এক কথায় প্রকাশ | বাক্য সংকোচন | Ek kothay prokash


এক কথায় প্রকাশ
এক কথায় প্রকাশ

Ek kothay prokash

এক কথায় প্রকাশ

বাক্য সংকোচন

{tocify} $title={Table of contents}

অ- দিয়ে বাক্য সংকোচন

অনন্ত-অন্ত নেই যার।

আদিত্য-অদিতির পুত্র।

অরিন্দম- অরিকে দমন করে যে।

যথার্থ- অর্থের সীমানা ছাড়িয়ে।

সঙ্গে- অঙ্গের সহিত বর্তমান।

উপহার- অপ্রধান আহার।

অন্যমনস্ক- অন্যদিকে মন যার।

অংশীদার- অংশ আছে যার।

অচ্যুচ্চ- অতিশয় উচ্চ।

অণুবীক্ষণ- অনুকে দেখা যায় যার দ্বারা।

ওরফে- অন্য নামে।

অলংকৃত- অলংকার দ্বারা সজ্জিত।

অন্যতম- অনেকের মধ্যেএক।

সুরম্য- অতিশয় রমণীয়।

মহানাদ- অতি উচ্চ ধ্বনি।

প্রত্যক্ষ- অক্ষির সম্মুখে বর্তমান।

অনিমা- অনুর ভাব।

আণবিক- অনু থেকে তৈরি।

অগ্রগামী-অগ্র যে গমন করে।

আতিথ্য- অতিথির আপ্যায়ন।

পরোক্ষা- অক্ষির অগোচরে।

আর্জুনি- অর্জুনের পুত্র।

অনভ্যস্ত- অভ্যেস নেই যার।

অগ্রজ- অগ্রেজন্মেছে যে।

নাতিশীতোষ্ণ- অতি শীতলও নয়, অতি উষ্ণও নয়।

অরণ্যকে- অরণ্যে জাত।

অনতিক্রম্য- অতিক্রম করা যায় না যা।

আরুনি- অরুণের পুত্র।

অনূদিত- অন্য ভাষায় রূপান্তরিত।

হ্রেশ্বা- অশ্বের চিৎকার।

অকালপক্ক- অকালে পক্ষ হয়েছে যা।

আ-দিয়ে বাক্য সংকোচন

নিরানন্দ- আনন্দ নেই যার।

নিরাকার- আকার নেই যার।

অনাদি-আদি নেই যার।

অতিথি- আগমনের কোন থিতি নেই যার।

অগ্রগামী- আগে যে গমন করে।

অনাহত- আঘাত পায়নি যা।

জাতশত্রু- আজন্ম শত্রু।

বেয়াদব- আদব-কায়দা  জানেনা যে।

মাদৃশ- আমার মতো।

আনন্দিত- আনন্দের যোগ্য।

নন্দীঘোষ- আনন্দ জনক ধ্বনি।

আধেয়- আঁধারে যা থাকে।

আহুত- আহ্বান করা হয়েছে যাকে।

আটাশে- আট মাসে যে জন্মেছে।

আদ্যন্ত- আদি থেকে অন্ত পর্যন্ত।

খেচর- আকাশে চরে যে।

যথাজ্ঞা- আজ্ঞাকে অতিক্রম না করে।

আঠালো- আঠা যুক্ত আছে যাতে।

নভোযান- আকাশ পথে যে যান ব্যবহার করা যায়।

বিনোদিনী- আনন্দ দান করে যে নারী।

ই -দিয়ে বাক্য সংকোচন

ঐরাবত- ইরাবতে জাত।

ইন্দ্রজিৎ- ইন্দ্রকে জয় করেছে যে।

যথেষ্ট- ইষ্টকে অতিক্রম না করে

ঐতিহাসিক- ইতিহাস রচনা করেন যিনি।

ঐহিক- ইহকাল সম্বন্ধীয়।

ঐচ্ছিক- ইচ্ছার অধীন।

ভ্রাম্যমান- ইতস্তত গমনশীল।

ঐক্ষক- ইক্ষু সম্বন্ধীয়।

জিতেন্দ্রিয়- ইন্দ্রকে জয় করেছেন যিনি।

ইদানিং- ইতি মধ্যকার ঘটনা।

বিচরন- ইতস্তত ভ্রমণ।

ঈ -দিয়ে বাক্য সংকোচন

ঐশ্বর্য- ঈশ্বরের মহিমা।

ঐশ্বরিক- ঈশ্বরের বিষয়ে।

আস্তিক- ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার।

নাস্তিক- ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার।

অনিল- ঈষৎ নীল।

উ -দিয়ে বাক্য সংকোচন

কাণ্ডজ্ঞান- উপস্থিত বিষয় বিবেচনার শক্তি।

উপাধিক- উপাধি আছে যার।

উত্তরে- উত্তর দিক থেকে প্রবাহিত।

কৃতজ্ঞ- উপকারীর উপকার স্বীকার করে যে।

অকৃতজ্ঞ- উপকার স্বীকার করে না যে।

অনুচিত- উচিত নয় যা।

বর্তমান- উপস্থিত আছে যা।

ঔপন্যাসিক- উপন্যাস রচয়িতা।

সব্যসাচী- উভয় হাত যার সমান চলে।

উহ্য- উল্লেখ করা হয় না যা।

নিরুপায়- উপায় নেই যার।

নিরুপমা- উপমা নেই যে নারীর।

উপকারক- উপকার করেন যিনি।

উদীয়মান- উদিত হচ্ছে এমন।

অনূদিত- উদিত হয়নি যা।

অনুচ্চার্য- উচ্চারণ করা যায় না যা।

অনুন্নত- উন্নত নয় যা।

ঊ -দিয়ে বাক্য সংকোচন

ঊর্ধ্বগতি- ঊর্ধ্ব দিকে গতি যার।

ঊর্ধ্বচারি- ঊর্ধ্ব দিকে বিচরণ করে যে।

অবতরণ- ঊর্ধ্ব থেকে নেমে আসে।

ঊর্ণনাভ- ঊর্ণা নাভীতে যার।

ঋ -দিয়ে বাক্য সংকোচন

আর্য- ঋষির উক্তি।

উত্তমর্ণ- ঋণদেয় যে।

অধমর্ণ- ঋণ গ্রহণ করে যে।

অঋণী- ঋণী নন যিনি।

ঋষিতুল্য- ঋষির মতো।

আর্তব- ঋতু সম্বন্ধীয়।

ঋণী- ঋন আছে যার।

এ -দিয়ে বাক্য সংকোচন

সহোদর- একই মায়ের পুত্র।

সহবাস- একই সঙ্গে বসবাস।

সমাবেশ- একত্রে অবস্থান।

পরস্পর- একে র সঙ্গে অন্যের।

একগুঁয়ে- একদিকে গোঁ যার।

সতীর্থ- একই গুরুর শিষ্য।

একাগ্রচিত্ত- একই বিষয়ে নিবিষ্ট চিত্ত যার।

ওষধি- একবার ফল দিয়ে মরে যায় যে গাছ।

সমকালীন- একই কালে বর্তমান।

সমসাময়িক- একই সময়ে বর্তমান।

অজাতশত্রু- এখনো যার শত্রু জন্মায়নি।

যাযাবর- একস্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে।

সদ্যোজাত- এইমাত্র জন্ম যার।

একাধিক্রমে- এক থেকে আরম্ভ।

একতা-একের ভাব।

ঐ -দিয়ে বাক্য সংকোচন

ঐশ্বর্যবান- ঐশ্বর্যের অধিকারী যিনি।

ভাগ্যবান- ঐশ্বর্যের অধিকারী।

প্রাগৈতিহাসিক- ঐতিহাসিক কালের পূর্ববর্তী।

ও -দিয়ে বাক্য সংকোচন

ওজন পরিমাপক – তুলাদন্ড।

ঔষ্ঠ্য- ঔষ্ঠ্য দ্বারা উচ্চারিত।

ঔষধ- ঔষধি থেকে জাত।

অনৌচিত্য- ঔচিত্তের অভাব।

ক -দিয়ে বাক্য সংকোচন

কৃত্তিবাস- কৃত্তিই বাস যার।

উপকূল- কুলের সমীপে।

দুর্গম- কষ্টে গমন করা যায় না।

কুহু- কোকিলের ডাক।

লিপ্সা- কোন কিছু পাওয়ার ইচ্ছা।

কৃষিজীবী- কৃষি যার জীবিকা।

কর্মঠ- কর্মে অতিশয় দক্ষ।

অকল্পনীয়- কল্পনা করা যায় না এমন।

আগাছা- কোন উপকারে আসে না যে গাছ।

বন্ধুর- কোথাযও উঁচু কোথাও নিচু।

আকন্ঠ- কন্ঠ পর্যন্ত।

কণ্ঠোকাল- কন্ঠে কাল যার।

করণীয়- করার যোগ্য।

কৌন্তেয়- কুন্তীর পুত্র।

কিঙ্কিণী- কঙ্কনের শব্দ।

খ -দিয়ে বাক্য সংকোচন

খ্যাতিমান- খ্যাতি আছে যার।

প্রিয়চিকীর্ষা- খুশি করার ইচ্ছা।

যাবনী- খারাপ যব।

পাটনি- খেয়া পার করে যে।

নাতিশীতোষ্ণ- খুব ঠান্ডাও নয় খুব গরমও নয়।

গ -দিয়ে বাক্য সংকোচন

গজানন- গজের মুখের মত মুখ যার।

গাঙ্গেয়- গঙ্গার পুত্র।

প্রজ্ঞা- গভীর জ্ঞান।

নিশীথ- গভীর রাত্রি।

গ্রন্থকার- গ্রন্থ রচনা করেন যিনি।

গোমুখ- গরুর মুখের মত মুখ যার।

গুপ্তচর- গোপনে সংবাদ সংগ্রহকারী।

গোধূলি- গরুর পা থেকে ধুলো উড়ে যখন।

গাণিতিক- গণিত শাস্ত্র জানেন যিনি।

অগোচর- গোচরে নয় যা।

নগ- গমন করে না যে।

নগণ্য- গণনার যোগ্য নয় যা।

গিরিশ- গিরিতে শয়ন করে যে।

ঘ -দিয়ে বাক্য সংকোচন

প্রতিবেদন- ঘটনার বিবরণ দান।

ঘূর্ণমান- ঘুরছে যা।

ঘুমন্ত- ঘুমাচ্ছে যে।

ঘৃণ্য- ঘৃণার যোগ্য।

ঘৃণাকর- ঘৃণার উদ্রেক করে যে।

ঘামাচি- ঘাম থেকে উৎপন্ন।

চ -দিয়ে বাক্য সংকোচন

চৈতালি- চৈত্র মাসের ফসল।

নজরবন্দি- চোখে চোখে রাখা হয়েছে যাকে।

চতুর্মুখ- চার মুখ যার।

কনীনিকা- চোখের মন।

 চাকচক্য-  চকচক করার ভাব।

নশ্বর- চিরস্থায়ী নয় যা।

সম্প্রচার- চতুর্দিকে প্রচার।

চিরস্মরণীয়- চিরদিন মনে রাখার যোগ্য।

চৌরাস্তা- চার রাস্তার মিলনস্থল।

অশ্রু- চোখের জল।

সভ্যতা- চলাচলের উৎকর্ষ।

চিরস্থায়ী- চিরকাল ব্যাপী স্থায়ী।

অচিন্ত্য- চিন্তা করা যায় না যা।

পরোক্ষ- চক্ষুর আড়ালে।

চাক্ষুষ- চক্ষুর সম্মুখে।

 

ছ -দিয়ে বাক্য সংকোচন

ছায়াতরু- ছায়া প্রধান তরু।

ছাত্রতুল্য- ছাত্রের মতো।

ছান্দসিক- ছন্দ জ্ঞান আছে যার।

ষান্মাসিক- ছয় মাস অন্তর।

গীতিকা- ছোট গীতি কবিতা।

ষান্মাতুর-ছয় মাতার সন্তান।

-দিয়ে বাক্য সংকোচন

জয়ন্তী- জয় সূচক উৎসব।

অনুপ- জলময় স্থান।

নির্জন- জনশূন্য স্থান,

উভচর- জলেও চরে স্থলেও চলে।

জলজ- জলে জন্ম যার।

দুর্জয়- জয় করা কঠিনএমন।

জলচর- জলে চরে যে।

জিজ্ঞাসা- জানার ইচ্ছা।

জ্ঞাতব্য- জানা উচিত।

দম্পতি- জায়া ও পতি।

আজন্ম- জন্ম থেকে আরম্ভ করে।

আজীবন- জীবন পর্যন্ত।

জ্ঞাত-জানা আছে যা।

জানকী- জনক রাজার কন্যা।

জারক- জীর্ণ করে যা।

জীবন্মৃত- জীবিত থেকেও মৃত।

ত -দিয়ে বাক্য সংকোচন

তপোবন- তপস্যার নিমিত্তবন।

ত্রিপদী- তিন পদের সমাহার।

ত্রিফলা- তিন ফলের সমাহার।

তনিমা- তনুর ভাব।

ত্রিনয়ন- তিন নয়ন যার।

বেতাল- তাল ঠিক নেই যার।

অতুলনীয়- তুলনা হয়না এমন।

তাচ্ছিল্য- তুচ্ছ জ্ঞানে অবহেলা।

তেমাথা- তিন রাস্তার মোড়।

ত্রিবেনী- তিন বেনীর সমাহার।

তালব্য- তালু থেকে উচ্চারিত।

তন্তজ- তন্ত থেকে জাত।

সতর্ক- তর্কের সঙ্গে বর্তমান।

-দিয়ে বাক্য সংকোচন

প্রতিদান- দানের বিপরীত।

অপরাহ্ন- দিবসের শেষ ভাগ।

পূর্বাহ্ন- দিবসের প্রথম ভাগ।

দিৎসা- দান করার ইচ্ছা।

দ্বীপ- দুই দিকে জল যার।

দার্শনিক- দর্শনশাস্ত্র জানেন যিনি।

দেশপ্রেমিক- দেশের প্রতি প্রেম আছে যার।

অদম্য- দমন করা যায় না এমন।

মধ্যহ্ন- দিনের মধ্যভাগ।

উপদ্বীপ- দ্বীপের সদৃশ্।

দৈন্য- দিনের ভাব।

দ্বিজ- দুইবার জন্ম যার।

একাহারী- দিনে যে একবার আহার করে।

দ্রষ্টব্য- দেখার যোগ্য।

দ্রবীভূত- দ্রব্য হয়েছে যা।

-দিয়ে বাক্য সংকোচন

ধীমান- ধী শক্তির অধিকারী।

ধ্যাতা- ধ্যান করে যে।

ধনঞ্জয়- ধন জয় করেন যিনি।

ধুলিস্যাৎ- ধোলায় পরিণত।

ধারাবাহিক- ধারা ধরে চলে যা।

ধীরগামী- ধীরে যে গমন করে,

ধারণীয়- ধারণ করার যোগ্য।

-দিয়ে বাক্য সংকোচন

নীরদ- নীর দান করে যে।

নদীমাতৃক- নদী মাতা যে দেশের।

নিরপেক্ষ- নাই পক্ষ যার।

নাবিক- নৌকা চালায় যে।

নিশাচর- নিশাকালে চরে বেড়ায় যে।

যথাবিধি- নিয়মের মধ্যে।

স্বয়ংবরা- নিজেই প্রতি নির্বাচন করেন যিনি।

নির্মম- নাই মমতা যার।

বেইমান- নাই ঈমান যার।

দিগম্বর- নাই আবরণ যার।

নবান্ন- নতুন অন্যের উৎসব।

নাসিক্য- নাসিক্য থেকে উচ্চারিত।

নশ্বর- নষ্ট হয় না।

স্বেচ্ছায়- নিজের ইচ্ছায়।

স্বাধিকর- নিজের অধিকার।

নিন্দনীয়- নিন্দার যোগ্য।

-দিয়ে বাক্য সংকোচন

প্রাণী- প্রাণ আছে যার।

পঞ্চানন- পঞ্চ আনন যার।

প্রিয়জানি- প্রিয় জায়া যার।

আদ্যন্ত- প্রথম থেকে শেষ পর্যন্ত।

প্রিয়ংবদা- প্রিয় বাক্য বলে যে নারী।

প্রহরী- প্রহরা দেয় যে।

অনুগামী- পশ্চাতে গমন করে যে।

অপ্রমেয়- প্রমাণ করা যায় না যা।

পথিক- পথ দিয়ে পায়ে হেঁটে চলে যে।

প্রতিভাবান- প্রতিভা আছে যার।

প্রাত্যহিক- প্রত্যহ যা করতে হয়।

প্রাজ্ঞা-প্রজ্ঞাবতী নারী।

অব্যক্ত- প্রকাশ করা হয়নি যা।

পিতৃব্য- পিতার ভ্রাতা।

পশ্চাদপ্রসরণ- পেছনে সরে যাওয়া।

অধিবেদন- পত্নী বর্তমান থাকা সত্ত্বেও পূর্ণবিবাহ।

বিপত্নীক- পত্নী গত হয়েছে বা মরে গেছে যার।

সপত্নীক- পত্নীর সাথে বর্তমান।

পদ্মনাভ- পদ্ম নাভিতে যার।

নিমরাজি- প্রায় রাজি।

অপরিহার্য- পরিহার করা যায় না এমন।

অনুজ- পরে জন্মগ্রহন করেছে যে।

পূর্বরাত্রি- পূর্ব দিনের রাত্রি।

পরাধীন- পরের অধীন।

পরান্নজীবী- পরের অধীনে জীবন ধারণ করে।

পাদ্য- পা ধোয়ার জল।

পরার্থ- পরের উপকার বা প্রয়োজন।

অনুপদ- পরের পশ্চাৎ।

পঞ্চবান- পাঁচ বান আছে যার।

কুজন- পাখির ডাক।

পিপাসু- পান করার ইচ্ছুক।

পিপাসা- পান করার ইচ্ছা।

পঙ্কজ- পাকে জন্মে যা।

অপুত্রক- পুত্র নেই যার।

প্রত্নতাত্ত্বিক- প্রাচীন ইতিহাস।

মৃণাল- পদ্মের নাল।

পার্বতী- পর্বতের কন্যা।

আপাদমস্তক- পা থেকে মাথা পর্যন্ত।

-দিয়ে বাক্য সংকোচন

ফাল্গুনী- ফাল্গুন মাসের পূর্ণিমা।

ওষধি- ফল পাকলে যে গাছ মরে যায়।

ফুলেল- ফুল থেকে জাত।

মকরন্দ- ফুলের মধু।

ফেলনা- ফেলা যায় যা।

-দিয়ে বাক্য সংকোচন

বিদ্বান- বিদ্যা আছে যার।

বেলাভূমি- বালুকাময় ভূমি।

নাবালক- বালকত্ব কাটেনি যায়।

প্রবচন- বহু প্রচলিত।

কনিষ্ঠ- বয়সের সবার ছোট।

কৃত্তি- বাঘের চামড়া।

হালচাল- বর্তমান দিনের চাল-চলন।

অন্যতম- বহুর মধ্যে একটি।

বিবৎসা- বাস করার ইচ্ছা।

-দিয়ে বাক্য সংকোচন

কেকা- ময়ূরের ডাক।

মুমূর্ষা- মরণের ইচ্ছা।

জটাধারী- মাথায় জটা আছে এমন।

করোটি- মাথার খুলি।

মুমুক্ষা- মুক্তি পাওয়ার ইচ্ছা।

মধুপ- মধু পান করে যে।

-দিয়ে বাক্য সংকোচন

উচ্যমান- যা বলা হচ্ছে।

অভিবাদন- যথা বিহিত শ্রদ্ধা নিবেদন।

উদ্ভিদ- মাটি ভেদ করে উঠে।

অপ্রাপ্য- যা পাওয়া যায় না।

অদৃশ্য- যা দেখা যায় না।

অটুট- একটুও ভাঙেনি।

অবলা- যে কথা বলতে পারে না।

দুর্ভেদ্য- যা ভেদ করা দুঃসাধ্য।

দুর্লভ- যা কষ্টে লাভ করা যায়।

দুর্মর- যা সহজে মরে না।

দুর্বিষহ- যা সহ্য করা যায় না।

দুর্লংঘ্য- যা সহজে লংঘন করা যায় না।

-দিয়ে বাক্য সংকোচন

রসদ- রস দেয় যে।

রসিকতা- রসের কথা।

রাঘব- রঘু বংশে জন্ম যার।

প্রত্যুষ- রাত্রি ও দিবসের সন্ধিক্ষণ।

-দিয়ে বাক্য সংকোচন

সর্বজ্ঞ- সবকিছু জানে যে।

সাম্য- সমতার ভাব।

নির্মোক- সাপের খোলস।

অসুখ- সুখের অভাব।

নির্বেদ- সংসারের প্রতি বিরাগ।

সিংহনাদ- সিংহের ডাক।

-দিয়ে বাক্য সংকোচন

হিতৈষী- হিত ইচ্ছা করে যে।

হিংস্রতা- হিংসার ভাব।

অজিন- হরিণের চামড়া।

হৈমন্তিক- হেমন্তে জাত।

Mehemud Ali

Mehemud Ali, an expert faculty of Bengali Grammar and Geography, love to teach.

Post a Comment (0)
Previous Post Next Post