Adorsho Chhele Kusum Kumari Dash Bangla Kobita Class 4 |
Adorsho Chhele Kusum Kumari Dash Bangla Kobita Class 4 | আদর্শ ছেলে চতুর্থ শ্রেণি বাংলা পাতাবাহার প্রথম পর্ব
Class4 Adorsho Chhele Kusum Kumari Dash Bangla Kobita
আদর্শ ছেলে চতুর্থ শ্রেণি বাংলা পাতাবাহার প্রথম পর্ব
আদর্শ ছেলে
কুসুমকুমারী দাশ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে?
কথায় না বড়ো হয়ে কাজে বড় হবে;
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন
' মানুষ' হইতে হবে' ---- এই তার পণ।
বিপদ আসিলে কাছে , হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত ,মাংস, প্রাণ?
হাত ,পা সবারই আছে, মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?
সে ছেলে কে চাই বলো? ---কথায় কথায়
আছে যার চোখে জল, মাথা ঘুরে যায়
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ----
মানুষ হইতে হবে মানুষ যখন।
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারই রয়েছে কাজ, এ বিশ্ব মাঝার
হাতে প্রাণে,খাটো সব, শক্তি করো দান
তোমরা 'মানুষ' হলে, দেশের কল্যাণ।