Mal Gari Premendra Mitra Class 4 Bangla Patabahar Part 1 | মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র চতুর্থ শ্রেণির বাংলা পাতাবাহার

Mal Gari Premendra Mitra Class 4 Bangla Patabahar Part 1
Mal Gari Premendra Mitra Class 4 Bangla Patabahar Part 1

Mal Gari Premendra Mitra Class 4 Bangla Patabahar Part 1 | মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র চতুর্থ শ্রেণির বাংলা পাতাবাহার

Mal Gari Premendra Mitra Class 4 Bangla Patabahar Part 1

মালগাড়ি প্রেমেন্দ্র মিত্র চতুর্থ শ্রেণির বাংলা পাতাবাহার


  মালগাড়ি   

 প্রেমেন্দ্র মিত্র 

চাই না আমি  তুফান কি মেল ট্রেন, 
 মালগাড়ি হই একটি শুধু যদি
 ঘটর ঘটর দিনরাত্তির চলি, 
নেইকো তাড়া, যেন ভাটার নদী। 
জন্মদিনে মিষ্টি একটা পরি
 ভুলে যদি আসে আমার বাড়ি, 
 চেয়ে নেব একটি শুধু বর, -----
বলব, 'আমায় করো না মালগাড়ি'
প্যাসেঞ্জার কি মেল ট্রেন সব যত 
শুধু কাজের ধান্দা নিয়েই আছে, 
স্টেশন পেলেই যাত্রী ওঠায় নামায়, 
ভাবনা শুধু লেট হয়ে যায় পাছে। 
আমার শুধু নিজের খুশির চলা, 
 দায় নেইকো টাইমটেবিল দেখার । 
যত দূরে-ই যেখানে যাই নাকো 
সারা লাইন শুধু আমার  একার। 
ট্রেনগুলো তো এক লাইনেই ছোটে ,
যাওয়া -আসার বাঁধা ঠিক- ঠিকানা 
আমার জন্যে সব রাস্তাই খোলা
 থামতে যেতে কোথাও নেই মানা। 
ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে, 
যাচ্ছি যাব করেই আমার যাওয়া। 
ওরা শুধু পৌঁছাতে চাই ছুটে,
 আমার সুখ তো অশেষ চলতে পাওয়া। 

কবি পরিচিতি: কবি প্রেমেন্দ্র মিত্র হাজার 1930 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে এবং প্রতি যাদের হাত ধরে শুরু হয়েছিল তাদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র ছিল এক অন্যতম লেখক। তিনি বহু গ্রন্থ কবিতা উপন্যাস লিখেছিলেন এছাড়াও তিনি লিখেছিলেন শিশু কিশোর সাহিত্য নাটক প্রবন্ধ এবং অনুবাদ মূলক রচনা সবমিলিয়ে তিনি ছিলেন এক গ্রন্থকারের জনক। তিনি লেখার দক্ষতার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন এক পত্রিকার সম্পাদক তাকে কল্লোল পত্রিকার সঙ্গে লেখনীর মাধ্যমে তার প্রতিভা পরিস্ফুটিত করেছিলেন। তার লেখা উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ হল প্রথমা, সম্রাট ,সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ  ইত্যাদি। 

তিনি যে সমস্ত উপন্যাস রচনা করেছিলেন সেগুলি হল পাঁক, মিছিল, হানাবাড়ি ইত্যাদি। 

তিনি ছোটগল্পের লিখনের দিক থেকেও পিছিয়ে ছিলেন না। তাঁর লেখা কিছু ছোট গল্প , নানা রকমের রহস্য গল্প ও এবং গোয়েন্দা কাহিনী লিখেছিলেন  আর এই লেখনীর মাধ্যমে তিনি যে সমস্ত চরিত্রের সৃষ্টি করেছিলেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো ঘনাদা। তার কাব্যগ্রন্থ ও লিখনের প্রতিভাকে সম্মান জানিয়ে তিনি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন বিভিন্ন একাডেমি পুরস্কার জয় করেছিলেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য হলো রবীন্দ্র পুরস্কার এবং অকাদেমি পুরস্কার। এই মহান কবি 988 খ্রিস্টাব্দে পরলোকগমন করেন। তিনি পরলোকগমন করলেও আমাদের সকলের মনের হৃদয়ের কিছুটা অংশ জুড়ে তার ছাপ ফেলে গেছেন তার লেখনীর মাধ্যমে। 

বিষয়বস্তু:

শব্দার্থ:

১) তুফান- দ্রুত গতিতে যাওয়া

২) মালগাড়ি ট্রেন- যে সমস্ত ট্রেনের যাত্রী বহন করেনা কেবলমাত্র প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন কয়লা বিস্কুট লোহা পাথর বালি ইত্যাদি একস্থান থেকে অন্যস্থানে দূরান্তরে বহন করে নিয়ে যায় তাকে মালগাড়ি বলে বা মালগাড়ি ট্রেন। 

৩) দিনরাত্রি -দিন ও রাত অর্থাৎ 24 ঘন্টা

৪) তাড়া -জলদি

৫) নদীর ভাটা -নদীর স্রোতের কথা

৬) মিষ্টি -একপ্রকার সুস্বাদু খাদ্য

৭) পরী -এক অলৌকিক মেয়ে

৮) শুধু- কেবলমাত্র

৯) অশেষ- যার শেষ নেই

১০)প্যাসেঞ্জার ট্রেন -যে সমস্ত ট্রেনের মানুষজন জোরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে সেই ট্রেন প্যাসেঞ্জার ট্রেন বলা হয়। 

১১)পাছে -নয়তো

১২)স্টেশন -যে স্থানে যাত্রীরা এক জায়গায় জমায়েত হয়  যেখানে ট্রেনে ওঠার জন্য এবং ট্রেন থেকে নামার জন্য একটি নির্দিষ্ট স্থান যেখানে ট্রেন এসে পৌঁছায়। 

১৩)লেট -দেরি

১৪)টাইম টেবিল- সময়ের কোন মূল্য নেই

১৫)ঠিক ঠিকানা - অনির্দিষ্ট

১৬)লাইন - ট্রেন যে স্থানের উপর চলাচল করে 

১৭মেল ট্রেন - দ্রুতগামী রেলগাড়ি




Sajahan Seikh

Sajahan Seikh. From a young age he became very curious about the various animals of the environment and their life cycle. So he has been very interested in reading life science since he was young and he likes it very much, his favorite subject is life science. He is currently an experienced biology teacher.

Post a Comment (0)
Previous Post Next Post