Model Activity Task Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021 | মডেল অ্যাক্টিভিটি টাস্ক দ্বিতীয় শ্রেণি সংযোগ স্থাপনে সক্ষমতা

Model Activity Task Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021
Model Activity Task Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021

Model Activity Task Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021 

মডেল অ্যাক্টিভিটি টাস্ক  দ্বিতীয় শ্রেণি  সংযোগ স্থাপনে সক্ষমতা

New Model Activity Task Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021

Class 2 Part 6 Songjog Sthapone Sokkhomota Sept 2021

মডেল অ্যাক্টিভিটি টাস্ক
 দ্বিতীয় শ্রেণি 
সংযোগ স্থাপনে সক্ষমতা
১) নিচের পাঠটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর লেখ:
শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন। জঙ্গল ঘন হয়ে এল। ঘোর অন্ধকার। কিছু দুরে গিয়ে দেখেন, এক পোড়া মন্দির। জনপ্রাণী নেই। শক্তি বাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি। সঙ্গে ছিল লুচি, আলুর দম আর পাঁঠার মাংস।
ক) ঘন জঙ্গলের মধ্যে শক্তি বাবু আর আক্রম কি দেখতে পেলেন ?
উত্তর : ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম   একটি পোড়ো মন্দির দেখতে পেলেন।
খ) শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন ?
উত্তর : শক্তিবাবু পোড়ো মন্দিরে বসে বিশ্রাম করতে চাইলেন।
গ) তিনি কি আহার করলেন ?
উত্তর : শক্তিবাবু লুচি, আলুর দম এবং পাঁঠার মাংস আহার করলেন।
২) অর্থ লেখো :
(ক) ঘন = 
উত্তর: গভীর। 
(খ) পোড়ো = 
উত্তর:পতিত, পড়ে আছে এমন, পরিত্যক্ত। 
৩) (ক) Fill in the blanks with correct verb forms:

উত্তর:

 

Yesterday

Today

(i)

I worked in the garden.

I work in the garden.

(ii)

They played with me.

They play with me.

(iii)

We enjoyed the food.

We enjoy the food.

(iv)

My parents

started for the

market.

My parents start for the market.

(v)

You talked to me.

You talk to me.

খ) Tick the correct answer.
(i) (It / There) is a garden in our school.
Ans: There is a garden in our school.
(ii) (It / There) is Sunday today.
Ans: It is Sunday today.
৪) সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো:
(ক) একটি দোকানে ১২টি লাল টুপি ও ১৬ টি সবুজ টুপি আছে। দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি আছে?
উত্তর:
দোকানে লাল টুপি আছে ১২টি
দোকানে সবুজ টুপি আছে ১৬টি
অতএব, দুটি মিলিয়ে দোকানে মোট টুপি আছে (১২+১৬) টি=২৮টি।
(খ) আমাদের বাগানে ৪টি নারকেল গাছ আছে। প্রত্যেকটা গাছে ৫টি করে নারকেল হয়েছে তাহলে মোট কয়টি নারকেল আছে ?
উত্তর: বাগানে নারকেল গাছ আছে =৪টি
প্রত্যেকটা গাছে নারকেল হয়েছে =৫টি 
তাহলে বাগানে মোট নারকেল আছে= (৪ x ৫) = ২০ টি। 
(গ) স্কুলে আমার ২৪ জন বন্ধু। আমার জন্মদিনে তাদের প্রত্যেককে আমি ২টি করে লজেন্স দেব । তাহলে আমার মোট কতগুলি লজেন্স লাগবে ?
উত্তর: স্কুলে আমার মোট বন্ধু আছে ২৪ জন।
প্রত্যেককে লজেন্স দেওয়া হবে ২ টি করে।
তাহলে আমার মোট লজেন্স লাগবে=(২৪×২)টি =৪৮ টি।

 Link For another Subject 


Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post