতে থাকে তখনই এক ব্যাক্তি জিজ্ঞাসা করে এবারে কি মনে করে তার পরিপ্রেক্ষিতে লেখক উত্তর দেন আমি পূর্বে দামোদর নদীর রূপ দেখে ছিলাম অন্যরকম অর্থাৎ তখন ছিল দামোদরের তীরবর্তী সবজি পরিপূর্ণ কিন্তু বর্তমানে অর্থাৎ আর এখন এসে ওই দামোদর নদীর উপকূলে দেখছি যে কেবল আর জলপূর্ণ দামোদর পরিণত হয়েছে।

 আমি তবে 100 টা দারা টি 

পাল তুলে দে চারটে পাঁচটা ছটা-----+ কেন কথক এমনটি করতে চাই? 

উত্তর ঃ নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় তিনি তার মনের আশা পূর্ণ করার উদ্দেশ্যে নৌকা যাত্রা নিয়ে স্থাপ সমুদ্র তেরো নদী পার পাড়ি দিতে চান তার উদ্দেশ্যে নৌকার পাল তুলে পারি দিয়ে যাত্রা শুরু করতে চান তাই তিনি উক্ত বাক্যাংশটি ব্যবহার করেছেন।

১. সেক্সটাল্ট এর কাজ কি? 

উত্তর ঃ সেক্সটাল্ট এটি একটি যন্ত্র যার সাহায্যে সূর্য ও নক্ষত্রের কৌণিক উচ্চতা পরিমাপ করা হয়।

১.৬ পর্যটন কবিতায় মহেশ দাস এর গন্তব্য কোথায়? 

উত্তর ঃ  পর্যটন কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা গাছের সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে বলেছেন মহেশের গন্তব্যস্থান ছিল 'সান্টা ফে,'অর্থাৎ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর।

১.৭ এমনকি বুড়ো লোকের উপকারেও আসতে গাছেরা---- গাছেরা কিভাবে বড়লোকের উপকারে আসতো? 

উত্তর ঃ গাছেরা কেন চলাফেরা করে না প্রচলিত গল্প গ্রীষ্মকালে সময় ছায়া দিয়ে সারা বছর ফুল ফল যারা অর্থাৎ বৃদ্ধ লোকেরা চলাফেরা করতে পারত না তাদেরকে বয়ে নিয়ে যেত তাদের মালপত্র সঙ্গে নিয়ে নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিত এভাবে বুড়ো লোকেদের উপকারে গাছ কাজে লাগতো।

১.৮ শানুর বাবাই বলেছিল কথাটা। ----কথাটা কি? 

উত্তর ঃ কার্তিক ঘোষের লেখা জুঁই ফুলের রুমাল শানুর বাবা বলেছিলেন যে সেখানে আকাশ জুম্মন বাড়ি তৈরি হবে পরিণত হবে শহরে আর ওই জায়গায় যে সমস্ত গাছপালা পুকুর রয়েছে সেগুলো সেখানে আর থাকবে না।

১.৯ তালগাছকে বলে তাদের ডাকে '-----তালগাছ কাদের ডাকে? 

উত্তর ঃ অবনীন্দ্রনাথ ঠাকুরের রচিত সাথী গল্প অবলম্বনে শরতের মেঘ এবং বলাকা দের তাল গাছ পাতা নেড়ে নেড়ে হাঁক দিয়ে ডাকতে থাকে। 

২. নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখ:

২.১সংস্কৃতের দিদিমণি নাম রেখেছেন নদীমাতৃকা। ---কেন তিনি এমন নাম রেখেছেন? 

উত্তর ঃ গৌরী ধর্মপাল এর লেখা শোনা গল্প এক মেয়ের চরিত্র অঙ্কন করেছেন গল্পে শোনা নামক এক ছোট মেয়ে গ্রামে বসবাস করত আর সেই গ্রামে দিয়ে একটা নদী বয়ে যেত সোনা ওই নদী এবং নদীর জল কে পরিষ্কার রাখতে সে একদম বাঘিনীর মত কাজ করত কেউ যদি সেখানে নোংরা আবর্জনা ফেলত আর তার চোখে পড়তো তাহলে সে বাঘিনীর মত তার সঙ্গে জাপটে প্রতিবাদ করতে থাকতো এই সমস্ত গুণাবলী দেখে পাঠশালার সংস্কৃতের দিদিমণি ওই মেয়েটিকে অর্থাৎ সোনাকে অভিহিত করেছিলেন নদী মাতৃকা বলে।

২.২ ভালো তো নয় বাঁকা/ সোজা সহজ পথের থেকে। --কথাটির তাৎপর্য কি? 

উত্তর ঃ নদী কবিতায় কবি তিনি বলেছিলেন যে নদী যদি সোজা পথে যেত তাহলে তিনি নদীর সাথে নদীর পথে একসঙ্গে চলতেন কিন্তু নদী কখনো সোজা পথে যায় না নদী বাঁকা পথ অবলম্বন করে চলে আর তার অর্থাৎ লেখক এর পথচারীরা গ্রামবাসীরা আশেপাশের লোক জনেরা তাকে সোজা পথে সহজ ভাবে জীবন যাপন করার পরামর্শ প্রদান করেছিল আর  তিনি ও বাঁকা পথ পছন্দ করতেন না তাই তিনিও সোজা পথে চলতে পেয়েছিলেন তাই লেখক অভিমান করে বলেছেন যে ভালো তো নয় বাঁকা সোজা পথের থেকে।

২.৩ মনো আমার কথা শুনে হেসে ফেললো। --কোন কথায় মনু হেসেছে? 

উত্তর ঃ মনো আমার কথা শুনে হেসে ফেলল উদ্ধৃতাংশ টি কবি জীবন সরদার এর লেখা নদীর তীরে একা গল্প থেকে নেওয়া হয়েছে। 

লেখক এবং মনো মাঝে দু'জনে একে অপরের সঙ্গে কথোপকথন করছিলেন তখন লেখক মাঝিকে নদী দামোদর এর বর্ণনা দিতে গিয়ে বলেছেন দামোদর এর চোর চেয়ে আসানসোল থেকে দামোদরের ওপর দামোদর স্টেশন পর্যন্ত খুব চওড়া তবে জল নেই অর্থাৎ গভীরতা কম ইহার কাদাখোঁচা দেখেছি নদী বক মাছ খেকো দেখেছি মেসওয়াক লেখক এর এই সমস্ত কথা শুনে মনু মাঝি হেসে ফেললেন।

২.৪ গল্প বলব তোমার কোলে এসে। -- কথক কোন গল্প শোনাতে চাই? 

উত্তর ঃ বিশ্ব কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৌকাযাত্রা কবিতায় কবি তাঁর প্রিয় দুই বন্ধু অশ্ব এবং আমাকে নিয়ে সাত সমুদ্র তেরো নদীর পাড়ে পাড়ি দিয়ে তার স্বপ্ন পূরণ করতে চান যা নতুন দেশের নতুন রাজার সঙ্গে দেখা করতে চান তাই কবি ভোরবেলায় যাত্রা শুরু করবেন তার দুই সঙ্গীর কে নিয়ে এবং তিনি তেপান্তরের মাঠ পেরিয়ে যাবেন আর সন্ধ্যাবেলায় নিজ গৃহে ফিরে আসবেন আর ফিরে এসে তার মায়ের কোলে মাথা রেখে সমস্ত ঘটনাবলি গল্প আকারে বলবেন।

২.৫ তখন পৃথিবী ছিল অনেক সবুজ, অনেক সুন্দর। --সেই সময়ের কথা গাছেরা কেন চলাফেরা করে না গল্পে কিভাবে ফুটে উঠেছে? 

উত্তর ঃ তখন পৃথিবী ছিল অনেক সবুজ অনেক সুন্দর উদ্ধৃতাংশ টি প্রচলিত গল্প গাছেরা কেন চলাফেরা করে না থেকে নেওয়া হয়েছে অনেক সময় আগে গাছেরা চলাফেরা করত কোন প্রাণী দের মত অর্থাৎ মানুষ গরু ছাগল পাখি এদের মত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করত আর সেই সময় কোন যানবাহন না থাকায় গাছেরা মানুষের বাহক হিসাবে কাজ করতো তাদের সমস্ত মালপত্র এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে এবং বৃদ্ধ মানুষদের গাছের ডালে চাপিয়ে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিত আর সে সময় কল-কারখানা না থাকায় তখন কাছেরা শ্বাস-প্রশ্বাস সেইসময় আবহাওয়া খুব সুন্দর এবং অনেক সবুজ।

কিন্তু এখন আর গাছেরা আগের মত মানুষ এদের কাজে অর্থাৎ যাতায়াতে সাহায্য করে না তারা এক স্থান থেকে অন্য স্থানে চলাচল বা চলাফেরা করে না তারা একই স্থানে স্থির থেকে যায়।

২.৬ একা একা থাকতে নেই, --গল্পে বর্ষার রাতে কি ঘটেছিল? 

উত্তর ঃ একা একা থাকতে নেই প্রচলিত গল্পে এক বর্ষার রাতে কথা এখানে বর্ণনা করা হয়েছে একদিন বর্ষার রাতে হঠাৎ দমকা হাওয়া বইতে শুরু করে ওই দমকা হাওয়ায় সমস্ত কিছু জানো উলটপালট হয়ে যায় এমনকি মাঠের গাছপালাও উল্টে পড়ে যায় ও কাঁপতে শুরু করে এ সমস্ত ঘটনাবলি ঘটে থাকে।

২.৭ আহঃ! আজ কি আরাম আরাম! কবিতায় শিশুটি আরাম বোধ করে কেন? 

উত্তর ঃ আরাম কবিতায় কবি শঙ্খ ঘোষ এক শিশু তার পরিবার আর তার পরিবার এবং সৌন্দর্যময় ভোরের বর্ণনা দিয়েছেন। 

কবিতায় শিশুটি ঘুমিয়ে ছিল আর ভোর হয়ে আসতে সে শুনতে পায় পাখির সুন্দর গানের সুর আর তার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠে দেখে যে তার পিতা-মাতা দুজনে দুই পাশে ঘুমিয়ে রয়েছে পাশের ঘরে রয়েছে তার দিদি আর পুতুলের টুংটাং শব্দ হচ্ছে। 

ভোরবেলায় একদিকে মুসলমানের মসজিদের আজান এবং অপর পাশে হিন্দুদের মন্দির থেকে আসা কীর্তন শব্দ রাম সীতার গান চলছে এই সমস্ত আবহাওয়া গান আজান অনুভব করে শিশুর খুব আনন্দ পাচ্ছে এবং নিজেকে আরামবোধ বলে মনে করছে।

৩. নিচের প্রশ্নগুলির উত্তর দাও:

৩.১ বাংলা ভাষায় স্বরবর্ণ কি কি? 

উত্তর ঃ বাংলার ভাষায় স্বরবর্ণ হল 11 টি, সেগুলো হল- অ, আ, ই, ঈ, উ, এ, ঋ, এ, ঐ, ও, ঔ। 

৩.২ দ্বিস্বর কাদের বলা হয়? 

উত্তর ঃ যে স্মরণ এর মধ্যে দুটি স্বরধ্বনির বিদ্যমান তাকে দ্বিস্বর ধ্বনি বলা হয়।

যেমন- ঐ = এ +ই

ঔ= ও + ই

৩.৩ বর্ণ বিশ্লেষণ করো

৩.৩.১ আকাঙ্ক্ষা 

উত্তর , আকাঙ্ক্ষা= আ+ক্ + আ + ঙ্ + ক্ + ষ্ + আ

৩.৩.২ বিদ্যাসাগর 

উত্তর ঃঃ ব্+ ই + দ্ + জ্ +আ+ স্ +আ + গ্ + অ + র

৩.৩.৩ স্বাধীনতা

উত্তর ঃ স্ + ব্ + আ + ধ্ + ঈ+ ন্ + অ +ত্ + আ

৩..৪ নিচের শব্দগুলো কি কি বর্ণ দিয়ে তৈরি? 

৩.৪.১ অসাবধানি

উত্তর ঃ অ + স্+আ+ব্+অ+ধ্ + আ+ ন্ +ই

৩.৪.২ বিপর্যস্ত

উত্তর ঃঃব্ + ই +প্+র্+য্+অ+স্+অ+ত্+অ

৩.৪.৩ অবস্থান

উত্তর ঃ অ+ব্+অ+স্+অ+থ্+আ+ন

৩.৪.৪ সমুদ্র

উত্তর ঃ স্+ অ+ম্+উ+ দ্+র্+অ



Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post